কৃত্রিম বুদ্ধিমত্তাতথ্যপ্রযুক্তি

ছোট্ট ইঁদুর থেকে এআই বিপ্লব: যেভাবে শুরু হলো যন্ত্রের শেখার গল্প

Share
Share

মুহাম্মদ রেদওয়ান | বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক |৮ মে ২০২৫

ছোট্ট ‘থিসিউস’-এর বড় অভিযান

ছোট্ট একটা ধাতব ইঁদুর—নাম ‘থিসিউস’। হঠাৎ ঢুকে পড়েছে গোলকধাঁধার ভেতর। শুরুতে দ্বিধান্বিত হলেও দ্রুত সে নিজেই রাস্তা খুঁজতে শুরু করলো। বারবার ভুল হচ্ছে। কিন্তু প্রতিটি ভুল থেকেই কিছু না কিছু শিখছে। অবশেষে সঠিক পথটা পেলো সে। দ্বিতীয়বারে আর ভুল করেনি—সোজা পৌঁছে গেলো লক্ষ্যে।

এই অবাক করা ঘটনাটি ১৯৫০-এর দশকের। ‘থিসিউস’ নামের সেই ছোট রোবটটি তৈরি করেছিলেন বিখ্যাত গণিতবিদ ও আধুনিক তথ্যতত্ত্বের জনক ক্লদ শ্যানন। তখন কেউ ভাবেনি, একটি ধাতব ইঁদুর থেকেই শুরু হবে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর বিপ্লব।

মাইক্রোমাউস: প্রযুক্তির নতুন অধ্যায়

১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজন হয় ‘মাইক্রোমাউস’ নামের এক অভিনব প্রতিযোগিতা। প্রকৌশলীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছিল: এমন ক্ষুদ্র রোবট বানানো, যা বাইরের সাহায্য ছাড়াই গোলকধাঁধার পথ বের করতে পারবে। পূর্ব-তৈরি মানচিত্র, মানুষ বা জিপিএসের সাহায্য ছাড়াই এই চ্যালেঞ্জ তখন ছিল যুগান্তকারী। ছোট্ট রোবটের সেন্সর ও অ্যালগরিদমের মাধ্যমে স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সবাইকে চমকে দিয়েছিল।

বাংলাদেশের প্রবীণ রোবোটিক্স গবেষক ড. রাশেদা তাসনিম বলেন,

“আজকের বিশাল প্রযুক্তিগত উদ্ভাবনগুলোর শিকড় কিন্তু এই ছোট্ট ছোট্ট রোবট থেকেই এসেছে। তখনকার মাইক্রোমাউস এখনকার আধুনিক এআই রোবটেরই পূর্বপুরুষ।”

আজকের এআই: শুধু মেজ নয়, পুরো শহর নিয়ন্ত্রণ

সেই ছোট্ট রোবটের ক্ষমতা ছিল সীমিত। কিন্তু বর্তমানে এআই-এর ক্ষমতা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। গোলকধাঁধা নয়, এখন এআই নিয়ন্ত্রণ করছে গাড়ি, রোগ শনাক্ত করছে, এমনকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করছে শহরের ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে নির্বাচনী ব্যবস্থাপনা পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবিদ হাসান বলেন,

“পঞ্চাশ-ষাট বছর আগে কেউ ভাবেনি যে এআই মানবজীবনে এত গভীরভাবে প্রবেশ করবে। এখন এআই ছাড়া আমাদের জীবন কল্পনা করাই কঠিন।”

ছোট উদ্ভাবন, বড় সম্ভাবনা

বিশ্লেষকদের মতে, বর্তমানের শীর্ষ প্রযুক্তিগুলো অতীতে ছিল নিছক খেলনা বা পরীক্ষামূলক প্রকল্প। গুগল, অ্যাপল কিংবা টেসলার মতো প্রতিষ্ঠানগুলো এমন ছোট উদ্ভাবন থেকেই আজকের অবস্থানে পৌঁছেছে।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ ডেভেলপার সালমান জুবায়ের বলেন,

“আমাদের দেশে ছোট প্রকল্প নিয়ে কাজ করতে গিয়ে অনেকেই হাল ছেড়ে দেয়। অথচ এই ছোট আইডিয়াগুলোই একদিন বিশাল শিল্পের ভিত্তি তৈরি করে।”

বিশ্বখ্যাত বিজ্ঞানী ও এআই গবেষক ডেমিস হাসাবিস বলেন,

“প্রযুক্তির ইতিহাস প্রমাণ করেছে, আজকের ছোট আবিষ্কারই আগামী দিনের বৈপ্লবিক পরিবর্তন। ক্লদ শ্যাননের থিসিউস আমাদের মনে করিয়ে দেয়, কখনোই ছোট উদ্ভাবনকে অবমূল্যায়ন করা উচিত নয়।”

আগামী দশকে এআই কোথায় যাবে?

বিশ্বজুড়ে গবেষকরা বলছেন, আগামী দশ বছরে এআই হবে মানুষের সবচেয়ে কাছের সহযোগী। সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে নতুন আবিষ্কারে সহায়তা করবে এআই।

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক বলেন,

“আগামী দশ বছরে এআই শুধু সাহায্যকারী নয়, সঙ্গী হয়ে উঠবে। এটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীরভাবে যুক্ত থাকবে।”

পাঠকের মতামত

প্রিয় পাঠক, আপনিও কি এমন কোনো ছোট উদ্ভাবনের কথা ভাবছেন, যা বড় পরিবর্তন আনতে পারে? জানিয়ে দিন আমাদের।


মতামত পাঠান: [email protected]

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
কৃত্রিম বুদ্ধিমত্তা

ডেটা সায়েন্টিস্ট: নতুন যুগের বিজ্ঞানী

“সায়েন্টিস্ট” শব্দটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে পরীক্ষাগারে সাদা এপ্রোন পরা একজন...

কৃত্রিম বুদ্ধিমত্তাপরিবেশ ও পৃথিবী

কৃত্রিম বুদ্ধিমত্তার অদৃশ্য বিদ্যুৎ বিল

কৃত্রিম বুদ্ধিমত্তা জীবনকে সহজ করে তোলে, কিন্তু প্রতিটি চ্যাটবটের উত্তর এবং ছবি...

কৃত্রিম বুদ্ধিমত্তাচিকিৎসা বিদ্যা

চিকিৎসাবিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা: প্রতিদ্বন্দ্বী না সহযোদ্ধা?

চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বাংলাদেশ এবং বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবাকে রূপান্তরিত করছে। আবিষ্কার...

কৃত্রিম বুদ্ধিমত্তাচিকিৎসা বিদ্যা

একটুখানি ছবি, এক সাগর তথ্য — কেমন আছে তোমার শরীর বলছে এখন তোমার মুখ!

আবিষ্কার করুন কিভাবে FaceAge, একটি AI-চালিত টুল, শুধুমাত্র একটি ছবি দেখে আপনার...

কৃত্রিম বুদ্ধিমত্তাতথ্যপ্রযুক্তি

কৃত্রিম বুদ্ধিমত্তার গল্প: সিস্টেম মনিটরিং করা কেন গুরুত্বপূর্ণ?

প্রযুক্তির সাথে বাস্তব-বিশ্বের তথ্য, পাইপলাইন, মডেল এবং ব্যবহারকারীর প্রভাবের উদাহরণ মিশ্রিত করে...

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

Copyright 2024 biggani.org