পকেটেই রাখা যাবে স্পিকার

বর্তমানে প্রায় সকল ডিভাইসই আগের তুলনায় অনেক ছোট হয়ে এসেছে। মোবাইলসহ বিভিন্ন বহনযোগ্য ডিভাইসে অতিরিক্ত স্পিকার ব্যবহারের সুযোগও হয়েছে এখন, কারণ বিল্টইন স্পিকারের তেমন একটা উন্নত শব্দ তৈরী করতে পারে না। কিন্তু অনেক সময় বহনযোগ্য ডিভাইসের সাথে ব্যবহার উপযোগী স্পিকার বহন করা সম্ভব হয় না (যেমন আইপড স্পিকার ডক)। সমপ্রতি বহনযোগ্য বিভিন্ন ডিভাইসের জন্য এক্স-মিনি মাত্র ৩.৫ মিলিমিটারের বহনযোগ্য স্পিকার তৈরী করেছে যা অডিও জ্যাক ছাড়াও ইউএসবি দ্বারা ব্যবহার করা যাবে। গলফ বলের মত দেখতে ৩২ ডলারের এই স্পিকারে অডিও (শব্দ) খুবই উন্নতমানের। এতে রয়েছে বিল্ট-ইন বেজ এবং রিচার্জেবল ব্যটারী।

 

About এস. এম. মেহেদী আকরাম [রয়েল]

Check Also

ই-মেইল সার্ভার সিস্টেম যেভাবে কাজ করে

লেখাটি অনলাইন থেকে সংগ্রীহিত। মূল লেখক মিলন মনি ইমেইল কি? ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ হল …

ফেসবুক কমেন্ট


  1. লেখা দেখতে অসুবিধা হছে !!!কি ভাবে এই লেখা দেখতে পাবো???

  2. সমাধান করেছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।