ড. এ. টি. এম. শরিফুল ইসলাম একজন বাংলাদেশি গবেষক, বর্তমানে জাপানে বসবাস করছেন। তিনি মস্তিষ্কবিদ্যার ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং দীর্ঘদিন ধরে স্নায়ুবিজ্ঞান ও বায়োমেডিকেল গবেষণায় যুক্ত আছেন। তাঁর গবেষণাগারে প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এক ধরনের সাবান উদ্ভাবনের মাধ্যমে তিনি আলোচনায় আসেন। গবেষণাগার কর্তৃপক্ষ তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে ল্যাবটির নামকরণ করেছে “Sharif’s Laboratory”। সম্প্রতি তিনি বাংলাদেশ সফরে এসে গবেষণা, উদ্ভাবন ও দেশের প্রতি তাঁর দায়বদ্ধতা নিয়ে আলোচনা করেন।

💬 প্রশ্নোত্তর পর্ব:
প্রশ্ন: আপনি কীভাবে গবেষণার জগতে আসলেন?
উত্তর: ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে মস্তিষ্কের কার্যপ্রণালী আমাকে মুগ্ধ করত। সেখান থেকেই স্নায়ুবিজ্ঞানের ওপর উচ্চশিক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিই।
প্রশ্ন: প্রাকৃতিক সাবান উদ্ভাবনের পেছনে কী প্রেরণা কাজ করেছে?
উত্তর: আমি লক্ষ্য করি, প্রতিদিনের জীবনে ব্যবহৃত অনেক রাসায়নিক উপাদান ত্বকের ক্ষতি করে। তাই গবেষণার পাশাপাশি ভাবতে শুরু করি—প্রাকৃতিক উপাদান দিয়ে স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব বিকল্প তৈরি করা যায় কি না। সেই চিন্তা থেকেই এই সাবান তৈরির কাজ শুরু।
প্রশ্ন: আপনার গবেষণাগারের নাম “Sharif’s Laboratory”—এই স্বীকৃতি আপনি কেমনভাবে দেখেন?
উত্তর: এটি আমার জন্য এক ধরনের অনুপ্রেরণা। কোনো প্রতিষ্ঠানের নাম যদি গবেষকের নামে রাখা হয়, তা বড় এক সম্মান। তবে আমি মনে করি, এটি কেবল ব্যক্তিগত নয়—এটি আমাদের দেশের গবেষণা সক্ষমতারও প্রতিফলন।
প্রশ্ন: বাংলাদেশের তরুণদের জন্য আপনার বার্তা কী?
উত্তর: বিজ্ঞানের কোনো সীমানা নেই। নিজের আগ্রহকে লালন করুন, অধ্যবসায় বজায় রাখুন। গবেষণার মাধ্যমে দেশের জন্য অবদান রাখার সুযোগ সবার সামনে খোলা আছে।
ড. শরিফুল ইসলামের বিজ্ঞানচর্চা ও উদ্ভাবন কেবল ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য এক অনুপ্রেরণা। তাঁর মতো বিজ্ঞানীরা দেখিয়ে দিচ্ছেন, বিদেশে থেকেও দেশের জন্য কাজ করা সম্ভব।
বিজ্ঞানী.অর্গ টিম ড. শরিফুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে এবং তাঁর গবেষণার অগ্রগতি কামনা করছে।
Dr. Shariful Islam: A Researcher Driven by Purpose
Dr. A. T. M. Shariful Islam is a Bangladeshi researcher currently based in Japan. He holds a Ph.D. in neuroscience and has long been engaged in advanced biomedical research. While his academic focus lies in brain science, he became widely recognized for developing a natural soap made from organic ingredients. In recognition of his contributions, the authorities named his research facility “Sharif’s Laboratory.”
Dr. Islam continues to balance his life between neuroscience and innovation, blending scientific curiosity with social awareness. During his recent visit to Bangladesh, he shared insights on research, innovation, and his enduring connection to his homeland.
💬 Interview Highlights:
Q: How did your journey in scientific research begin?
A: I have always been fascinated by science. During my university years, I became deeply interested in how the human brain works. That curiosity led me to pursue advanced studies in neuroscience.
Q: What inspired you to develop a natural soap?
A: I noticed that many commercial products contain chemicals harmful to the skin. I wanted to explore whether natural ingredients could offer a safer, healthier alternative. That idea eventually evolved into the development of an organic soap through my research work.
Q: How do you feel about having your lab named “Sharif’s Laboratory”?
A: It’s a great honor and also a motivation. Having a research lab named after me is symbolic—it reflects not just my individual work, but also the potential of Bangladeshi scientists in the global research community.
Q: What message would you like to give to young researchers in Bangladesh?
A: Science knows no boundaries. Follow your curiosity with patience and persistence. Every researcher has the opportunity to contribute to their country, no matter where they are in the world.
Dr. Shariful Islam’s scientific endeavors and innovative mindset are a source of pride for Bangladesh. His journey exemplifies how dedication, curiosity, and a sense of responsibility can transcend borders.
The biggani.org team extends heartfelt congratulations to Dr. Islam and wishes him continued success in his scientific journey.

Leave a comment