বিজ্ঞান বিষয়ক খবর

শুক্র হাঁটবে সূর্যের বুকে।

Share
Share

{mosimage}আগামী 6 ই জুন ভোরে কালো বিন্দুর মত প্রায় সাড়ে পাঁচ ঘন্টা ধরে সূর্যের
বুকে হাঁটতে হাঁটতে শুক্র মিলিয়ে যাবে।যারা বিরল এই মহাজাগতিক ঘটনাটি না
দেখবেন তারা অবশ্যই আফসোস করবেন।কারন এই ঘটনাটি আবার ঘটবে 2117 সালের 11 ই
ডিসেম্বর। ঠিক 105 বছর পরে।
শুক্রের এই হাঁটাকে জ্যোতির্বিদ্যার ভাষায় বলে সংক্রমন (Transit)।এই
সংক্রমনের একটা হিসাব আছে।যেমন-প্রথমে 8 বছর,এর পরে 121 বছর 6 মাস,তার পরে
আবার 8 বছর,তার পরে আবার 105 বছর 6 মাস,তার পরে আবার 121 বছর 6 মাস এই ভাবে
পর্যায়ক্রমে শুক্র গ্রহের সংক্রমন ঘটে।কাজেই এটা একটি দূর্লভ দৃশ্য।যারা 7
ই জুন 2004 সালে এই সংক্রমন দেখেছেন তাদের জন্য পুনরায় এই সুযোগ এলো।
সৌ্রজগতে শুধু শুক্র ও বুধ গ্রহের এই রকম সংক্রমন ঘটে।কারন এই দুটি গ্রহের
কক্ষপথ পৃথিবী ও সূর্যের মধ্যে দিয়ে গিয়েছে।সূর্যের উপর বুধের এই রকম
সংক্রমন প্রথম দেখেন ফরাসি জ্যোতির্বিদ পিয়ের জ্যাসেন্ডি 1631 সালে।আর
শুক্রের সংক্রমন প্রথম দেখেন দুই ব্রিটিশ জ্যোতির্বিদ জেরেমিয়া হর্ক ও
উইলিয়াম ক্র্যাবট্রি 1639 সালে।
গ্রহের সংক্রমন (Transit): মাঝে মাঝে সৌর চাকতির উপর দিয়ে নিম্নতর গ্রহদের
কালো বিন্দুর মত চলে যেতে দেখা যায়,একে বলা হয় গ্রহদের সংক্রমন
(Transit)।এটি একটি বিরল ঘটনা, 2004 সালে শুক্র গ্রহের এই রকম একটি সংক্রমন
দেখা গিয়েছিল।আর এটি তখনই ঘটে, যখন নিম্নতর গ্রহগুলি পৃথিবী ও সূর্যের
মাঝখানে একই সরলরেখায় থাকে।কিন্ত গ্রহদের কক্ষপথের তল ও পৃথিবীর কক্ষপথের
তল সামান্য কোন করে থাকে,সুতারং পাত বিন্দু দুটি ছাড়া কখনোই একটি গ্রহ
সূর্য ও পৃথিবীর একই সরল রেখায় থাকে না।আবার গ্রহটি পৃথিবী ও সূর্যের
মাঝখানে এলেই এ ঘটনা ঘটবে না,শুধুমাএ গ্রহটি নিম্নতর সংযোগ এবং পাত
বিন্দুতে থাকলেই এই ঘটনা ঘটবে।

এই ধরনের ঘটনা ঘটে ঠিকই কিন্তু তা বেশী বার নয়।কক্ষপথের পাত বিন্দুর
সংযোগকারী রেখার অবস্থানের জন্য শুক্রের সংক্রমন যে বছরে হয় সেটি সেই বছরের
জুন কিংবা ডিসেম্বরের শুরুর দিকে।যেমন-8 ই ডিসেম্বর 1874 ও 6 ই ডিসেম্বর
1882 সালে শুক্রের সংক্রমন হয়েছিল।

জ্যোতির্বিদদের কাছে শুক্রের এই সংক্রমনের ব্যাপারটা খুবই মূল্যবান।এই সময়
তাঁরা সূর্য ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব খুব ভালো ভাবে পরিমাপ করতে পারে।এই
পরিমাপ করার জন্য পথিবী পৃস্টের উপরের দুটি স্থান থেকে (এই স্থান দুটি
একটি অপরটি থেকে বেশ দূরে অবস্থিত)একই সময় শুক্রের সংক্রমন লক্ষ্য করা হয়।
এরপর এই দুটি স্থানের মধ্যেকার কৌণিক দূরত্ব থেকে সূর্য ও পৃথিবীর মধ্যেকার
দূরত্ত মাপা হয়।শুক্রের সংক্রমনের সময় শুক্রের আবহাওয়া মন্ডলের অনেক তথ্য
পাওয়া যায়।যখন শুক্র পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে তখন শুক্রের আবহাওয়া
মন্ডল দিয়ে কিছু সূর্যরশ্নি বেরিয়ে আসে।
সেই সময় শুক্রের এই আবহাওয়া মন্ডলকে স্বল্পালোকিত বলয়ের মত দেখায়।এই সুক্ষ ও
চমকপ্রদ দৃশ্যটি তৈরী হয় ঠিক সেইভাবে যেভাবে গোধূলীর সৃস্টি হয়।এই বলয়টির
বিস্তার বা উজ্জলতা সব সময় এক থাকে না।
সংক্রমনকালে শুক্র যখন নিম্নতর সংযোগ অথবা ঐ জায়গার খুব কাছাকাছি থাকে তখন
শুক্রের গোধূলী বলয়ের বিস্তার ও উজ্জলতা শুক্রের চারিপাশে সমানভাবে দেখা
যায়।
এই অবস্থা থেকে শুক্র যত সরে যেতে থাকবে ততই চঁন্দ্রকলার মত শুক্রের
দৃশ্যমান অংশ কমবে।এইভাবে যখন শুক্র অর্ধচন্দ্রের রুপ নেবে তখন এই বলয়ের
বিস্তার খুব সরু এবং সুচালো হবে।

