সাক্ষাৎকার

বাংলাদেশ থেকে বৈজ্ঞানিক হওয়ার গল্প – ড. গোলাম মেজবাহ উদ্দিন

Share
সাক্ষাৎকার: ড. গোলাম মেজবাহ উদ্দিন
Share

ড. গোলাম মেজবাহ্‌ উদ্দিন বর্তমানে কানাডার এলবার্টা বিশ্ববিদ্যালয়ের হেরিটেজ মেডিক্যাল রিসার্চ সেন্টারে বৈজ্ঞানিক হিসেবে কর্মরত। তিনি Cardiovascular Energy Metabolism তথা হৃদরোগ, উচ্চরক্তচাপ ও জেনেটিক পরিবর্তনের প্রভাব নিয়ে গবেষণা করছেন। তিনি ফার্মাসি শিক্ষার সঙ্গে শুরু করে মাইটোকন্ড্রিয়া ভিত্তিক রোগ প্রতিরোধমূলক ওষুধ ও নতুন এন্টিওক্সিডেন্ট আবিষ্কার বিষয়ক গবেষণায় নিজেকে নিবেদিত করেছেন। ড. মেজবাহ উদ্দিনের গবেষণা দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ায় পরিচালিত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়ে কোরিয়ান উদ্ভিদ ও সবজি থেকে নতুন ফ্লাভনয়েড জাতীয় এন্টিওক্সিডেন্ট আবিষ্কারের দিকে মনোনিবেশ করেছে। তিনি বিশেষভাবে বাংলাদেশের তরুণদের বিজ্ঞানী হওয়ার পথ প্রদর্শন এবং বৈজ্ঞানিক অভিজ্ঞতা শেয়ার করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

💬 প্রশ্নোত্তর পর্ব:

প্রশ্ন: আপনি ফার্মাসি পড়াশোনা করে এখন বৈজ্ঞানিক হিসেবে কাজ করছেন। কেমন লাগছে?
উত্তর: আলহামদুলিল্লাহ, গবেষণায় কাজ করতে অনেক ভালো লাগছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই কাজ করে আমি আনন্দ পাই। অনেকেই ভাবেন ফার্মাসি পড়া আর বিজ্ঞানী হওয়া আলাদা, তবে আসলে সকল বিষয় থেকে বিজ্ঞানী হওয়া সম্ভব। আমি ফার্মাসিস্ট হিসেবে কাজ না করে, সেই শিক্ষাকে ব্যবহার করে মেডিকেল সায়েন্সে ওষুধ আবিষ্কার নিয়ে কাজ করছি। বাংলাদেশে গবেষণার সুযোগ কম, তবে প্রতিদিন ট্রেনে গবেষণাগারে যাত্রা করার সময় অনুভূতিটি অন্যরকম।

প্রশ্ন: বিজ্ঞানে কাজ করার জন্য কে সবচেয়ে বেশি আপনাকে উৎসাহ দিয়েছেন?
উত্তর: আমার অনার্স প্রজেক্ট সুপারভাইজার ড. মোকাররম হোসেন (কলগেরি বিশ্ববিদ্যালয়, কানাডা) এবং ড. রাকিব হোসেন (টেনেসি বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র) ২০০৯ সালে স্কলারশিপে চেষ্টা করার জন্য উৎসাহ যুগিয়েছিলেন। পরবর্তীতে আমার মা-বাবার উৎসাহ এবং বন্ধু ও সহকর্মীদের অনুপ্রেরণায় আমি প্রতিটি ধাপ অতিক্রম করেছি। বিশেষ করে ড. মইনুল করিম মুকুল, ড. নূরুন্নবী বাতেন, নাজিয়া মুমতাহানা ও ডা. সাবিহা সুলতানা চৌধুরী আমাকে সাহস যুগিয়েছেন।

প্রশ্ন: আপনার গবেষণার বিষয় কী এবং কিভাবে এই বিষয়ে এলেন?
উত্তর: মাইটোকন্ড্রিয়া আমাদের শরীরে পাওয়ার হাউস। খাবার, ভিটামিন-মিনারেল বা শরীরে শক্তি জমার উৎস থেকে শক্তি ব্যবহারে মাইটোকন্ড্রিয়া গুরুত্বপূর্ণ। ক্যান্সার, ডায়াবেটিস থেকে শুরু করে অনেক রোগের মূল কারণ মাইটোকন্ড্রিয়ার ক্ষয়। আমি গবেষণা করেছি কোরিয়ান উদ্ভিদ ও সবজি থেকে ফ্লাভনয়েড জাতীয় নতুন এন্টিওক্সিডেন্ট আবিষ্কারের উপর, যা মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা ধরে রেখে রোগ প্রতিরোধ করতে পারে। এছাড়া, বাবা-মার খাবারের ধরন এবং জেনেটিক পরিবর্তনের কারণে ডায়াবেটিস ও লিভার রোগের উন্নতির সম্ভাব্য উপায়ও গবেষণার অন্তর্ভুক্ত।

