ড.এটিএম মিজানুর রহমান
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
বিজ্ঞানচর্চার উদ্দেশ্যে, গবেষণালব্ধ সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ও বিশ্বসেরা এরা বিজ্ঞানীদের এক অভিন্ন এক মধ্যে সংযোগ স্থাপন করতে যাত্রা শুরু হয় বিজ্ঞানী, অর্গ এর। বিজ্ঞানীদের গবেষণাসময়কালে সম্মুখীন হওয়া অভিজ্ঞতা, তরুণ গবেষকদের প্রতি দিকনির্দেশনা ও গবেষণা পদ্ধতি সম্পর্কিত আলোচনা নিয়ে বিজ্ঞানী অর্গ এর বিশেষ আয়োজন—সাক্ষাৎকার পর্ব।

এবারের সাক্ষাৎকার পর্বে আমাদের সাথে ছিলেন বায়োন্যানো টেকনোলজি ও বায়োমেডিসিন গবেষক ড. এটিএম মিজানুর রহমান।
বায়োপেস্টিসাইডের ব্যবহার কীভাবে ধানের সাদা কাণ্ড পচা রোগের বিরুদ্ধে যুগান্তকারী ভূমিকা রাখে, পরিবেশের ভারসাম্য বজায় রাখে, ন্যানো-
টেকনোলজির প্রয়োগে ফুড সেফটির নিশ্চয়তা প্রদান ও গ্রিন সিন্থেসিসের ব্যবহার নিয়ে তিনি কাজ করেন। তার স্থাপিত ন্যানো-বায়োটেকনোলজি ল্যাবে নিজ প্রচেষ্টা ও অর্থায়নে তিনি করেছেন অত্যাধুনিক যন্ত্রপাতি ও মেশিনারিজ। উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাবে বর্তমানে তিনি গবেষণা স্থগিত রেখেছেন তবে তিনি আশাবাদী বায়োন্যানোটেকনোলজি ও গ্রিন সিন্থেটিক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান স্থাপন করতে তিনি সক্ষম হবেন। স্যারের সাক্ষাৎকার পর্বটি ও স্যারের গবেষণা ল্যাবের ডকুমেন্টারি দেখতে
চোখ রাখুন বিজ্ঞানী অর্গ এর অফিসিয়াল পেজে: https://www.facebook.com/bigganidotorg
সঞ্চালনায় : তাহসিন আহমেদ সুপ্তি
সহযোগিতায় : সাদিয়া ও পুষ্পিতা

Leave a comment