আমাদের সহযোগীরা

বিজ্ঞানী.অর্গ একটি টিমওয়ার্ক। এর পিছনে রয়েছে অনেক লেখক, গবেষক, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী এবং পরিশেষে পাঠকরা। তেমনই কিছু সহযোগীদের নাম এইখানে কৃতজ্ঞতার সহকারে স্মরণ করা হল।

ড. শফিউল ইসলাম: ডিরেক্টর, TexTek Solutions. প্রাক্তন প্রেসিডেন্ট, Institute of Textile Science Canada. স্পাইডার সিল্ক প্রযুক্তির উদ্ভাবক। যুক্তরাজ্য থেকে টেক্সটাইল বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তাঁর অনেক গবেষণাপত্র, বই ও প্যাটেন্ট প্রকাশ পেয়েছে। সম্পাদক, বিজ্ঞানী.org । ওয়েবসাইট: https://www.linkedin.com/in/shafiul2009/

ড. মশিউর রহমান:  বাংলাদেশের রাজশাহী ক্যাডেট কলেজে পড়াশুনা করে উচ্চশিক্ষার জন্য জাপানে যান। সেখানেই মাস্টার্স ও ডক্টরেট ডিগ্রী  অর্জন করেন। পরবর্তিতে বৈজ্ঞানিক, শিক্ষক ও তথ্যপ্রযুক্তিবিদ হিসাবে কাজ করছেন বাংলাদেশ, আমেরিকা ও সিঙ্গাপুরে। সম্পাদক, বিজ্ঞানী.org । ব্যক্তিগত সাইট: http://drmashiur.com/

ড. এম. নিসা খান ‘আন্ডারস্ট্যান্ডিং এলইডি ইলিউমিনেশন’ গ্রন্থের রচয়িতা—যা লেজার ও এলইডি ইঞ্জিনিয়ারিং এবং সলিড-স্টেট লাইটিং ক্ষেত্রে একটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয়-স্তরের পাঠ্যপুস্তক। তিনি ১৯৮৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকালেস্টার কলেজ থেকে পদার্থবিদ্যা ও গণিত বিষয়ে বিএ ডিগ্রি অর্জন করেন এবং ১৯৮৮ ও ১৯৯২ সালে যথাক্রমে ইউনিভার্সিটি অব মিনেসোটা, মিনিয়াপোলিস থেকে বৈদ্যুতিক প্রকৌশলে এমএস এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি তড়িৎচুম্বকীয় ঘটনাবলি ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি—যেমন লেজার, আলো উৎপাদনের জন্য এলইডি, এবং আরএফ অ্যান্টেনা—সম্পর্কে তাঁর গভীর জ্ঞান ও অবদানের জন্য সুপরিচিত। বিস্তারিত পড়ুন https://biggani.org/dr_nisa_khan/ ইমেইল [email protected] ওয়েবসাইট: https://www.linkedin.com/in/m-nisa-khan-4bb4453

ড. তানভীর হোসেন: “ছোটবেলা থেকেই বিজ্ঞান নিয়ে প্রবল উৎসাহী। স্কুলে পড়ার সময় অনুসন্ধানী বিজ্ঞান ক্লাবের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। পরবর্তীতে তার বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ বিভিন্ন পত্র-পত্রিকায় ছাপা হয়েছে। ‌সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিজ্ঞানের জটিল বিষয়গুলো সাধারণ পাঠকদের জন্য সহজবোধ্য ভাষায় প্রকাশ করেছেন। সাবলীল বাংলায় বিজ্ঞান চর্চা করা তার লেখার অন্যতম বৈশিষ্ট্য। ‌ বাংলাদেশে বিজ্ঞান জনসচেতনতা বৃদ্ধি করা এবং বর্তমান তরুণ সমাজকে বিজ্ঞানমনস্ক করে তোলা তার লেখার মূল লক্ষ্য। ‘শতাব্দীর বিজ্ঞান’ নামে তার একটি বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ সংকলন রয়েছে। ‌লেখালেখির পাশাপাশি মহাকাশের ছবি তোলা তার অন্যতম প্রধান শখ। পেশাগত জীবনে তিনি অস্ট্রেলিয়া সরকারের একজন ঊর্ধ্বতন বিজ্ঞানী হিসেবে দীর্ঘ দুই যুগ ধরে কর্মরত আছেন।” অতিথি সম্পাদক, বিজ্ঞানী.org । ই-মেল: [email protected]  ওয়েবসাইট: https://www.linkedin.com/in/tanvir-hossain-6aa486155

