Online Bangla to English, English to English Dictionary (Ovhidhan)
আজকে আরেকটি নতুন বাংলা অভিধানের সাইট এর খবর পেলাম। প্রায় ২২ হাজারটি ইংরেজী -> বাংলা এবং প্রায় ১লক্ষ ৭৫ হাজার ইংরেজী ->ইংরেজী এর শব্দ ভান্ডার আছে বলে সাইটটি ঘোষনা করেছে। Abdullah Ibne Alam এই সাইটি তৈরী করেছেন।
সবথেকে বড় সুবিধা হল অভিধানগুলি ইউনিকোডে। অর্থাত বাংলা টাইপ করে বাংলা থেকে ইংরেজী শব্দ খুজতে পারবেন। যদিও এই প্রোজেক্টটি এখনও কাজ করছে তাদের শব্দকোষের সংখ্যা বাড়াতে। তবুও আমি কয়েকটি শব্দ টাইপ করে দেখলাম, এবং তা সুন্দর প্রদর্শন করল। আশা করব খুব শীঘ্রই তারা পুরো কাজটি শেষ করবে। এইরকম একটি অনলাইনে অভিধানের খুব প্রয়োজন ছিল।
ভাই আমাকে মাফ করে দিয়েন। খারাপ কথা মুখে আসছে। আমি মাত্র ৩ টা শব্দ লিখেছি আপনার এই অভিধানে একটারও অর্থ দেখাতে পারেনি। নিচে লিংক দিলাম। এই রিংকে গিয়েছিলাম। শব্দগুলো হচ্ছে: প্রথাগত, মৌনতা, যৌনতা । ভাই শব্দগুলা কি বহুল ব্যবহৃত না????
http://dsal.uchicago.edu/dictionaries/biswas-bengali/
Sir,
I want to a Bangla to English dictionary.
so I want to know this please help me.
Thanking you.
ধন্যবাদ,এই অভিধানটি আমি ব্যাবহার করি খুভ ভাল অভিধান