সফটওয়্যারের পুরাতন সংস্করণের খোঁজে

আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের সফটওয়্যার ব্যবহার করছি। কিছু দিন পরপরই এসকল সফটওয়্যারের নতুন সংস্করণ আসে তখন আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করে অথবা সফটওয়্যারের নতুন সংস্করণ কিনে পুরাতনকে ফেলে ব্যবহার করি। নতুন সফটওয়্যার সকল ক্ষেত্রে পুরাতনের তুলনায় ভাল, নিরাপদ বা সুবিধাজনক নাও হতে পারে। আবার নতুন সংস্করণ সকল (পুরাতন) কম্পিউটারে সমর্থন করে না। সেক্ষেত্রে পুরাতন সংস্করণে প্রয়োজন পরে কিন্তু অনেক সময় কোথাও খুঁজে পূর্বের সেই সংস্করণ পাওয়া যায় না। এমনকি উক্ত সফটওয়্যারের ওয়েবসাইটেও পুরাতন সংস্করণ সংরক্ষণ করা থাকে না বা ডাউনলোডের কোন ব্যবস্থা থাকে না। কিন্তু তাই বলেতো বসে থাকলে চলবে না। এর সমাধান পাবেন ওল্ডভার্সনের ওয়েবসাইটে। ১৫২ প্রকারের অধিক সফটওয়্যারের ১৯১০ -এর বেশী সংস্করণ সংরক্ষিত আছে http://oldversion.com সাইটে। এতগুলো সফটওয়্যারের মাঝে আপনার প্রয়োজনীয় সফটওয়্যারটি পাওয়ার সম্ভাবনাই বেশী। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে সফটওয়্যারের পুরাতন সংস্করণগুলো এখানে আছে যা আপনি ক্যাটাগরি অনুসারে বা সার্চ করে খুঁজে বের করে বিনাখরচে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

 

About এস. এম. মেহেদী আকরাম [রয়েল]

Check Also

ই-মেইল সার্ভার সিস্টেম যেভাবে কাজ করে

লেখাটি অনলাইন থেকে সংগ্রীহিত। মূল লেখক মিলন মনি ইমেইল কি? ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ হল …

ফেসবুক কমেন্ট


  1. লেখা দেখতে অসুবিধা হছে !!!

  2. সমাধান করেছি

  3. ধন্যবাদ ভাইয়া

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।