মনোজকুমার দ. গিরিশ: জন্ম ১৯৪৫ পূর্ববঙ্গে। লেখাপড়া, চাকুরি কোলকাতায়। বি.এ.; এল.ই.ই। অবসরপ্রাপ্ত। কম্পিউটারে প্রথাগত শিক্ষা নেই। বাংলা ইউনিকোড ফন্ট নির্মাতা। অতিথি লেখক, বিজ্ঞানী.org ইমেইল:  [email protected]

সাগর তালুকদার: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে এলএলবি এবং এলএলএম ডিগ্রী অর্জন করেন। একটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে বাংলাদেশে একটি টেলিযোগাযোগ সেবাদানকারী প্রতিষ্ঠানে আইনবিভাগে কর্মরত আছেন। পাশাপাশি বিভিন্ন ‘প্রো-বোনো’ আইনি সেবা দিয়ে থাকেন। ইমেইল: [email protected] ওয়েবসাইট: https://www.linkedin.com/in/sagar-talukder-b764028/

সাদ আব্দুল ওয়ালীঃ “বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি বিষয়ক লেখক। প্রধান সম্পাদক, e-learningbd.com । আইটি ইন চার্জ, উইন্টার ড্রেস লিমিটেড। বি.এস.এস., রাজশাহী বিশ্ববিদ্যালয়। হায়ার ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এপটেক কম্পিউটার এডুকেশন। প্রকাশিত বইঃ ১. ডেটাবেজ প্রোগ্রাম: এসকিউএল সার্ভার, ২. ওরাকল ও ডেভেলপার (আব্দুল ওয়ালী ও মাহবুবুর রহমান), ৩. বিজ্ঞান মনীষা, ৪. আবিষ্কারের ইতিকথা। প্রকাশিতব্য বইঃ বিশ্বের সেরা ১০০ বিজ্ঞানী।” বিভাগীয় সম্পাদক, ছোটদের জন্য বিজ্ঞান, বিজ্ঞানী.org । ইমেইল: [email protected]

মোঃ মাহফুজুল হকঃ বর্তমানে সিলেটে অবস্থিত মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘ইলেক্ট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেক্ট্রনিক্স’-এ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বিভাগীয় সম্পাদক, পদার্থবিদ্যা , বিজ্ঞানী.org । ইমেইলঃ [email protected]

ড. বিপ্র রঞ্জন ধর: সহকারী অধ্যাপক, আলবার্টা বিশ্ববিদ্যালয়, কানাডা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিকৌশলে স্নাতক শেষে ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী  অর্জন করেন। গবেষণার বিষয় বর্জ্য পানি পরিশোধন। এছাড়াও প্রযুক্তিকে সহজ ভাষায় সাধারন মানুষের কাছে তুলে ধরতে ‘সহজ করে নবায়নযোগ্য শক্তি’ ও ‘সহজ করে ন্যানোপ্রযুক্তি’ নামে যৌথভাবে দু’টি বই লিখেছেন।  বিভাগীয় সম্পাদক, রসায়নবিদ্যা , বিজ্ঞানী.org । ইমেইলঃ [email protected]

মো: গোলাম মোস্তফা জামান ভূইঁয়া: যুক্তরাষ্ট্র ভিত্তিক এক ই-কমার্স নির্ভর কোম্পানীর ওয়েব ডিভিশনে কর্মরত । এর আগে বাংলাদেশের জাতীয় পত্রিকা দৈনিক ইত্তেফাকের আইটি কর্ণারের সম্পাদনা দ্বায়িত্বে ছিলেন। ঢাকার এক বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। ইমেইল: [email protected]

