vlogit: সহজে ভিডিওতে ব্লগ করুন

টাইপ করার ঝামেলায় না যেয়ে সরাসরি ভিডিও করে ব্লগ করতে চান? SeriouMagic এর vlogit দিয়ে খুব সহজেই নিজের ভিডিও তৈরী করে ব্লগ করতে পারেন। শুধু মাত্র ওয়েবক্যামেরা ও মাইক থাকলেই চলবে। খুব সহজেই আপনিও দক্ষ সংবাদপাঠকদের মতই নতুন তথ্য নিয়ে ব্লগ করতে পারেন। সবথেকে বড় সুবিধা হল, ভিডিও এর সফট ব্যবহার করার অভিজ্ঞতার প্রয়োজন নেই।

http://www.seriousmagic.com/products/vlogit/

এছাড়া ফ্রি ভিডিও এর ব্লগ করতে পারেন openvlog.com। এটির ক্ষেত্রে কোন সফট এর প্রয়োজন হবেনা। তবে খুটি নাটি এডিট করবার সুবিধা নেই।

ড. মশিউর রহমান

About ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Check Also

এডজ কম্পিউটিং (Edge Computing) কি?

ডিভাইসের উপরেই ব্যবহারকারিদের আরো কাছে কম্পিউটিং এবং তথ্য এর প্রোসেস আরো দ্রুত করার অত্যাধুনিক একটি …

ফেসবুক কমেন্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।