কিছুদিন আগে প্রজন্ম ফোরাম তার যাত্রা শুরু করল। এটি মূলত অনলাইন একটি আলোচনা সভার মত কাজ করবে। যে সমস্ত বিষয়গুলি নিয়ে প্রজন্ম ফোরাম সেগুলি হল খেলাধূলা, সাহিত্য-সংস্কৃতি, রাজনীতি ও বর্তমান প্রেক্ষাপট, অর্থনীতি, তত্ত্বাবধায়ক সরকার, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং, পড়াশোনা, উচ্চশিক্ষা ও কর্মজীবন, রোমাঞ্চ, দৈনন্দিন, এবং হাসির বাক্স। বাংলাদেশীদের নিয়ে ফোরাম করার উদ্দ্যোগ এর আগে অনেক সাইটই নিলেও এই প্রজন্ম ফোরামের বিশেষ বৈশিষ্ট হল পুরো সাইটটি বাংলা ভাষাতে আলোচনা করবে। বাংলাদেশীরা যদি কোন কিছু নিয়ে আলোচনা করতে চায়, তবে বাংলাতেই করবে, সেটাই স্বাভাবিক। কিন্তু কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে এই কাজটি করা হয়নি, যার মূলে রয়েছে ফন্টজনিত সমস্যা। তবে আশার কথা হল এই সাইটটি ইউনিকোড বাংলাকে ব্যবহার করায় তা সমাধান করা হয়েছে। আমার জানামতে সম্পূর্ণ বাংলাভাষায় বাংলা ভাষা-ভাষীদের জন্য পূর্ণাঙ্গ একটি ফোরামের সাইট হল প্রজন্ম ফোরাম। সামনে একুশে ফেব্রুয়ারী আসছে। এই সময় আইন-আদালতে বাংলা ভাষার প্রয়োগ হওয়াতে বাংলা ভাষা প্রয়োগের ক্ষেত্রে একটি নতুন পথ উন্মোচিত হয়েছে। তবে কম্পিউটার ও ইন্টারনেটে বাংলা ভাষা ব্যবহারে ক্ষেত্রে আমরা এখনও অনেক পিছিয়ে। এই সাইটটি বাংলা ভাষাকে কম্পিউটারে ব্যবহারের জন্য জনপ্রিয় করাতে অনেক ভূমিকা রাখবে তা নিঃসন্দেহে বলা যায়। এমন একটি উদ্দ্যোগ নেবার জন্য প্রজন্ম ফোরামের উদ্দ্যোগী সদস্যদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা। সফল হোক তাদের প্রচেষ্টা। সেই সাথে সবাইকে আহবান করি চলুন সবাই মিলে কম্পিউটারে আরো বাংলা ব্যবহার করি। প্রজন্ম ফোরামে আপনাদের কথা শেয়ার করুন অন্য সকলের সাথে। সুন্দর বাংলাদেশ তৈরীতে একদিন এই পদক্ষেপই ভূমিকা রাখবে অনাগত ভবিষ্যতে।
http://forum.projanmo.com/
Leave a comment