২০১০ ডিসেম্বর ১৪
বিজ্ঞপ্তি
বিপ্র রঞ্জন ধর, বিভাগীয় সম্পাদক, রসায়নবিদ্যা , বিজ্ঞানী.org
প্রিয় বিজ্ঞানী,
নতুন বছরের আগাম শুভেচ্ছা। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে বিপ্র রঞ্জন ধর বিজ্ঞানী.org–এর রসায়নবিদ্যাবিভাগের বিভাগীয় সম্পাদকহিসাবে ১ জানুয়ারী ২০১১ থেকে আপনাদেরসবাইকে সেবা প্রদান করবেন।
বিপ্র রঞ্জন ধর – এর সংক্ষিপ্ত জীবনীঃ
“বিপ্র রঞ্জন ধর: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে কেমিকৌশলে স্নাতক শেষে বর্তমানে কানাডার ওয়েস্টার্নওন্টারিও বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর গবেষণায় নিয়োজিত, গবেষণার বিষয় বর্জ্য পানি পরিশোধন। বাংলা ভাষায় বিজ্ঞান ওপ্রযুক্তি বিষয়ক ফোরাম আমাদের প্রযুক্তি’র একজন প্রতিষ্ঠাতা ও প্রশাসক। এছাড়াও প্রযুক্তিকে সহজ ভাষায় সাধারনমানুষের কাছে তুলে ধরতে ‘সহজ করে নবায়নযোগ্য শক্তি’ ও ‘সহজ করে ন্যানোপ্রযুক্তি’ নামে যৌথভাবে দুটি বইলিখেছেন। ই–মেইলঃ [email protected]”
আসুন আমরা সবাই বিপ্র রঞ্জন ধর – কে বিজ্ঞানী.org–এ স্বাগত জানাই।
অনুপম শুভেচ্ছা।
শফিউল ইসলাম
বিজ্ঞানী.org টিম
শুভেচ্ছা ও স্বাগতম।
স্বাগত রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় নতুন সম্পাদক বিপ্ররঞ্জন ধর পরিচিত একটি নাম
মনোজকুমার দ. গিরিশ ১৫/১২/২০১০ কোলকাতা
ধন্যবাদ…রসায়নবিদ্যা বিভাগটিকে সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করছি…।
বিপ্র রঞ্জন ধর, একজন প্রতিভাবান লেখক। তিনি বিজ্ঞানী ডট অর্গকে সমৃদ্ধ করবেন নি:সন্দেহে!
একজন যোগ্যতা সম্পণ মানুষকেই রসায়ন বিভাগের সম্পাদক করা হয়েছে। তার জীবন বূতান্ত দেখেউ তাই মনে হল।