সংক্রমন কবে কখন ঘটবেঃ 6 ই জুন বাংলাদেশ সময় রাত 4.00 টার সময় শুক্র
সূর্যের সামনে আসবে।কিন্ত তখন দেখা যাবে না,কারন তখন সূর্যোদয় হবে না।এই
সংক্রমন শুরু হবার প্রায় ঘন্টা খানেক সময় পরে (ভোর 5.15 মিনিটে) আমরা এই
সংক্রমন দেখতে পাব।এবং এটি চলবে 11.00 টা পর্যন্ত।সূর্যের বুকে শুক্রেরের
চাকতির ব্যাস হবে 58 আর্ক সেকেন্ড।
এই মহাজাগতিক দৃশ্যটি দূরবীন বা বাইনোকুলার ছাড়াই খালি চোখে যাবে।তবে
সাবধান খালি চোখে সূর্যের দিকে ভুলেও তাকাবেন না।সরাসরি সূর্যের দিকে
তাকালে চোখের মারাত্নক ক্ষতি হতে পারে।
দেখার জন্য এক্স রে ফিল্মের একদম কালো অংশ অথবা সোলার ফিল্টার,অথবা ওয়েলডিং
গ্লাস দিয়ে দেখবেন।আর যারা দূরবীন অথবা বাইনোকুলার দিয়ে দেখতে চান তারা
অবশ্যই সোলার ফিল্টার ব্যাবহার করবেন।
যা দেখতে পাবেন তা হলো গোলাকার কালো একটি চাকতির আকারে শুক্র গ্রহ সূর্যের
একপাশ দিয়ে অন্য পাশে চলে যাবে।কাজেই তৈরী হয়ে যান বিরল এই মহাজাগতিক দৃশ্য
দেখার জন্য।
2004 সালে শুক্রের সংক্রমন হয়েছিল সূর্যের নিচের অংশ দিয়ে,এবারের সংক্রমনে
শুক্র সূর্যের উপরের অংশ (সূর্যের পূর্ব-উওর কোন)দিয়ে যাবে।

যারা ছবি তুলতে চান তারা 6,7,8,10,14, ইঞ্চির অটো গাইডেড দূরবীনের সাথে
ক্যাননের EOS সিরিজের বা অন্য যে কোন ভাল মানের ডি এস এল আর ক্যামেরা সংযোগ
করে Exposure 1/2000 second @ f/6.3 ISO- 1600 এই সেট আপে ছবি তুলতে পারেন
ভালো ছবি পাবেন।
এই লিংক খুলুন শুক্রের সংক্রমনের ভিডিও কিভাবে করবেন তার নোট দেয়া আছে।

http://www.fourmilab.ch/images/venus_transit_2004/

ম্যাপ গুগল।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
বিজ্ঞান বিষয়ক খবরসাক্ষাৎকার

এআই এবং স্বাস্থ্যখাতে ড. ফারদিব আল ইসলামের অনুপ্রেরণাদায়ক যাত্রা!

খুলনার নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাস প্রতিদিনই জ্ঞানের আলোয় আলোকিত...

বিজ্ঞান বিষয়ক খবরসাক্ষাৎকার

নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ নির্মাণে ড. আব্দুর রহিমের পথচলা!

বিজ্ঞানী.অর্গ সম্প্রতি কথা বলেছে ইনস্টিটিউট অফ এনার্জি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (IERD), বিসিএসআইআর-এ...

বিজ্ঞান বিষয়ক খবরসাক্ষাৎকার

রউফুল আলম: বিজ্ঞানচর্চার পথ ধরে এক অনুসন্ধিৎসু গবেষকের গল্প!

বিজ্ঞানচর্চা মানেই এক অজানা জগতে প্রবেশ, যেখানে নতুন আবিষ্কার এবং উদ্ভাবনের পথ...

বিজ্ঞান বিষয়ক খবরসাক্ষাৎকার

মহাবিশ্বের অজানা রহস্য: ড. সৈয়দ আশরাফ উদ্দিনের গবেষণা এবং ভাবনা!

ড. সৈয়দ আশরাফ উদ্দিন, একজন নিবেদিত শিক্ষক ও গবেষক, বর্তমানে University of...

বিজ্ঞান বিষয়ক খবরসাক্ষাৎকার

রেডিও ওভার ফাইবার: উচ্চগতির ডেটা ট্রান্সমিশনে ভবিষ্যৎ প্রযুক্তি ও এর সম্ভাবনা!

বর্তমানে প্রযুক্তির দ্রুত অগ্রগতির যুগে, উচ্চগতির ডেটা ট্রান্সমিশন একটি বড় চ্যালেঞ্জ হয়ে...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.