সাক্ষাৎকার

সাক্ষাৎকার:  হেলথ ইনফরমেটিকস বিশেষজ্ঞ মো. আমিনুল ইসলাম

Share
Share

বিজ্ঞানী ডট অর্গ এর সাক্ষাতকার সিরিজে আমরা কথা বলেছিলাম হেলথ ইনফরমেটিকস বিষয়ের একজন বিশেষজ্ঞ মো. আমিনুল ইসলাম এর সাথে। 

তিনি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে, সুইডেনের KTH Royal Institute of Technology এবং Karolinska Institutet বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সমাপ্ত করেন। 

বর্তমানে তিনি Bangladesh University of Health Sciences (BUHS) বিশ্ববিদ্যালয়ে সহকারি অধ্যাপকহিসাবে শিক্ষাকতা করছেন। উল্লেখ্য যে হেল্থ সাইন্স বা স্বাস্থ্য বিজ্ঞান বিষয়ে এটিই বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় যা ২০১২ সনে বাংলাদেশ ডায়েবিটিক সোসাইটি প্রতিষ্ঠিত করে। এর পাশাপাশি তিনি Armed Forces Medical Institute  এবং Bangladesh Open University তে  খণ্ডকালীন শিক্ষাকতা করছেন। শিক্ষাকতা  করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে “Digital Health Consultant” হিসেবে সুনামের সাথে কাজ করে চলছেন । 

সাক্ষাতকারটি গ্রহণ করেন বিজ্ঞানী ডট অর্গ এর সম্পাদক ড. মশিউর রহমান।

সাক্ষাতকারের চুম্বক অংশগুলি হল:

  • বাংলাদেশে স্বাস্থ্যক্ষেত্রে অনেক সফটওয়্যার প্রতিষ্ঠান কাজ করছে । প্রতিটি  প্রতিষ্ঠান একজন চিকিৎসক এবং একজন হেল্‌থ ইনফরমেটিশিয়ান এক্সপার্ট  টিমে রাখলে ভালো, কেননা তারা ডোমেইন এক্সপার্ট হিসাবে ব্যাবহারকারীর কাছ থেকে অনেক ভালো করে ফিডব্যাক নিতে পারবেন। 
  • আমাদের চিকিৎসাক্ষেত্রে ডিজিটাল ট্রান্সফরমেশন এর ফলে প্রচুর পরিমানে তথ্য বা ডেটা সংরক্ষিত বা ব্যবহৃত হবে এবং এটির উপর ভিত্তি করে “Evidence Based” অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
  • Artificial Intelligence (AI) এর মাধ্যমে Early Prediction বা অসুখটি হবার আগেই সম্ভ্রাব্যতা নিয়ে প্রচুর কাজ হচ্ছে এবং এটির গুরুত্ব ধীরে ধীরে বাড়ছে।
  • কৃত্রিম বুদ্ধিমত্তা চিকিৎসা ক্ষেত্রে ভবিষ্যতে আরো ভূমিকা রাখবে। 
  • বাংলাদেশে স্বাস্থ্যক্ষেত্রে ব্যাবহার এর জন্য অনেক সফটওয়্যার তৈরি হচ্ছে  যেমনঃ ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড সিস্টেম , ইলেকট্রনিক হেল্‌থ রেকর্ড সিস্টেম , টেলিমেডিসিন সিস্টেম , বিভিন্ন  মোবাইল হেলথ এর মধ্যে অন্যতম। কিন্তু এই সকল সফটওয়্যার  হেল্‌থ  ডেটা স্ট্যান্ডার্ড ফলো করে তৈরি হচ্ছে না বলে একটি সিস্টেম  এর সাথে অন্য সিস্টেম এর ইনটার-অপেরেবিলিটি করা যাচ্ছে না।  স্বাস্থ্যক্ষেত্রে ডিজিটাল ট্রান্সফরমেশন করার জন্য এটি একটা বড় সমস্যা। 
  • বাংলাদেশে স্বাস্থ্যক্ষেত্রে সরকারি প্রকল্পে প্রকল্প শেষে এটির জন্য সাপোর্ট অ্যান্ড মেইনটেইনান্স এর জন্য কোন এক্সট্রা বাজেট থাকেনা ফলে অনেক প্রকল্প মুখ থুবড়ে পড়ে।

বিস্তারিত সাক্ষাতকারটির ভিডিওতে দেখুন: https://youtu.be/udKgzkpoUt8 

সাক্ষাতকার গ্রহণ; ২২ ফেব্রুয়ারী ২০২৩

মো. আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ:

ইমেইল [email protected] 

Share
Written by
ড. মশিউর রহমান -

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
বিজ্ঞান বিষয়ক খবরসাক্ষাৎকার

কৃত্রিম বুদ্ধিমত্তা ও এজ ইন্টেলিজেন্স: সমাজে পরিবর্তন আনার পথে গবেষণা ও উদ্ভাবন!

আমরা সাক্ষাৎকার নিয়েছি মোঃ ঈশান আরেফিন হোসেন এর।মোঃ ঈশান আরেফিন হোসেন, তিনি...

বিজ্ঞান বিষয়ক খবরসাক্ষাৎকার

বিজয় চন্দ্র ঘোষের সাথে সাক্ষাৎকার: সৌরশক্তি ও পরিবেশ রসায়নে আধুনিক গবেষণা!

বর্তমান সময়ে আমরা একটি সাক্ষাৎকার নিয়েছি বিশিষ্ট গবেষক বিজয় চন্দ্র ঘোষের সাথে।...

বিজ্ঞান বিষয়ক খবরসাক্ষাৎকার

বাংলাদেশের ভবিষ্যত গঠনে গবেষণার ভূমিকা: মোঃ নাজমুল হকের পরামর্শ!

বর্তমান সময়ে আমরা সাক্ষাৎকার নিয়েছি মোঃ নাজমুল হক হক এর। তিনি প্রজেক্ট...

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগসাক্ষাৎকার

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ: ড. পারভেজ সুলতানের অভিজ্ঞতা

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সমন্ধে ড. পারভেজ সুলতান তার অভিজ্ঞতা শেয়ার...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.