Main Site: http://mehdiakram.wordpress.com
ইন্টারনেট ব্যবহার করলে কম বেশী সবাই ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে। যার দ্বারা ওয়েবসাইটের বিভিন্ন ফাইল সহজে ডাউনলোড করা হয়। কিন্তু একটি ওয়েবসাইটের সম্পূর্ণটা কি ডাউনলোড করা যায়! ডাউনলোড ম্যানেজার ডাউনলোডষ্টুডিও সফটওয়্যার দ্বারা সাধারণভাবে ডাউনলোডের পাশাপাশি সম্পূর্ণ ওয়েবসাইট (লিংকসহ) ডাউনলোড করা যাবে। এছাড়াও এর পাশাপাশি আরএএস ফেড রিডার হিসাবে ব্যবহার করা যাবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতে অডিও ভিডিও রেকর্ডার রয়েছে যার দ্বারা কোন বিজ্ঞাপন ছাড়ায় অডিও ভিডিও (স্কিন) ক্যাপচার করা যাবে। এই সফটওয়্যার একই সাথে ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, ফায়ারফক্স এবং নেটস্কেপ সমর্থন করে। এবার সফটওয়্যারটি ইনষ্টল করে নিন এবং সম্পূর্ণ ওয়েবসাইট ডাউনলোড করতে যে ওয়েবসাইটটি খুলুন। এখন ডাউনলোডষ্টুডিও টুলবারের Download বাটনে ক্লিক করে Complete Web Site এ ক্লিক করুন। এবার Add Job ডায়ালগ বক্স আসবে এখানে কিছু পরিবর্তন করার থাকলে পরিবর্তন করে ওকে করুন। তাহলে উক্ত ওয়েবসাইটের সকল ধরনের ফাইল ডাউনলোড হবে। এখানে ওয়েবসাইট দেখা এবং ওয়েবসাইটের অভ্যন্তরিন সকল ফাইল দেখার ব্যবস্থাও রয়েছে। এছাড়াও ডাউনলোড স্পিড, কিউ (সর্বোচ্চ ৫০ টি ডাউনলোড), শিডিউল ইত্যাদি নির্ধারণ করে দেওয়া যাবে। ২৩ মেগাবাইটের সফটওয়্যারটির ট্রায়াল সংস্করণ www.conceiva.com সাইট থেকে ডাউনলোড করতে পারবনে।
fine very good
এটি সর্ম্পূন ফ্রি ব্যবহার করে দেখুন। linux এ ব্যবহার করতে পারেন। link টি হল:http://download.httrack.com/httrack-3.43-5.exe
nice informative post