মো: জাকির হোসেন (রাজু): রাজশাহীবিশ্ববিদ্যালয়ে ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষে পড়ছেন। এইচএসসি লেভেলে ভিজুয়্যাল বেসিক নিয়ে কাজ করলেও বর্তমানে কাজ করছেন পিএইচপি ল্যাঙ্গুয়েজের উপর। জেনেক্স ওয়েব সল্যুশনস নামে একটি ফার্ম গঠন করে সেখানে ওয়েভ ডেভেলপার কাজ করছেন। এছাড়াও বাংলাদেশের পিএইচপি এক্সপার্ট গ্রুপ, ফাইন্যান্স এন্ড ব্যাংকি বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রদের সংগঠন ‘পোর্টপোলিও’ এর আইসিটি ডিভিশনের প্রধান। নিয়মিত ব্লগ লিখেন www.rajuru.xenexbd.com এবং www.somewhereinblog.net/raju ঠিকানায়। ইমেইল: [email protected]

ডা. সপ্তার্সি মন্ডল: ব্যাঙ্গালোরে তিন বছর মানসিক ঔষধবিজ্ঞান (সাইকোফার্মাকোলজি), কোষ-জীববিজ্ঞান (সেল বায়োলজি) ও কোষ-সঙ্কেত বিজ্ঞান (সেলুলার সিগন্যালিং) নিয়ে গবেষণা করেন ও তারপর স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে MS করেন। ভবিষ্যতে প্যাথলজি-তে কাজ করার ইচ্ছে আছে। ইমেইল: [email protected]

মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান: বর্তমানে জাপানের মিয়াজাকি বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করছেন।  নিরাপদ পানি সরবরাহের জন্য আর্সেনিক দূরীকরণ এর একজন স্পেশালিস্ট। ইমেইল: [email protected]

মোঃ ওসমান গনি জুয়েল: চট্টগ্রাম ইপিজেডের একটি কোরিয়ান কোম্পানীতে সিস্টেম এডমিনিস্ট্রেটর হিসেবে কর্মরত। MCSA, CCNA সার্টিফাইড। http://jewelosman.wordpress.com/ ঠিকানায় নিয়মিত ব্লগ লিখেন। ইমেইল: [email protected]

শাহজাহান সিরাজঃ কম্পিউটারপ্রকৌশলে ডিগ্রি অর্জনের পর বর্তমানে ঢাকায় একটি Knit Composite Textile এনেটওয়ার্ক এডমিনিষ্ট্রেটর হিসেবে কর্মরত আছেন। পাশা-পাশি সফটওয়্যার, ওয়েব এবং নেটওয়ার্ক সল্যুশান ও সেবা প্রদানের ব্যাবসার সাথে জড়িত আছেন। এর বাহিরে ফ্রি এবং ওপেন সোর্স সফটওয়্যার জনপ্রিয় করার জন্য কাজ করছেন এইরকম সংগঠনের সাথে কাজ করছেন। ফ্রিল্যান্স লেখালেখির সাথে যুক্ত রয়েছেন অনেকদিন ধরে। ইমেইল: [email protected]

পরাগ জাফর সিদ্দিক: ২০০৪ সালে পাকিস্তান সরকারের বৃত্তি নিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়ন্সেস এন্ড টেকনোলজি, রাওয়ালপিন্ডি তে যন্ত্র প্রকৌশল (mechanical engineering) এ পড়ছেন। বর্তমানে তৃতীয় বর্ষের (ষষ্ঠ সেমিস্টার) ছাত্র। [email protected]

