সাদ আব্দুল ওয়ালী , বিভাগীয় সম্পাদক, ছোটদের জন্য বিজ্ঞান, বিজ্ঞানী.org

২০১০ ডিসেম্বর ০৯
বিজ্ঞপ্তি

সাদ আব্দুল ওয়ালী , বিভাগীয় সম্পাদক, ছোটদের জন্য বিজ্ঞান, বিজ্ঞানী.org

 

প্রিয় বিজ্ঞানী,,,
নতুন বছরের আগাম শুভেচ্ছা।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে সাদ আব্দুল ওয়ালী বিজ্ঞানী.org-এর ‘ছোটদের জন্য বিজ্ঞান’ বিভাগের বিভাগীয় সম্পাদক হিসাবে ১ জানুয়ারী ২০১১ থেকে আপনাদের সবাইকে সেবা প্রদান করবেন।

সাদ আব্দুল ওয়ালী – এর সংক্ষিপ্ত জীবনীঃ
“সাদ আব্দুল ওয়ালীঃ তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক লেখক। শিক্ষাগত যোগ্যতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন বি.এস.এস.। এপটেক কম্পিউটার এডুকেশন হতে হায়ার ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বই প্রকাশঃ ১) ডেটাবেজ প্রোগ্রাম: এসকিউএল সার্ভার, ২) ওরাকল ও ডেভেলপার (লেখকদ্বয় সাদ আব্দুল ওয়ালী ও মাহবুবুর রহমান) , ৩) বিজ্ঞান মনীষা। ই-মেইল: walisearch@yahoo.com”

 

আসুন আমরা সবাই সাদ আব্দুল ওয়ালী-কে বিজ্ঞানী.org-এ স্বাগত জানাই।
অনুপম শুভেচ্ছা।

 

শফিউল ইসলাম

বিজ্ঞানী.org টিম

Shafiul
Latest posts by Shafiul (see all)

About Shafiul

ড. শফিউল ইসলাম, CText FTI: ডিরেক্টর, TexTek Solutions; প্রাক্তন-প্রেসিডেন্ট, Institute of Textile Science Canada. স্পাইডার সিল্ক প্রযুক্তির উদ্ভাবক। প্রতিষ্ঠাতা ও সম্পাদক, Vision Creates Value. যুগ্ম-প্রতিষ্ঠাতা ও সম্পাদক, biggani.org. রয়াল চার্টার্ড টেক্সটাইল ফেলো, টেক্সটাইল ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল, ইউকে। গ্লোবাল প্যারেন্টস, ইউনিসেফ ক্যানাডা। যুক্তরাজ্য থেকে টেক্সটাইল বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তাঁর অনেক গবেষণাপত্র, বই ও প্যাটেন্ট প্রকাশ পেয়েছে। ই-মেইল: shafiul@biggani.org অন্তর্জাল: https://www.linkedin.com/in/shafiul2009/

Check Also

বিজ্ঞানী ডট কমে বাংলাদেশি বিজ্ঞানী

ইকবাল হোসাইন চৌধুরী প্রকাশিত: প্রথম আলো, ২০০৬ ডিসেম্বর  ০১ About Latest Posts Shafiulড. শফিউল ইসলাম, CText …

ফেসবুক কমেন্ট


  1. বিজ্ঞানী.অর্গ আমাকে ১ জানুয়ারী ২০১১ থেকে বিভাগীয় সম্পাদক (ছোটদের জন্য বিজ্ঞান) হিসেবে সেবা প্রদানের সুযোগ দেওয়ায় নিজেকে গর্বিত মনে করছি।

    আশা করছি এ ব্যাপারে আমি সচেষ্ট হবো এবং সকলের সহযোগিতা কামনা করছি।

    সকলে ভাল থাকবেন। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই।

    রাসেল ভাই আপনার জন্যও শুভেচ্ছা রইল।

    সাদ আব্দুল ওয়ালী
    walisearch@yahoo.comn

  2. মনোজকুমার দ. গিরিশ

    আপনাকে সাদর অভ্যর্থনা জানাই৤ ‎

    মনোজকুমার দ. গিরিশ ১৫/১২/২০১০ কোলকাতা ‎

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।