কৃষি এখন আর শুধু মাটি, বীজ আর শ্রমের গল্প নয়; আধুনিক কৃষি ক্রমেই পরিণত হচ্ছে ডেটা, রোবটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বিত এক বিজ্ঞানভিত্তিক ব্যবস্থায়। এই পরিবর্তনের অগ্রভাগে যেসব গবেষক কাজ করছেন, তাঁদের একজন ড. তোফায়েল আহমেদ। কৃষি রোবটিক্স, প্রিসিশন অ্যাগ্রিকালচার, গ্রাউন্ড-বেসড ও স্যাটেলাইট রিমোট সেনসিং এবং সিদ্ধান্ত সহায়ক ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্রে তাঁর কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
এই প্রেক্ষাপটে বিজ্ঞান ও গবেষণাভিত্তিক প্ল্যাটফর্ম biggani.org আয়োজন করতে যাচ্ছে ড. তোফায়েল আহমেদের সঙ্গে একটি বিশেষ অনলাইন সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি, রাত ৭টা (বাংলাদেশ সময়)। এই আলোচনায় উঠে আসবে আধুনিক কৃষির ভবিষ্যৎ, প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার বাস্তব চ্যালেঞ্জ, গবেষণাগারের উদ্ভাবন কীভাবে মাঠপর্যায়ে কৃষকের কাজে লাগতে পারে, এবং উন্নয়নশীল দেশের প্রেক্ষাপটে বিজ্ঞানভিত্তিক কৃষি কেন সময়ের দাবি।
সাক্ষাৎকারে ড. তোফায়েল আহমেদ তাঁর গবেষণা-জীবনের গল্প, কৃষি রোবটিক্সে আগ্রহের পেছনের অনুপ্রেরণা, এবং সিদ্ধান্ত সহায়ক প্রযুক্তির মাধ্যমে কৃষিতে উৎপাদনশীলতা ও টেকসই ব্যবস্থাপনা কীভাবে সম্ভব—সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। পাশাপাশি বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকদের জন্য থাকবে বিশেষ দিকনির্দেশনা—কীভাবে তারা কৃষি, প্রযুক্তি ও ডেটা-বিজ্ঞানকে একত্র করে ভবিষ্যতের গবেষণায় যুক্ত হতে পারে।
biggani.org দীর্ঘদিন ধরে বাংলাদেশের তরুণদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও গবেষণাভিত্তিক চিন্তাধারা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই সাক্ষাৎকার আয়োজন তারই ধারাবাহিক অংশ, যেখানে একজন আন্তর্জাতিক মানের গবেষকের অভিজ্ঞতা ও চিন্তাধারা সরাসরি তরুণ পাঠক ও দর্শকদের সামনে তুলে ধরা হবে।
🗓️ ইভেন্টের তারিখ, সময় ও যোগদানের লিংক
📌 রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/CtZfLDDr5tGcKRCn6
ইভেন্টের সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার, সন্ধ্যা ৭ (বাংলাদেশ সময়)
উপস্থাপক: তাহসিন আহমেদ সুপ্তি
সহকারি উপস্থাপক: হাসনা বানু মমু
যারা কৃষি, পরিবেশ, প্রযুক্তি কিংবা ভবিষ্যতের খাদ্যনিরাপত্তা নিয়ে আগ্রহী, তাদের জন্য এই সাক্ষাৎকারটি হতে পারে অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। ১৪ ফেব্রুয়ারি রাত ৭টায় (বাংলাদেশ সময়) biggani.org-এর এই বিশেষ আয়োজনে যুক্ত হতে সবাইকে আমন্ত্রণ।

Leave a comment