কিভাবে কাজ করে?

TCP/IP Protocol Suite সম্পর্কে জানা

Share
Share

1

প্রথম অবস্থায় TCP/IP কে design করা হয়েছিল U.S. Department of Defence এর ডাটা কমিউনিকেশনের জন্য।১৯৬০ এর পর ARPA Advance Research Projects Agency বিশ্ববিদ্যালয়গুলোর সাথে একটা পার্টনারশীপ গড়ে তোলে যাতে design করা যায় একটা open, standard protocol suite , যেটা একটা multi-vendor network তৈরী করতে সাহায্য করবে।

১৯৬৯ সালে ARPANET আবির্ভূত হয় পরীক্ষামূলকভাবে। এখানে তৈরী করা হয়েছিল ৪ টি নোড যাতে ব্যবহার করা হয়েছিল NCP(Network Control Protocol) এবং ৫৬ কি বিট/সে স্পীড এর একটি circuit তৈরী করা হয়েছিল। পরীক্ষাটি ছিল সফল এবং পরবর্তীতে এটি পরিচিত হয় ARPA Internet নামে। ১৯৭৪ সালে ARPANET এর জন্য মূল প্রোটোকলকে প্রস্তাবিত করেন ভিন্তন জি কার্ফ এবং রবার্ট ই কান। এই প্রোটোকলের Official নাম করা হয় TCP/IP Internet Protocol Suite যা আজ TCP/IP নামে পরিচিত।TCP/IP লেয়ারের প্রাথমিক দায়িত্বগুলো হলো তথ্য প্রবাহ কে সোর্স হতে ডেস্টিনেশেনে পুংখানুপুংখভাবে এবং সঠিকভাবে-পরিবহন (reliability) এবং নিয়ন্ত্রন করা (Flow Control)।TCP এর প্রান্তীয় নিয়ন্ত্রন (End-to-end control) এবং পুংখানুপুংখভাবে পরিবহন পরিচালিত হয় স্লাইডিং উইনডো, সিকোয়েন্স নাম্বার এবং একনোলেজমেন্ট দ্বারা।

 

 

1

চিত্র-১: Connection Establishment পুংখানুপুংখভাবে পরিবহন এবং তথ্য প্রবাহ নিয়ন্ত্রন কে এভাবে কল্পনা করা যেতে পারে, ধরুন একজন, বিদেশী ভাষা শিখল এক বসর ধরে অতঃপর সে ঐ ভাশাভাশীদের দেশে ভ্রমন এর জন্য গেল। এখন কথপকথনের সময় reliability এর জন্য তার অবশ্যই তার জানা শব্দগুলকে Repeat করতে হবে। আরেকটা বিষয় লক্ষ্যনীয় অন্যরা যাতে সহজে তার কথা বুঝতে পারে সেজন্য তাকে আস্তে আস্তে কথা বলতে হবে — আর এটাই হচ্ছে flow control.

2

চিত্র-2: Flow control 1

3

চিত্র-3: Flow control 2 ট্রান্সপোর্ট লেয়ার মূ্লতঃ দুটিনেটওয়ার্কের প্রান্তদ্বয়ের সাথে লজিকাল সংযোগ তৈরী করে। ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকলসমূহ upper-layer applications থেকে প্রাপ্ত ডাটাকে বিভক্ত করে এবং বিভক্তকৃত ডাটাকে পুনরায় সজ্জিত করে। 4

চিত্র-8: TCP in OSI layer

লেয়ারের মূল কাজগুলো হল :

  • উপরের লেয়ারের application ডাটাকে বিভক্ত করা।
  • প্রান্তীয়(End-to-end ) সংযোগ স্হাপন।
  • এক হোস্ট থেকে অন্য হোস্টে সেগমেন্ট পাঠানো।
  • Flow control স্লাইডিং উইনডো বাবহারের মাধ্যমে।
  • Reliability সিকোয়েন্স নাম্বার এবং একনোলেজমেন্ট বাবহারের মাধ্যমে।

TCP/IP হচ্ছে দুটো বিশেষ protocol এর সমাবেশ। IP, OSI মডেলের তৃতীয় লেয়ারে কাজ করে এবং এটা হচ্ছে connectionless protocol যার চেষ্টা থাকে কোন নেট্ওয়ার্কের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের সরবরাহের । অন্য দিকে TCP কাজ করে ট্রান্সপোর্ট লেয়ারে এবং এটা হচ্ছে  connection-oriented service যা flow control এবং reliability কে নিশ্চিত করে।  যখন এই protocol গুলোকে একত্র করা হয় তখন এরা অনেক বৃহr আকারের সেবা প্রদান করতে পারে। এই একত্রীভূত protocol ই হচ্ছে TCP/IP protocol suite। এবং  ইনটারনেট এই TCP/IP protocol suite এর উপর ভিত্তি করে ই নির্মিত।

Share

11 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
কিভাবে কাজ করে?পরিবেশ ও পৃথিবী

সোলার সেল বা সৌরকোষ কীভাবে কাজ করে?

পরিচিতি সোলার সেল বা সৌরকোষের এর অপর একটি নাম হল, ফটোভোলটাইক সেল।...

কলামকিভাবে কাজ করে?

অগ্নি নির্বপক যন্ত্র সমন্ধে কিছু তথ্য

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে আরো নতুন নতুন সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন। [mc4wp_form...

কিভাবে কাজ করে?

নতুন পদ্ধতির ট্রাকিং : ইনডোর বেসড পজিশনিং সিস্টেম

ইংরেজিতে এটি Indoor Based Positioning System অথবা Location Based Service নামে পরিচিত।...

কম্পিউটার টিপসকিভাবে কাজ করে?

ই-মেইল সার্ভার সিস্টেম যেভাবে কাজ করে

লেখাটি অনলাইন থেকে সংগ্রীহিত। মূল লেখক মিলন মনি ইমেইল কি? ইলেকট্রনিক মেইলের...

কিভাবে কাজ করে?

সৌরশক্তির বিমান – Solar-Powered Aircraft

  Dedicated to: Prof. Khalilur Rahman, Department of Mathematics, Habibullah Bahar College,...

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

Copyright 2024 biggani.org