কৃত্রিম বুদ্ধিমত্তাচিকিৎসা বিদ্যা

একটুখানি ছবি, এক সাগর তথ্য — কেমন আছে তোমার শরীর বলছে এখন তোমার মুখ!

Share
Share

নিউজ ডেস্ক, বিজ্ঞানী অর্গ

স্কুল ছুটি শেষ করে বাসায় ফিরছিল তামান্না। আয়নায় মুখ দেখে হঠাৎ বলল, “মা, আমি কি বুড়ো দেখাই?” মা হাসতে হাসতে বললেন, “তোর বয়স তো ১৬, বুড়ো কোথা থেকে হবি?” কিন্তু জানো কি, আজকের বিজ্ঞান এমন জায়গায় পৌঁছেছে যে তামান্নার এই মজা করে বলা কথাটাও একদিন সত্যি পরীক্ষা করা যাবে — শুধু তার মুখের ছবি দেখেই?

এই আশ্চর্য জিনিসের নাম FaceAge — একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-ভিত্তিক টুল, যা তৈরি করেছেন বোস্টনের Mass General Brigham-এর গবেষকরা। এই টুলটি কোনো মানুষের জৈব বয়স (Biological Age) নির্ধারণ করে। মানে তুমি কাগজে ১৬ হলেও, তোমার শরীরের ভিতরে চলা বার্ধক্যের গতি যদি ২০ বছরের হয়, সেটা এই টুল ধরতে পারবে।

জৈব বয়স বনাম প্রকৃত বয়স: ফারাকটা কোথায়?

আমরা সাধারণত বয়স হিসাব করি জন্মসাল দেখে—এটাকে বলে Chronological Age। কিন্তু আমাদের শরীরের ভেতর কীভাবে কোষগুলো ক্ষয়ে যাচ্ছে, কিভাবে অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করছে, সেগুলোর ভিত্তিতে যে বয়স তৈরি হয়, সেটাই Biological Age। আর এই বয়সই বলে দেয়, আমাদের স্বাস্থ্য কতটা ভালো বা খারাপ।

FaceAge ছবি দেখে শুধু চুল পাকা, চোখের কোলে ভাঁজ এগুলো দেখে না — এটা দেখে ত্বকের গঠন, পেশির টান, হাড়ের গঠন ইত্যাদির সূক্ষ্ম পরিবর্তন। এগুলো শরীরের ভেতরের বার্ধক্যের অদৃশ্য সংকেত বহন করে।

কেন এটা এত গুরুত্বপূর্ণ?

গবেষণায় দেখা গেছে, যাদের মুখ তাঁদের প্রকৃত বয়সের তুলনায় বেশি বয়স্ক মনে হয়, তাঁদের স্বাস্থ্যগত ঝুঁকি অনেক বেশি। এমনকি, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অঙ্গের কার্যক্ষমতা হ্রাস, এবং দীর্ঘ রোগ থেকে সেরে ওঠার সময় বেশি লাগে।

তাই চিকিৎসকরা যদি বুঝতে পারেন কার জৈব বয়স কত, তাহলে অনেক সময় চিকিৎসা পরিকল্পনা নির্ধারণে সেটা সহায়ক হতে পারে। যিনি জৈবভাবে তরুণ, তাঁর জন্য হয়তো একটু বেশি সক্রিয় চিকিৎসা দেয়া যাবে। আর যিনি বয়সের তুলনায় ভেতরে অনেক বেশি বার্ধক্যগ্রস্ত, তাঁকে অতিরিক্ত ওষুধ বা ঝুঁকিপূর্ণ চিকিৎসা না দেয়াই ভালো।

তবে কিছু সতর্কতা দরকার

FaceAge এখনো পরীক্ষামূলক পর্যায়ে। ছবি তোলার সময় আলো, মুখের ভঙ্গি, মেকআপ — এসবও ফলাফলকে প্রভাবিত করতে পারে। তাছাড়া ব্যক্তিগত গোপনীয়তা, ডেটার অপব্যবহার ইত্যাদি নৈতিক প্রশ্নও উঠছে।

তবুও, এটা নিঃসন্দেহে ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানের এক ঝলক — যেখানে শুধু একটি ছবিই হয়তো বলে দেবে, তুমি ভিতরে ভিতরে কতটা সুস্থ বা দুর্বল।

তামান্না হয়তো আজ মজা করেই আয়নায় মুখ দেখে বলেছিল, “আমি কি বুড়ো?” কিন্তু হয়তো আগামী দিনের ডাক্তাররা বলবেন — “চলো, তোমার একটা ছবি দেখি — দেখেই বলি, তোমার শরীর কেমন আছে!”


বৈজ্ঞানিক শব্দ ব্যাখ্যা:

  • কৃত্রিম বুদ্ধিমত্তা (AI): এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার মানুষের মতো চিন্তা করতে শেখে।
  • জৈব বয়স (Biological Age): শরীরের ভেতরের কোষ ও অঙ্গ-প্রত্যঙ্গের বয়স।
  • প্রকৃত বয়স (Chronological Age): ক্যালেন্ডার অনুযায়ী বয়স।

তোমার কি মনে হয়, ভবিষ্যতে শুধু ছবি দেখেই মানুষ স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে? কী সুবিধা বা অসুবিধা হতে পারে এতে? ভাবো তো!

যোগাযোগ: [email protected]

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

নিয়মিত আপডেট পেতে আমাদের ইমেইল নিউজলেটার, টেলিগ্রাম, টুইটার X, WhatsApp এবং ফেসবুক -এ সাবস্ক্রাইব করে নিন।

Copyright 2024 biggani.org