সাক্ষাৎকার

তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে গবেষকের পরামর্শ—সামিউর রহমান

Share
Share

মো: সামিউর রহমান বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন, যেখানে তাঁর মেজর ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মাইনর ছিল গণিত। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। স্নাতকোত্তর অধ্যয়নকালেই তিনি একাধিক প্রতিষ্ঠানে শিক্ষকতা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ল্যাব ইন্সট্রাক্টর হিসেবে তাঁর কর্মজীবন শুরু হলেও পরবর্তী সময়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-তে লেকচারার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের Illinois Institute of Technology-এ উচ্চশিক্ষা গ্রহণ করছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্যাখ্যাযোগ্য এআই, প্রাইভেসি-প্রিজার্ভিং ডিপ লার্নিং, সোশ্যাল কম্পিউটিং এবং কন্ট্রোল সিস্টেমস। বিশেষত, বিহেভিয়ারাল বায়োমেট্রিক ডাটার প্রাইভেসি রক্ষা বিষয়ক কাজ তাঁর গবেষণার একটি গুরুত্বপূর্ণ অংশ। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি Springer Nature Group-এর অধীন বেশ কয়েকটি আন্তর্জাতিক জার্নালের রিভিউয়ার হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।

💬 প্রশ্নোত্তর পর্ব:

প্রশ্ন: প্রথমেই আপনার সম্বন্ধে আমরা জানতে চাই।
উত্তর: আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ (ম্যাথ মাইনর, এআই মেজর) ২০২০ সালের এপ্রিলে স্নাতক ডিগ্রি সম্পন্ন করি। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০২২ সালের ডিসেম্বরে এমবিএ (মার্কেটিং মাইনর, ম্যানেজমেন্ট মেজর) শেষ করি। ২০২১ সালের মে মাসে আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ল্যাব ইন্সট্রাক্টর হিসেবে যোগদান করি। এর আগে সি এক্সপ্রেস লিমিটেড ও ক্যাপিটাল লজিস্টিক্সে তিন মাস ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে কাজ করি।

এমবিএ চলাকালে ২০২১ সালের মে মাসে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে লেকচারার হিসেবে যোগদান করি এবং দু’টি চাকরি একইসঙ্গে পরিচালনা করি। ২০২৪ সালের জুন পর্যন্ত সেখানে শিক্ষকতা করে ২০২৪ সালের জুলাইয়ে বিইউবিটি-তে লেকচারার হিসেবে যোগদান করি। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সেখানে দায়িত্ব পালন শেষে ৩১ ডিসেম্বর উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি দিই। এই ছিল সংক্ষেপে আমার পথচলা।

প্রশ্ন: আপনার গবেষণার বিষয় কী?
উত্তর: আমার গবেষণার বিষয়টি বেশ বৈচিত্র্যময়। এর মধ্যে রয়েছে এক্সপ্লেইনেবল কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, সোশ্যাল কম্পিউটিং, কন্ট্রোল সিস্টেমস এবং প্রাইভেসি-প্রিজার্ভিং ডিপ লার্নিং।

প্রশ্ন: আপনার গবেষণার কাজ কীভাবে আমাদের উপকৃত করছে কিংবা করবে?
উত্তর: বর্তমানে আমি ডিফিউশন মডেলিং ব্যবহার করে বিহেভিয়ারাল বায়োমেট্রিক ডাটা—যেমন ভয়েস প্যাটার্ন, কিস্ট্রোক ডায়নামিক্স, গেইট প্যাটার্ন—এসব বিষয়ের প্রাইভেসি-ইউটিলিটি ট্রেড-অফ নিয়ে কাজ করছি। এর লক্ষ্য হলো সিনথেটিক বিহেভিয়ারাল বায়োমেট্রিক সিগনেচার তৈরি করে অথেনটিকেশন সিস্টেমে ব্যবহারযোগ্যতা বজায় রাখা, কিন্তু রিআইডেন্টিফিকেশন প্রতিরোধ করা। এতে ডাটা কম্প্রোমাইজ হলেও ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য পুনঃব্যবহার করে ক্ষতি করার সুযোগ কমে যাবে।

প্রশ্ন: বাংলাদেশের তরুণ শিক্ষার্থী যারা বিজ্ঞানে কাজ করতে চায়—তাদের জন্য আপনার কোনো বার্তা আছে কি?
উত্তর: যারা গবেষণায় আগ্রহী, তারা যেন এখন থেকেই বিভিন্ন গবেষণা প্রবন্ধ ও কনফারেন্স পেপার পড়ার অভ্যাস গড়ে তোলে। এতে সাম্প্রতিক গবেষণার প্রবণতা সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং জটিল বিষয়ের প্রতি ভয় দূর হয়। পাশাপাশি কোর্সেরা, এডেক্স, ডাটা ক্যাম্পসহ বিভিন্ন প্ল্যাটফর্মে কোর্স করার মাধ্যমে জ্ঞান বাড়ানো যায়। এসব প্ল্যাটফর্মে ফ্রি কোর্স বা স্কলারশিপের সুযোগও রয়েছে।