সৈয়দ জিয়াউল হাবীব (রুবন): বর্তমানে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এ কর্মরত। সুজন (সুশাসনের জন্য নাগরিক)-এর একজন একটিভ ভলান্টিয়ার। ২০০০ সালে প্রস্তুতকৃত নির্বাচন কমিশনের সাড়ে সাতকোটি ভোটারের তালিকা ওয়েবে প্রকাশ এবং ছবিসহ ভোটার তালিকার জন্য সুজনের সাথে কাজ করেছেন (যার ধারাবাহিকতায় ইসি’র বর্তমান ভোটার তালিকা তৈরি হচ্ছে) । পূর্বে ভিজুয়াল বেসিকে কাজ করলেও বর্তমানে পিএইচপি নিয়ে কাজ করছেন। সম্প্রতি জুমলা নিয়ে কাজ শুরু করেছেন। কিছু ডকুমেন্টারী ফিল্ম তৈরিকরেছেন। শখের বসে ফটোগ্রাফী করে থাকেন।  ফটোশেয়ার এবং ইন্টারএকশন থেকে দু’টি ইন্টারন্যাশনাল এওয়ার্ড লাভ করেছেন। সামহোয়্যারইন, পিএইচপিএক্সপার্ট এবং অন্যান্য কিছু ফোরামে যুক্ত আছেন। পিইচপিটীম-এর মডারেটর। ২০০৩ সালে জন কুনরড এর সঙ্গে ইউনিকোড কনভার্টার (ইউনিকোড কনভার্টিং-এ প্রথম পদক্ষেপ) তৈরিতে কাজ করেছেন। বাংলা কম্পিউটিং, বাংলা সাইট এবং বাংলা ডাটাবেজ ডেভেলপে কাজ করছেন।  ব্লগ: http://roobon.wordpress.com ইমেইল: [email protected]

এইচ, এইচ, নাজিরুল ইসলাম খাঁন (জিকো): নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স ও টেলিযোগাযোগ ইঞ্জিনিয়ারিং এর ওপর ব্যাচেলর এবং মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটি থেকে ক্রিয়েটিভ মাল্টিমিডিয়া’র ওপর মাস্টার্স ডিগ্রী নিয়ে মালয়েশিয়াতেই আইটি ইন্ডাস্ট্রিতে কর্মরত। নাজিরুল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) একজন কোর মেম্বার। তিনি লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, বিভিন্ন বিভিন্ন ককমার্শিয়াল ও কাস্টম কন্টেন্ট ম্যানেজম্যান্ট সিস্টেম, অডিও ভিজ্যুয়াল কন্টেন্ট ডেভেলপমেন্ট এ নিয়োজিত। বিজ্ঞানী.org এর সিস্টেমটি দেখাশুনা করছেন।  ইমেইলঃ [email protected]

আলমগীর মোহাম্মদ: অস্ট্রেলিয়ার ভিকটরিয়া বিশ্ববিদ্যালয়ে টেলিকমিউনিকেশন এর উপর  ডক্টরেট করছেন। পাশাপাশি  শাহাজালাল বিশ্ববিদ্যালয়ে  সহযোগী প্রভাষক হিসাবে কর্মরত। তিনি জুমলা বাংলা সংস্করণের জন্য কাজ করছেন। এছাড়াও বাংলা OCR (Optical character recognition, সহজে স্ক্যান করা ছবি থেকে ডিজিটার টেক্সট এ রুপান্তর করার পদ্ধতি) প্রোজেক্টে কাজ করছেন।

জয়নেব : বিস্তারিত তথ্য সংগ্রহ করতে হবে।

শামিমা ইয়াসমিন রিমা: ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত বিজ্ঞানী.অর্গ এর সিস্টেমটি দেখাশুনা করছেন  ও কোঅর্ডিনেশন এর কাজগুলি করছেন। সাপ্তাহিক একটি বিজ্ঞানের নিউজলেটার বের করছেন।

সালমা আক্তারঃ বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে হর্টিকালচার এ এম এস ডিগ্রী লাভ করেন। বর্তমানে তিনি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, ঢাকার সমন্বিত ধান হাস চাষ গবেষণা প্রকল্পে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসাবে কাজ করছেন। আব্দুর রশিদ ও সালমা আক্তার দু’জনে মিলে লিখেছেন একট বই ‘ফল চাষের উন্নত কলা কৌশল’ জুন, ২০০৭।

