আমরা মস্তিষ্কে কিভাবে স্মৃতি সংরক্ষণ করে রাখি তা এখনো পুরোপুরি আবিষ্কার হয়নি। মনে করা হয় নিউরোনগুলি তার অবস্থান পরিবর্তনের মাধ্যমের স্মৃতি সংরক্ষণ করে। তবে যে প্রোটিন এর জন্য কাজ করে তা আবিষ্কারের অনেক চেষ্টার পরে মনে হচ্ছে বিজ্ঞানীরা তা আবিষ্কার করতে পেরেছে। বিস্তারিত পড়ুন
http://www.sciencedaily.com/releases/2011/06/110623130946.htm
আমরা মস্তিষ্কে কিভাবে স্মৃতি সংরক্ষণ করে তা হয়তো এখনো পুরোপুরি আবিষ্কার হয়নি কিন্তু মস্তিষ্কের স্মৃতি কিভাবে নষ্ট করা যায় বা মুছে ফেলা যায় তা আবিষ্কার করা হয়ে গেছে তাহলে সেই দিন আর দূরে নয় যেদিন আমরা সেই রহ্যস ও উদ্ঘাতন করে ফেলব ।
পড়ুন মস্তিষ্কের স্মৃতি কিভাবে নষ্ট করা যায়- http://www.nirapadnews.com/2015/05/30/news-id:52731/