অতিথি লেখক- আজিজুল হক
সহকারী অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়।
আজকাল সোশ্যাল মিডিয়াতে কোর্স সম্পর্কিত কোন পোস্ট দিলে অনেকেই ইনবক্সে বা কমেন্টে জানতে চায় এই কোর্স শেষে কি সার্টিফিকেট পাওয়া যাবে?
বাস্তবতা হলো, বেশিরভাগ অনলাইন প্ল্যাটফর্মে কোর্স শেখার সুযোগ থাকলেও সেই কোর্স শেষে সার্টিফিকেট পেতে হলে আলাদাভাবে অর্থ প্রদান করতে হয়।
তবে এর ব্যতিক্রম LinkedIn Learning প্ল্যাটফর্ম।
LinkedIn Learning একটি বিশ্বমানের প্রফেশনাল অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হাজার হাজার কোর্স রয়েছে। প্রায় সব ধরনের প্রফেশনাল ও স্কিলভিত্তিক কোর্স এখানে পাওয়া যায়। প্রোগ্রামিং, বিজনেস, মার্কেটিং, ডিজাইন, ডেটা অ্যানালাইসিস থেকে শুরু করে পার্সোনাল ডেভেলপমেন্ট পর্যন্ত। প্রতিটি কোর্স তৈরি করেন গ্লোবালি স্বীকৃত বিশেষজ্ঞরা এবং কোর্স শেষে আপনি ভ্যালিড ডিজিটাল সার্টিফিকেট পাবেন। এই সার্টিফিকেট LinkedIn প্রোফাইলে যুক্ত করা যায় বা রেজিউমেতেও ব্যবহার করা যায়।
এটি একটি সাবস্ক্রিপশনভিত্তিক প্ল্যাটফর্ম। অর্থাৎ মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনি যেকোনো কোর্সে অংশ নিতে পারেন।
সবচেয়ে মজার বিষয় হলো প্রথমবার সাবস্ক্রিপশন নিলে প্রথম মাস সম্পূর্ণ ফ্রি!
এই এক মাসের মধ্যে আপনি চাইলে আপনার ফিল্ড অনুযায়ী গুরুত্বপূর্ণ অনেক কোর্স করে ফেলতে পারেন এবং সেইসব কোর্সের সার্টিফিকেট সংগ্রহ করতে পারেন।
তবে এর পাশাপাশি LinkedIn Learning-এ এমন অনেক কোর্সও রয়েছে যেগুলো করতে কোনো সাবস্ক্রিপশন লাগে না। সম্পূর্ণ ফ্রিতে কোর্সগুলো সম্পন্ন করে সার্টিফিকেট নিতে পারবেন।
চাইলে আপনি প্রথম মাস শেষ হওয়ার আগেই সাবস্ক্রিপশন ক্যানসেল করে দিতে পারেন। সেক্ষেত্রে কোনো অর্থ কাটা হবে না। আরও মজার বিষয় হলো কিছু মাস পর LinkedIn Learning আবারও অফার দিয়ে থাকে। তখন আপনি চাইলে আবারও ফ্রি মাসের সুবিধা নিতে পারবেন।
তবে আপনি চাইলে পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য খুবই কম খরচে LinkedIn Learning-এর মাসিক সাবস্ক্রিপশন নিতে পারেন। অনেক সময় তারা বিশেষ ডিসকাউন্টসহ কোর্স অফার করে।
সুতরাং যারা ক্যারিয়ার ডেভেলপমেন্ট, স্কিল বিল্ডিং বা ইন্ডাস্ট্রি-রিলেভেন্ট কোর্স খুঁজছেন, তাদের জন্য LinkedIn Learning হতে পারে এক অসাধারণ প্ল্যাটফর্ম। একটু পরিকল্পনা করলেই আপনি এক মাসে অনেক কিছু শিখে নিতে পারবেন।
একদম বিনামূল্যে, অথেনটিক সার্টিফিকেটসহ।
প্ল্যাটফর্ম লিংক: https://www.linkedin.com/learning/
Leave a comment