বাংলাদেশের তরুণ বিজ্ঞানী ড. গাজী তৌফিক এজাজ জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন আন্তর্জাতিক পরিসরে। তাঁর গবেষণা শুধু বৈজ্ঞানিক তত্ত্ব নয়, বরং দুর্যোগ ঝুঁকি হ্রাস ও পানি নিরাপত্তা নিশ্চিত করার বাস্তব হাতিয়ার।
বাংলাদেশের ভূগোল যেন চিরকালই জল আর বন্যার গল্প লিখে গেছে। একদিকে নদীমাতৃক দেশ, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব। তাই পানির প্রশ্ন আমাদের জন্য জীবন–মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ। এই বাস্তবতাকে সামনে রেখে যে কয়জন তরুণ গবেষক আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রেক্ষাপটকে তুলে ধরছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন ড. গাজী তৌফিক এজাজ। তাঁর গবেষণা শুধু সংখ্যার হিসাব নয়, বরং একটি বাস্তব বার্তা—আমরা যদি আজ টেকসই পানি ব্যবস্থাপনা না করি, তবে আগামী প্রজন্মের জন্য নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে না
শৈশব ও কৌতূহলের সূচনা
গাজী তৌফিক এজাজের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের এক সাধারণ পরিবারে। শৈশবেই তিনি লক্ষ্য করতেন মৌসুমি বৃষ্টির ঢল, নদীর ভাঙন, কিংবা হঠাৎ খরার মতো অস্বাভাবিকতা। এসব প্রাকৃতিক বৈচিত্র্য তাঁর মনে অসংখ্য প্রশ্ন জাগিয়ে তুলেছিল। কেন একই দেশে কোথাও পানির অতিরিক্ত প্রবাহে ফসল ডুবে যায়, আবার কোথাও পানির অভাবে জমি ফেটে চৌচির হয়? এই কৌতূহলই তাঁকে বিজ্ঞানের পথে টেনে নিয়ে যায়।
স্কুল–কলেজের দিনগুলোতে তাঁর প্রিয় বিষয় ছিল ভূগোল ও বিজ্ঞান। তিনি বুঝতে পেরেছিলেন, পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে মানুষ কেমনভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে তার ওপর। তাই তিনি উচ্চশিক্ষায় বেছে নেন হাইড্রোলজি বা জলবিজ্ঞানকে। ধীরে ধীরে এই বিষয়ই হয়ে ওঠে তাঁর জীবনের লক্ষ্য।
শিক্ষা ও আন্তর্জাতিক যাত্রা
গবেষণার প্রতি অটল আগ্রহ তাঁকে দেশের সীমা ছাড়িয়ে নিয়ে যায় আন্তর্জাতিক অঙ্গনে। তিনি চীনের নামকরা হোহাই বিশ্ববিদ্যালয়ে হাইড্রোলজি ও পানিসম্পদ ব্যবস্থাপনা নিয়ে পিএইচডি করেন এবং ২০২৪ সালে ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ চার বছরের গবেষণায় তিনি শিখলেন—পানি শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এটি খাদ্য নিরাপত্তা, জ্বালানি উন্নয়ন ও পরিবেশগত স্থিতিশীলতার মূল স্তম্ভ।
পিএইচডি শেষে তিনি বর্তমানে কাজ করছেন চীনের ঝেংঝোউ শহরের নর্থ চায়না ইউনিভার্সিটি অব ওয়াটার রিসোর্সেস অ্যান্ড ইলেকট্রিক পাওয়ার–এর ইয়েলো রিভার রিসার্চ ইনস্টিটিউটে পোস্টডক্টোরাল গবেষক হিসেবে। এখানে তাঁর গবেষণার মূল লক্ষ্য—জলবায়ু পরিবর্তন ও সামাজিক-অর্থনৈতিক চাপের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনাকে কীভাবে কার্যকর রাখা যায়।

গবেষণার মূল দিক
ড. এজাজ উন্নত প্রযুক্তি ব্যবহার করে কাজ করছেন। তাঁর গবেষণায় অন্যতম ভূমিকা রাখছে হাইড্রোলজিক্যাল মডেল (SWAT) এবং এজেন্ট-ভিত্তিক Nexus পদ্ধতি। এই মডেলগুলো একদিকে নদীর পানির প্রবাহ, অন্যদিকে কৃষি, শিল্প ও গৃহস্থালি খাতে পানির বণ্টনের ভারসাম্য বিশ্লেষণ করে। তিনি এমন মডেল তৈরি করছেন যা দেখায়—কীভাবে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ, বা আকস্মিক বন্যা ও খরার মতো চরম জলবায়ুগত ঘটনা পানির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে।
এরই পাশাপাশি তিনি দেখাচ্ছেন, পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা। একটি নদী যদি তার প্রাকৃতিক প্রবাহ হারায়, তবে তা শুধু কৃষিকে নয়, গোটা প্রতিবেশব্যবস্থাকেই ধ্বংস করে দিতে পারে।
বাংলাদেশের জন্য বিশেষ অবদান