🔗 প্রোফাইল লিংক:
LinkedIn: https://linkedin.com/in/rahman-samiur/
Email: [email protected]

🪶 সমাপনী মন্তব্য:
মো: সামিউর রহমানের গবেষণার ক্ষেত্র প্রযুক্তিগত অগ্রগতি, প্রাইভেসি সুরক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। বিহেভিয়ারাল বায়োমেট্রিক ডাটার নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা আগামী দিনের ডিজিটাল অবকাঠামোকে আরও নির্ভরযোগ্য করতে ভূমিকা রাখবে। বিজ্ঞানী.অর্গ টিম তাঁর অব্যাহত গবেষণা, অধ্যবসায় এবং আন্তরিকতার প্রশংসা জানাচ্ছে। তরুণ শিক্ষার্থীদের জন্য তাঁর পরামর্শ গবেষণার পথচলায় গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে—এই কামনা করি। তাঁর ভবিষ্যৎ গবেষণায় সাফল্য অব্যাহত থাকুক।


Guiding Young Researchers—Thoughts from Md. Samiur Rahman

Md. Samiur Rahman completed his Bachelor of Science in Computer Science and Engineering from North South University, Bangladesh, with a major in Artificial Intelligence and a minor in Mathematics. He later earned an MBA in Management, with a minor in Marketing, from the same institution. Alongside his higher studies, he engaged in teaching and research in multiple academic institutions. He began as a Lab Instructor in the Department of Electrical and Computer Engineering at North South University, followed by lecturer positions at Presidency University and the Bangladesh University of Business and Technology (BUBT).

He has worked across diverse academic roles, teaching courses in computer programming, digital logic design, operating systems, artificial intelligence, blockchain systems, engineering mathematics, and more. Alongside teaching, he contributed to accreditation activities, curriculum development, and departmental coordination.

Currently, he is pursuing higher studies at the Illinois Institute of Technology, USA. His research interests include Explainable AI, Machine Learning, Privacy-Preserving Deep Learning, Control Systems, and Social Computing. He also serves as a reviewer for several journals under Springer Nature Group, including the International Journal of Machine Learning and Cybernetics, Electrical Engineering, and Neural Computing and Applications. His ongoing work focuses on the privacy-utility trade-off in behavioral biometric data.

💬 Interview (Q&A Section):

Question: To begin, we would like to know a bit about you.
Answer: I completed my Bachelor’s degree in Computer Science and Engineering (Math minor, AI major) from the Department of Electrical and Computer Engineering at North South University in April 2020. I completed my MBA (Marketing minor, Management major) at the same institution in December 2022. In May 2021, I joined the Department of Electrical and Computer Engineering at North South University as a Lab Instructor. Before that, I worked for three months as a Management Trainee Officer at CXpress Ltd. and Capital Logistics from January to March 2021.

During my MBA, I joined the Department of Computer Science and Engineering at Presidency University as a Lecturer in May 2021, and I worked at both places simultaneously. After teaching at Presidency University until June 2024, I joined BUBT in July 2024 as a Lecturer in the Department of Computer Science and Engineering. I worked there until 26 December 2024. Finally, on 31 December, I traveled to the United States to pursue higher studies. That is my journey in brief.

Question: What is the focus of your research?
Answer: My research interests are diverse. They include Explainable Artificial Intelligence, Machine Learning, Social Computing, Control Systems, and Privacy-Preserving Deep Learning.

Question: How does your research benefit people now or in the future?
Answer: My current research focuses on the privacy-utility trade-off of behavioral biometric data—such as voice patterns, keystroke dynamics, and gait patterns—using diffusion modeling. The aim is to generate synthetic behavioral biometric signatures that maintain authentication performance while preventing re-identification. This ensures that even if stored data is compromised, the attacker cannot misuse personal biometric patterns to exploit the system.

Question: Do you have any message for young students in Bangladesh who want to pursue science or research?
Answer: I would encourage students interested in research to start reading research papers and conference articles regularly. This helps them understand current research trends and become comfortable with complex topics. They should also explore courses on platforms like Coursera, edX, and DataCamp to expand their knowledge. Many of these platforms offer free enrollments and scholarships for certifications.

🔗 Profile Link:
LinkedIn: https://linkedin.com/in/rahman-samiur/
Email: [email protected]

The research initiatives of Md. Samiur Rahman reflect a strong commitment to advancing technological safety, data privacy, and emerging AI methodologies. His work on securing behavioral biometric data has significant implications for future digital authentication and privacy-centric system design. The biggani.org team acknowledges his dedication, research mindset, and contributions to the academic community. We hope his journey inspires young Bangladeshi learners to explore science and research more deeply. We wish him continued success in his future endeavors.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

নিয়মিত আপডেট পেতে আমাদের ইমেইল নিউজলেটার, টেলিগ্রাম, টুইটার X, WhatsApp এবং ফেসবুক -এ সাবস্ক্রাইব করে নিন।

Copyright 2024 biggani.org