মোহাম্মদ আব্দুল হালিম
সহকারী অধ্যাপক
কেনেসো স্টেট ইউনিভার্সিটি
১. কমিউনিকেশনে দূর্বলতা । টোফেল পরীক্ষায় ভালো স্কোর পাওয়া এবং কমিউকেশান স্কিল ভিন্ন বিষয় । তাছাড়া আমেরিকান ইংলিশে ভিন্নতা থাকায় অভ্যস্ত হতে সময় লাগা ।
২. পড়াশুনার পদ্ধতির সাথে খাপ খায়ানো । আমেরিকায় পুরো সেমিষ্টারব্যাপী আসাইমেন্ট, কুইজ, এক্সাম, রিভিউ লেখা এবং প্রজেন্টেশান থাকে ।
৩. টিচিং এসিস্টেন্ট হিসাবে কাজ করায় অভ্যস্ত না থাকা ।
৪. সাপ্তাহিক পরিকল্পনা ও রুটিন মাফিক কাজে অনভস্ত্যতা ।
৫. নিজ দেশীয় খাবারের সল্পতা ও নিজে রান্নাবান্না ম্যানেজ করা ।
৬. পাবলিক ট্রান্সপোর্ট না থাকা ।
৭. ফ্রি-রাইটিং বা প্যারাফ্রেজিং স্কিল না থাকা । অর্থ্যাৎ নিজের শব্দ ব্যবহার করে লিখতে না পারা ।
৮. গবেষনায় ট্রাবলশুটিং এবং নিজের গবেষনায় নিত্য নতুন আইডিয়া প্রোপোজ করতে না পারা । সুভারভাইজের উপর অতিরিক্ত নির্ভরশীল থাকা ।
বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–
https://www.facebook.com/share/p/15fa7ccFbC
Leave a comment