বাংলাদেশ নিয়ে তাঁর একটি উল্লেখযোগ্য গবেষণা বিশেষভাবে আলোচিত। ১৯৮৭ থেকে ২০১৭ সালের মধ্যে বাংলাদেশের বৃষ্টিপাতের চরম পরিস্থিতি বিশ্লেষণ করে তিনি দেখিয়েছেন—উপকূলীয় এলাকায় মৌসুমি বৃষ্টির সময় চরম বৃষ্টির প্রবণতা বেড়ে যাচ্ছে, অথচ দেশের ভেতরের অঞ্চলগুলোতে খরার দিন বাড়ছে। এর পেছনে বড় ভূমিকা রাখছে বৈশ্বিক জলবায়ুগত প্রক্রিয়া যেমন ENSO, Indian Ocean Dipole (IOD), এবং East Asian Summer Monsoon (EASM)।
এই গবেষণা তাঁকে উপলব্ধি করিয়েছে—জলবায়ু গবেষণা শুধু একাডেমিক জার্নালে সীমাবদ্ধ রাখলে হবে না; বরং তা হতে হবে দুর্যোগ ঝুঁকি হ্রাস, পানি ব্যবস্থাপনা এবং সমাজের স্থিতিশীলতা বৃদ্ধির বাস্তব হাতিয়ার।
চ্যালেঞ্জ ও মোড় পরিবর্তনের মুহূর্ত
গবেষণার পথে তিনি নানা বাধার সম্মুখীন হয়েছেন। অনেক সময় পর্যাপ্ত তথ্যের অভাব, আবার অনেক সময় জটিল পরিসংখ্যান বিশ্লেষণ তাঁর কাজকে কঠিন করেছে। তবুও তিনি হার মানেননি। বরং প্রতিটি বাধা তাঁকে নতুনভাবে শিখতে সাহায্য করেছে। তাঁর বিশ্বাস, একজন বিজ্ঞানীর সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য ও দৃঢ়তা।
বৈশ্বিক প্রভাব ও স্বীকৃতি
ড. এজাজের কাজ এখন শুধু একাডেমিক গণ্ডিতে সীমাবদ্ধ নয়। তাঁর গবেষণা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG 6 (পরিষ্কার পানি ও স্যানিটেশন) এবং SDG 13 (জলবায়ু কার্যক্রম) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। একইসঙ্গে তাঁর তৈরি মডেল নীতিনির্ধারকদের জন্য কার্যকর কাঠামো প্রদান করছে, যা পানি ব্যবহার নিয়ে দ্বন্দ্ব কমাতে সহায়তা করছে ।
আন্তর্জাতিক গবেষণা সম্মেলনে তাঁর প্রবন্ধ ও উপস্থাপনা ব্যাপক প্রশংসিত হয়েছে। গুগল স্কলারে তাঁর প্রবন্ধগুলোর উদ্ধৃতি দিন দিন বাড়ছে, যা প্রমাণ করে তাঁর গবেষণা বিশ্বব্যাপী প্রাসঙ্গিকতা অর্জন করছে।
তরুণদের জন্য বার্তা
তরুণদের উদ্দেশে ড. এজাজ বলেন—
“বিজ্ঞানের যাত্রা শুরু হয় কৌতূহল ও সমালোচনামূলক চিন্তা দিয়ে। ধাপে ধাপে গবেষণার দক্ষতা বাড়ান, ডেটা বিশ্লেষণ শিখুন, এবং নিয়মিত অনুশীলন চালিয়ে যান। ভুল করতে ভয় পাবেন না, কারণ ভুল থেকেই শেখা হয়। স্থানীয় সমস্যার সমাধানে মনোযোগ দিন, তবে বৈশ্বিক দৃষ্টিভঙ্গিও মাথায় রাখুন। সবসময় মনে রাখবেন: Think Twice, Act Wise।”
উপসংহার
ড. গাজী তৌফিক এজাজ আমাদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। তাঁর জীবন প্রমাণ করে, বিজ্ঞান কেবল বই বা গবেষণাপত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি মানুষের জীবনের সমস্যার সমাধান করার শক্তিশালী অস্ত্র। তিনি দেখিয়েছেন, একজন তরুণ বাংলাদেশি গবেষকও বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পানি সংকট মোকাবিলায় পথপ্রদর্শক হতে পারেন।
আগামী প্রজন্মের জন্য তাঁর বার্তা স্পষ্ট—প্রকৃতির সঙ্গে লড়াই নয়, বরং তার সঙ্গে সহাবস্থান। আর এই দর্শনই বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের জন্য হয়ে উঠতে পারে নতুন দিকনির্দেশনা।
📞 যোগাযোগের তথ্য
📧 ইমেইল: [email protected]
🔗 লিংকডইন: https://www.linkedin.com/in/gazi-tawfiq-ezaz-6669ba152/
🎓 গুগল স্কলার: https://scholar.google.it/citations?user=h40CBqMAAAAJ&hl=en
Dr. Gazi Tawfiq Ezaz: A Pioneer in Climate Change and Water Sustainability
Bangladesh has always lived in a delicate balance with water. Floods, droughts, and monsoon rains have shaped the country’s destiny for centuries. In an era where climate change is intensifying these challenges, scientists from Bangladesh are stepping forward to guide the world toward sustainable solutions. Among them, Dr. Gazi Tawfiq Ezaz stands out as a young researcher whose work bridges cutting-edge science with the urgent needs of society .
