মোহাম্মদ আব্দুল হালিম
সহকারী অধ্যাপক
কেনেসো স্টেট ইউনিভার্সিটি
উদ্দেশ্য :
বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য হলো আগামীদিনের গবেষক তৈরী করা যারা বিজ্ঞান গবেষণার মাধ্যমে নিত্য নতুন প্রযুক্তি উদ্ভাবন করবেন । এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো প্রথম বর্ষের ছাত্রদেরকে গবেষক হওয়ার প্রশিক্ষন দেওয়া ।
প্রোগ্রাম কাঠামো:
১. এই প্রোগ্রামে বিজ্ঞান অনুষদের শিক্ষকরা প্রথমে তাদের প্রোপোজাল সাবমিট করবে । এই প্রোপাজালে প্রজেক্ট বিবরন (৩০০ শব্দের), ছাত্র প্রশিক্ষনের আউটকাম (৩০০ শব্দের), ছাত্রদের সাপ্তাহিক কর্ম পরিকল্পনা (৩০০ শব্দের), শিক্ষকের রিসার্চ প্রোফাইল (৩০০ শব্দের) এবং ছাত্র সংখ্যা উল্লেখ থাকতে হবে ।
২. সিলেক্টেড প্রোপাজলগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে যেখানে আগ্রহী ছাত্ররা আবেদন করবে । আবেদন করার জন্য ছাত্ররা ‘স্টেটমেন্ট অব ইন্টারেষ্ট’ সাবমিট করবে । এছাড়াও সপ্তাহে ৫-১০ ঘন্টা কাজ করার এবং সমাপ্ত গবেষণাটি সিমপোজিয়ামে প্রজেন্ট করার কমিটমেন্ট করবেন ।
৩. শিক্ষকরা আগ্রহী ছাত্রদের ইন্টারভিউ নিয়ে মিনিমাম এক থেকে তিন জন ছাত্র সিলেক্ট করবে ।
৪. এই প্রোগ্রামে নির্বাচিত ছাত্ররা মাসিক স্টাইপেন্ড (৫০০০ টাকা) পাবে এবং শিক্ষকরা প্রজেক্ট সম্পন্ন করার জন্য এককালীন বরাদ্দ (১০,০০০ টাকা) পাবেন ।
৫. এই প্রোগ্রাম আট মাস বা একবছর ব্যাপী হতে পরে । প্রজেক্ট সম্পন্ন হওয়ার পর শিক্ষক ও ছাত্র উভয়েই প্রজেক্ট আউটকাম সাবমিট করবে এবং ছাত্ররা তাদের গবেষণাটি পোষ্টার বা ওরাল প্রেজেন্টেশান হিসাবে ‘ফাষ্ট-ইয়ার রিসার্চ’ সিমপোজিয়ামে প্রজেন্ট করবে ।
ফান্ডিং :
প্রথমে ছোট পরিসরে ২৫ জন ছাত্রের জন্য এই প্রোগ্রাম শুরু করা এবং ১৫ জন শিক্ষক অংশগ্রহন করতে পারে । ২৫ জন ছাত্রের জন্য স্টাইপেন্ড বাবদ এক বছরে খরচ : ১৫ লাখ টাকা । ১৫ জন শিক্ষকের জন্য প্রজেক্ট বরাদ্দ ১ লাখ ৫০ হাজার । আনুসাঙ্গিক খরচ ৫০ হাজার টাকা । সর্বমোট ১৭ লাখ টাকা । ফান্ডিং এর জন্য ইউজিসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় , বিভিন্ন কোম্পানী বা দাতব্য প্রতিষ্ঠান, অথবা ওপেন পাবলিক ডোনেশনের মাধ্যমে কালেক্ট করা যেতে পারে ।
বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–
https://www.facebook.com/share/p/15fa7ccFbC
Leave a comment