বিজ্ঞানী ডট অর্গ এর সাক্ষাৎকার সিরিজে আমরা এবার মুখোমুখি হয়েছিলাম গবেষক এবং ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স এর সদস্য জাহেদুজ্জামান সরকার এর সাথে। সাক্ষাৎকারটি নিয়েছেন বিজ্ঞানী ডট অর্গ এর সম্পাদক মশিউর রহমান।
জাহেদুজ্জামান সরকার এর পরিচয়:
রংপুর ক্যাডেট কলেজে পড়াশুনা করে তিনি গাজিপুরের ইসলামিক প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এ স্নাতক শেষ করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য সুইডেনে পাড়ি দেন এবং সেখানকার লুলেও বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স শেষ করেন। কর্মজীবন শুরু করেন এরিকসন গবেষনাগার (Ericsson Research in Ericsson) এ। সেখানেই গবেষক হিসাবে ভবিষ্যতের নেটওয়ার্ক এর আর্কিটেকচার নিয়ে গবেষনার করেন এবং পাশাপাশি বিভিন্ন ধরনের প্রযুক্তির স্টার্ডারাইজেশন বা মান নির্ধারণ নিয়ে কাজ করেন।
ভিডিও সাক্ষাৎকারটির চুম্বক অংশগুলি হল,
- বর্তমানে প্রচলিত ভিডিও কনফারেন্স প্রযুক্তিতে যে WebRTC ব্যবহৃত হয় তা নিয়ে তার কাজের অভিজ্ঞতা শেয়ার করেন।
- IETF বা Internet Engineering Task Force এ তার অভিজ্ঞতা শেয়ার করেন। একজন বাংলাদেশি হিসাবে এইরকম একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করাটি খুবই দুর্লভ।
- কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জন্য হুমকি নয় বরং আমাদের কাজগুলিকে সহজ করে দেবার জন্যই – সেই মতামত দেন।
- নবীন গবেষকদের জন্য তিনি একটি উপদেশ দেন,
- (১) মুক্তমনা হয়ে প্রতিদিন শেখার মনোভাব রাখতে হবে।
- (২) ভয় পেলে চলবে না, আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
আমরা বিজ্ঞানী ডট অর্গ তা উত্তরোত্তর সফলতা কামনা করি এবং সাক্ষাৎকারের সময় দেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সাক্ষাৎকারটির ইউটিউব লিংক: https://youtu.be/pgk4XGCGM9s
সাক্ষাৎকারের তারিখ ১৫ মার্চ ২০২৩
জাহেদুজ্জামান সরকার এর যোগাযোগের তথ্য:
Leave a comment