Early Life and Education
From an early age, Ezaz was fascinated by the natural world. Growing up in a country where too much water and too little water could coexist within the same year, he often wondered why rivers changed their course, why some regions faced floods while others struggled with drought. This curiosity grew into a passion for science, particularly hydrology—the study of water.
He pursued his higher education with this vision, eventually earning his Ph.D. in Hydrology and Water Resources from Hohai University, China, in 2024 . For him, water was never just a natural element—it was the lifeline of food security, energy production, and environmental sustainability.
Research and Career
Currently, Dr. Ezaz serves as a Postdoctoral Researcher at the Yellow River Research Institute, North China University of Water Resources and Electric Power, Zhengzhou, China . His work focuses on the sustainable management of water resources under the dual pressures of climate change and socio-economic development.
He employs advanced hydrological modeling (SWAT) and agent-based Nexus approaches to study how water can be distributed fairly and efficiently across agriculture, households, and industries. His models go beyond numbers—they show how population growth, urbanization, and extreme climate events threaten long-term water security. At the same time, they highlight the urgent need to protect river ecosystems that sustain biodiversity.
Memorable Research Experience
One of Ezaz’s most impactful studies focused on Bangladesh’s rainfall extremes from 1987 to 2017. By analyzing large-scale climate oscillations such as ENSO, the Indian Ocean Dipole (IOD), and the East Asian Summer Monsoon (EASM), he revealed striking patterns: coastal regions are experiencing increasing heavy rainfall during the monsoon, while inland areas face longer dry spells .
This research carried a powerful lesson—climate science cannot remain theoretical. It must inform disaster risk reduction, water management, and resilience-building in vulnerable countries like Bangladesh.
Global Relevance and Achievements
Ezaz’s research contributes directly to the United Nations Sustainable Development Goals (SDG 6: Clean Water and Sanitation, and SDG 13: Climate Action) . Beyond academia, his frameworks provide decision-making tools for policymakers, reducing conflict over water use and fostering harmony between human needs and nature.
His work has been presented at international conferences and widely cited in global research platforms such as Google Scholar. In a short span of time, he has established himself as a voice from Bangladesh in the international climate and water sustainability community.
Challenges and Turning Points
Like many researchers, Ezaz faced obstacles—data scarcity, complex statistical methods, and the challenge of integrating multiple disciplines. But these hurdles only strengthened his resolve. To him, science is not just about publishing papers; it is about finding solutions that matter to farmers in the fields, urban residents, and the ecosystems that sustain them.
Message to the Youth of Bangladesh
For young students and aspiring researchers, Dr. Ezaz offers a message of encouragement:
“The journey of science begins with curiosity and critical thinking. Learn step by step—develop research and analytical skills, explore tools in hydrology and data science, and keep practicing. Never fear mistakes, because they are part of the learning process. Focus on local issues, but always keep a global perspective. Remember: Think Twice, Act Wise.”
Conclusion
Dr. Gazi Tawfiq Ezaz’s story is more than a biography—it is a roadmap for the next generation. He shows that a young Bangladeshi scientist can stand on the global stage, addressing one of humanity’s greatest challenges: how to manage water in a changing climate. His work proves that science is not confined to laboratories; it is a tool for resilience, policy-making, and survival.
For the youth of Bangladesh, his journey is an inspiration to pursue higher education, embrace research, and contribute solutions not only for the nation but for the world.
📞 Contact information
📧 Email: [email protected]
🔗 LinkedIn: https://www.linkedin.com/in/gazi-tawfiq-ezaz-6669ba152/
🎓 Google Scholar: https://scholar.google.it/citations?user=h40CBqMAAAAJ&hl=en
Leave a comment