মোঃ মাহফুজুল হক, বিভাগীয় সম্পাদক, পদার্থবিদ্যা , বিজ্ঞানী.org

২০১০ ডিসেম্বর ১২

বিজ্ঞপ্তি:  

মোঃ মাহফুজুল হক, বিভাগীয় সম্পাদক, পদার্থবিদ্যা , বিজ্ঞানী.org

প্রিয় বিজ্ঞানী,

নতুন বছরের আগাম শুভেচ্ছা।

আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে মোঃ মাহফুজুল হক বিজ্ঞানী.org-এর পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় সম্পাদক হিসাবে ১ জানুয়ারী ২০১১ থেকে আপনাদের সবাইকে সেবা প্রদান করবেন।

মোঃ মাহফুজুল হক – এর সংক্ষিপ্ত জীবনীঃ

“মোঃ মাহফুজুল হকঃ বর্তমানে সিলেটে অবস্থিত মেট্রোপলিটন ইউনিভার্সিটির 'ইলেক্ট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং' বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স’-এ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার ই-মেইল ঠিকানা mahfuz_13_bd@yahoo.com

 

আসুন আমরা সবাই মোঃ মাহফুজুল হক – কে বিজ্ঞানী.org-এ স্বাগত জানাই।

অনুপম শুভেচ্ছা।

 

শফিউল ইসলাম

বিজ্ঞানী.org টিম

Shafiul
Latest posts by Shafiul (see all)

About Shafiul

ড. শফিউল ইসলাম, CText FTI: ডিরেক্টর, TexTek Solutions; প্রাক্তন-প্রেসিডেন্ট, Institute of Textile Science Canada. স্পাইডার সিল্ক প্রযুক্তির উদ্ভাবক। প্রতিষ্ঠাতা ও সম্পাদক, Vision Creates Value. যুগ্ম-প্রতিষ্ঠাতা ও সম্পাদক, biggani.org. রয়াল চার্টার্ড টেক্সটাইল ফেলো, টেক্সটাইল ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল, ইউকে। গ্লোবাল প্যারেন্টস, ইউনিসেফ ক্যানাডা। যুক্তরাজ্য থেকে টেক্সটাইল বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তাঁর অনেক গবেষণাপত্র, বই ও প্যাটেন্ট প্রকাশ পেয়েছে। ই-মেইল: shafiul@biggani.org অন্তর্জাল: https://www.linkedin.com/in/shafiul2009/

Check Also

বিজ্ঞানী ডট কমে বাংলাদেশি বিজ্ঞানী

ইকবাল হোসাইন চৌধুরী প্রকাশিত: প্রথম আলো, ২০০৬ ডিসেম্বর  ০১ About Latest Posts Shafiulড. শফিউল ইসলাম, CText …

ফেসবুক কমেন্ট


  1. welcome friend as an the editor of the Physics devision of biggani.org.
    wish ur success in this department.

  2. মনোজকুমার দ. গিরিশ

    আপনাকে সাদর অভ্যর্থনা জানাই৤ ‎

    মনোজকুমার দ. গিরিশ ১৬/১২/২০১০ কোলকাতা ‎

  3. মাহফুজুল হককে শুভেচ্ছা। আশা করি আপনার প্রগতিশীল সম্পাদনা এই বিভাগকে ভীষনভাবে সমৃদ্ধ করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।