মাহে আলম খান: ঢাকা থেকে কাজ করছেন আমাদের সাথে। মার্কেটিং এর ব্যাপারটি দেখছেন।

ড. বদরুল হুদা খান (http://www.BadrulKhan.com): বিজ্ঞানী.com এর লগোতে ব্যবহৃত “প্রযুক্তিগ্রহণে দেরী করলে দেশ পিছিয়ে যাবে” উদ্ধৃতিটি প্রথম আলোতে দেয়া তাঁর সাক্ষাতকারের অংশ থেকে বিজ্ঞানী.com এ ব্যবহৃত করা হয়েছে।

ড. নাজমুল আহসান, টকিও বিশ্ববিদ্যালয়, জাপান

তাওহিদ রহমান, NTT, জাপান

আবুল নুরুজ্জামান, সাইপ্রাস সেমিকন্ডাকটর, ক্যালিফোর্নিয়া, আমেরিকা

রেজা নবী, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সাগা সফটওয়্যার, আমেরিকা

Probir K Saha, Rose Sweaters, rosesweater.com, Dhaka, Bangladsh

TexTek Solutions, http://textek.weebly.com, Ontario, Canada

Life 2 Love, http://life2love.weebly.com

Our Beautiful Planet, http://ourbeautifulplanet.piczo.com

Eyena Khanam, Principal, Sunshine Kindergarten School, Thakurparra, Comilla

Onnesha Multimedia School, http://onnesha.piczo.com Rupnagar, Mirpur, Dhaka

Abu Sadat Sayem, Editor, Textile & Clothing Bangladesh, Dhaka

Aktaruzzaman Bhuiyan, Onnesha Multimedia School, Rupnagar, Mirpur, Dhaka

Syed Farhana Hossain, Lecturer, Stamford University, Dhaka

Salma Akter, Dhaka, Bangladesh
Jesmine Ara Bully, Lecturer, Mirpur Girls` College, Dhaka

Anwar Polash, Bikrompur

Shafiqul Islam Bahar, Uttoron, Bangladesh Betar, Dhaka

D. A T M Shariful Islam, Fukuoka, Japan
Shafique Rehman, Lal Golap, Bangladesh Television, BTV, Dhaka

Iqbal Hossain Chowdhury, Prothom Alo, Dhaka Bangladesh

Kabir Hossain, Prothom Alo, Dhaka Bangladesh

Salma Akter, Dhaka, Bangladesh

Shyamal Mitra, ASSL Associates, Dhaka

Dr. Bilquis Banu, London, UK
Dr. Shamsun Nahar, Dhaka, Bangladesh
Dr. S Koul, USA
Prof. Khalilur Rahman, Mathematics Dept., Habibullah Bahar College, Dhaka

Prof. Dr. Manzare Shamim, Chairman, Dept. of Anatomy, BSMMU, Dhaka

Dr. Nargis Akter Banu, Voice of Bangladesh, Sydney, Australlia, http://vob-sydney.com

Dr. M E Shamim Chowdhury, CEO, Scholars Bagngladesh, http://www.scholarsbangladesh.com

Subir Das, Shukhobor Protidin, Channel I, Dhaka

বিশেষ কৃতজ্ঞতা: ২০০৫ সনে আমাদের CMS সিস্টেমটি ওয়ার্ডপ্রেসে পরিবর্তন করার জন্য WeDevs টিমের কাছে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের কারিগরি সহযোগীতার কারণে আমরা অনেকভাবে উপকৃত হয়েছি।

আমাদের সার্ভার পরিবর্তন করার কারণে কিছু সহযোগীদের নাম মুছে যাবার সম্ভাবনা রয়েছে, এবং কিছু তথ্য ভুল থাকতে পারে। এমন কিছু চোখে পড়লে অনুগ্রহ করে biggani.org জিমেইলে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

Copyright 2024 biggani.org