প্রশ্ন: আপনার গবেষণার ভবিষ্যত কী?
উত্তর: বর্তমানে আমি অ্যানিম্যাল মডেল ও ক্লিনিকাল স্যাম্পলে কাজ করছি। ইউনিভার্সিটি অফ আলবার্টা হসপিটালের সাথে সহযোগিতায় এই গবেষণা হার্ট অ্যাটাক, ব্লাডপ্রেসার রোগীদের সরাসরি উপকারে প্রয়োগের চেষ্টা চালাচ্ছে। আশা করছি, ভবিষ্যতে ডায়াবেটিসসহ হৃদরোগের প্রতিকার সহজলভ্য হবে।

প্রশ্ন: বাংলাদেশের তরুণদের জন্য আপনি কী করেছেন?
উত্তর: ২০০৯ থেকে আমি লক্ষ্য করেছি, বাংলাদেশের শিক্ষিত মেধাবী ছাত্রেরা প্রায়শই সঠিক তথ্যের অভাবে বৈজ্ঞানিক পথ নিতে পারে না। তাই, আমি “Career Planning and Basics- Bangladeshi Student” নামে একটি ফেসবুক গ্রুপ তৈরি করেছি, যেখানে অভিজ্ঞ গবেষকরা তরুণদের জন্য বিশ্ববিদ্যালয় এপ্লিকেশন, গবেষণা ও অন্যান্য পরামর্শ শেয়ার করেন। এতে তরুণরা সরাসরি প্রশ্ন করতে ও পরামর্শ নিতে পারে।

প্রশ্ন: বাংলাদেশ, কোরিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় বিজ্ঞানীদের কাজের পার্থক্য কী দেখেছেন?
উত্তর: বাংলাদেশের গবেষণার সুযোগ সীমিত। কোরিয়া ও কানাডায় সরকারি বিনিয়োগ বড় আকারে, স্বল্প হস্তক্ষেপে হয় এবং বড় ফলাফল আশা করা হয়। অস্ট্রেলিয়ায় বিনিয়োগ সূক্ষভাবে পরিচালিত হয়, যেখানে মানসিক ও সামাজিক গবেষণার ওপরও জোর থাকে।

প্রশ্ন: আপনার ভবিষ্যত পরিকল্পনা কী?
উত্তর: আমার লক্ষ্য হলো নিজস্ব মাইটোকন্ড্রিয়া ম্যানিপুলেশন বা মাইটোকন্ড্রিয়া কেন্দ্রিক রোগ প্রতিকার আবিষ্কারের জন্য একটি ট্রান্সলেশনাল গবেষণাগার তৈরি করা।

প্রশ্ন: তরুণ বিজ্ঞানীদের জন্য আপনার পরামর্শ কী?
উত্তর: চেষ্টার বিকল্প নেই। যেকোনো পদক্ষেপের আগে সম্ভাব্য ৩–৪টি পথ নিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে। বাংলাদেশের ছাত্রদের জন্য বড় হওয়া ও বৈজ্ঞানিক হওয়া কঠিন হলেও অসম্ভব নয়। পরিকল্পনা ও ব্যাকআপ পরিকল্পনা রাখা গুরুত্বপূর্ণ। ধৈর্য্য ও প্রস্তুতির মাধ্যমে সর্বোত্তম চেষ্টা চালাতে হবে।

ড. গোলাম মেজবাহ উদ্দিনের গবেষণা হৃদরোগ ও ডায়াবেটিস প্রতিরোধে নতুন দিগন্ত উন্মোচন করছে। তাঁর আন্তর্জাতিক অভিজ্ঞতা ও উদ্ভাবনী প্রচেষ্টা তরুণ গবেষক এবং বাংলাদেশি ছাত্রদের জন্য অনুপ্রেরণার উৎস। বিজ্ঞানী অর্গ টিম ড. মেজবাহ উদ্দিনের এই গবেষণার সাফল্যের জন্য শুভকামনা জানাচ্ছে এবং আশা রাখে, তার কাজ ভবিষ্যতে বৈজ্ঞানিক সম্প্রদায় ও জনস্বাস্থ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সাক্ষাৎকার: ড. গোলাম মেজবাহ উদ্দিন

From Pharmacy to Cutting-Edge Research – Dr. Golam Mejbah Uddin’s Journey

Dr. Golam Mejbah Uddin is currently a scientist at the Heritage Medical Research Centre, University of Alberta, Canada, focusing on Cardiovascular Energy Metabolism. His research investigates the genetic and metabolic factors behind heart disease, hypertension, diabetes, and liver disorders. Beginning with a degree in Pharmacy, Dr. Mejbah Uddin transitioned into biomedical research, leveraging his academic background to develop novel drugs and antioxidants. He has conducted studies in South Korea and Australia, where he discovered flavonoid-based antioxidants that help maintain mitochondrial function, which is critical for preventing age-related diseases. In addition to his research, he actively mentors Bangladeshi students worldwide, guiding them in research planning and international academic opportunities.

