বিপ্র রঞ্জন ধর, বিভাগীয় সম্পাদক, রসায়নবিদ্যা , বিজ্ঞানী.org

২০১০ ডিসেম্বর ১৪

বিজ্ঞপ্তি

বিপ্র রঞ্জন ধর, বিভাগীয় সম্পাদক,  রসায়নবিদ্যা ,  বিজ্ঞানী.org

 

প্রিয় বিজ্ঞানী,

নতুন বছরের আগাম শুভেচ্ছা। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে বিপ্র রঞ্জন ধর বিজ্ঞানী.orgএর রসায়নবিদ্যাবিভাগের  বিভাগীয় সম্পাদকহিসাবে ১ জানুয়ারী ২০১১  থেকে আপনাদেরসবাইকে সেবা প্রদান করবেন। 

 

বিপ্র রঞ্জন ধর – এর সংক্ষিপ্ত জীবনীঃ

বিপ্র রঞ্জন ধর: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিকৌশলে স্নাতক শেষে বর্তমানে কানাডার ওয়েস্টার্নওন্টারিও বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর গবেষণায় নিয়োজিতগবেষণার বিষয় বর্জ্য পানি পরিশোধন বাংলা ভাষায় বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ফোরাম আমাদের প্রযুক্তি’র একজন প্রতিষ্ঠাতা  প্রশাসক এছাড়াও প্রযুক্তিকে সহজ ভাষায় সাধারনমানুষের কাছে তুলে ধরতে ‘সহজ করে নবায়নযোগ্য শক্তি’  ‘সহজ করে ন্যানোপ্রযুক্তি’ নামে যৌথভাবে দুটি বইলিখেছেন মেইলঃ bipro.buet@gmail.com 

আসুন আমরা সবাই বিপ্র রঞ্জন ধর – কে বিজ্ঞানী.orgএ স্বাগত জানাই।

অনুপম শুভেচ্ছা।

শফিউল  ইসলাম

বিজ্ঞানী.org  টিম

Shafiul
Latest posts by Shafiul (see all)

About Shafiul

ড. শফিউল ইসলাম, CText FTI: ডিরেক্টর, TexTek Solutions; প্রাক্তন-প্রেসিডেন্ট, Institute of Textile Science Canada. স্পাইডার সিল্ক প্রযুক্তির উদ্ভাবক। প্রতিষ্ঠাতা ও সম্পাদক, Vision Creates Value. যুগ্ম-প্রতিষ্ঠাতা ও সম্পাদক, biggani.org. রয়াল চার্টার্ড টেক্সটাইল ফেলো, টেক্সটাইল ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল, ইউকে। গ্লোবাল প্যারেন্টস, ইউনিসেফ ক্যানাডা। যুক্তরাজ্য থেকে টেক্সটাইল বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তাঁর অনেক গবেষণাপত্র, বই ও প্যাটেন্ট প্রকাশ পেয়েছে। ই-মেইল: shafiul@biggani.org অন্তর্জাল: https://www.linkedin.com/in/shafiul2009/

Check Also

বিজ্ঞানী ডট কমে বাংলাদেশি বিজ্ঞানী

ইকবাল হোসাইন চৌধুরী প্রকাশিত: প্রথম আলো, ২০০৬ ডিসেম্বর  ০১ About Latest Posts Shafiulড. শফিউল ইসলাম, CText …

ফেসবুক কমেন্ট


  1. মনোজকুমার দ. গিরিশ

    স্বাগত রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় নতুন সম্পাদক বিপ্ররঞ্জন ধর৤ পরিচিত ‎একটি নাম৤ ‎

    মনোজকুমার দ. গিরিশ ১৫/১২/২০১০ কোলকাতা ‎

  2. ধন্যবাদ…রসায়নবিদ্যা বিভাগটিকে সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করছি…।

  3. সাদ আব্দুল ওয়ালী

    বিপ্র রঞ্জন ধর, একজন প্রতিভাবান লেখক। তিনি বিজ্ঞানী ডট অর্গকে সমৃদ্ধ করবেন নি:সন্দেহে!

  4. একজন যোগ্যতা সম্পণ মানুষকেই রসায়ন বিভাগের সম্পাদক করা হয়েছে। তার জীবন বূতান্ত দেখেউ তাই মনে হল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।