💬 Q&A Session:

Q: You studied pharmacy but now work as a scientist. How does that feel?
A: Alhamdulillah, it feels wonderful to work in research. Most importantly, I enjoy the work itself. Many assume pharmacy and scientific research are unrelated, but any academic background can lead to science. I didn’t practice as a pharmacist but applied my education to medical science and drug discovery. Coming from a private university in Bangladesh, research opportunities were very limited, so traveling by train daily to the lab feels truly special.

Q: Who inspired you to pursue science?
A: During my honors project in 2009, my supervisors Dr. Mokarram Hossain (University of Calgary, Canada) and Dr. Rakib Hossain (University of Tennessee, USA) encouraged me to apply for scholarships. My parents, friends, and colleagues continuously motivated me, particularly Dr. Moinul Karim Mukul, Dr. Nurunnabi Baten, Nazia Mumtahana, and Dr. Sabiha Sultana Chowdhury. Their guidance helped me navigate every step of my research journey.

Q: What is your research focus and how did you enter this field?
A: Mitochondria are the powerhouses of the cell, converting nutrients into energy for all bodily functions. They are involved in diseases ranging from cancer to diabetes. My PhD research explored how parental diet and genetic changes influence diabetes and liver disease in offspring. I also discovered new flavonoid-based antioxidants from Korean medicinal plants and vegetables that help preserve mitochondrial function with age, potentially preventing age-related blindness. My current work focuses on genetic modulation to maintain mitochondrial function, protecting the heart from diseases like heart attack and hypertension.

Q: What is the future of your research?
A: I am currently working with animal models and clinical samples in collaboration with the University of Alberta Hospital. We aim to apply this research to real patients with heart disease, hypertension, and diabetes. I hope that in the near future, these therapies can provide practical and accessible solutions.

Q: How have you supported young Bangladeshi students?
A: Since 2009, I realized that many talented students lack proper guidance and information. To address this, I co-founded the Facebook group “Career Planning and Basics – Bangladeshi Students,” where experienced researchers share advice on university applications, research opportunities, and career paths. Students can also interact directly with mentors to get guidance and insights.

Q: Have you noticed differences in research culture across Bangladesh, Korea, Australia, and Canada?
A: Research in Bangladesh has limited scope, though government and private initiatives have improved opportunities in the last decade. Korea and Canada invest heavily in research with minimal intervention, expecting large outcomes over time. Australia invests more gradually and often emphasizes social and behavioral aspects of research, whereas Korea and Canada primarily focus on basic science.

Q: What are your future plans?
A: I plan to establish a translational research laboratory focused on mitochondrial manipulation and developing therapies for diseases associated with mitochondrial dysfunction.

Q: What advice do you have for young scientists?
A: Perseverance is key. Before taking any step, consider 3–4 possible paths and prepare for all outcomes. Becoming a scientist from Bangladesh is challenging but achievable. Always plan ahead, have a backup plan, and ensure you give your best effort in every stage. The goal is to feel satisfied that you tried your utmost, contributing to your own growth, your country, and potentially the world.

Dr. Golam Mejbah Uddin’s work in mitochondrial research and cardiovascular health exemplifies how global collaboration and rigorous experimentation can advance medical science. His dedication to mentoring young Bangladeshi scientists and translating laboratory findings into potential therapies highlights both his commitment to research and societal impact. The biggani.org team wishes Dr. Mejbah Uddin continued success and hopes his journey inspires a new generation of scientists from Bangladesh and beyond.

Share
Written by
নিউজডেস্ক

আমরা বিজ্ঞানের বিভিন্ন খবরাখবর ও বিজ্ঞানীদের সাক্ষাতকার প্রকাশ করি। আপনারা কোন লেখা প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করুন: [email protected], [email protected]

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

নিয়মিত আপডেট পেতে আমাদের ইমেইল নিউজলেটার, টেলিগ্রাম, টুইটার X, WhatsApp এবং ফেসবুক -এ সাবস্ক্রাইব করে নিন।

Copyright 2024 biggani.org