অতিথি লেখক:
আজিজুল হক
সহকারী অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়।
বর্তমানে প্রায়ই শোনা যায় বিভিন্ন গবেষকের গবেষণাপত্র রিট্র্যাক্ট (Retract) হয়েছে। অনেক সময় এই ধরনের খবর শুনে আমরা ধরে নিই যে, ওই গবেষক কিংবা গবেষণাপত্রের সকল অথরই অসৎ বা প্রতারক। কিন্তু বাস্তবতা হলো, একটি গবেষণাপত্রে একাধিক গবেষক যুক্ত থাকেন এবং অনেক সময় একজন-দুইজন গবেষকের অনৈতিক কাজের কারণে পুরো গবেষণাপত্র রিট্র্যাক্ট হতে পারে। এতে নিরপরাধ অথররাও কলঙ্কিত হন। তাই শুধু রিট্র্যাকশনের খবর শুনে সব গবেষককে দোষী সাব্যস্ত করা উচিত নয়।
গবেষণায় কারও সাথে কোলাবোরেশন করার আগে সংশ্লিষ্ট গবেষকের অতীত কাজ যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখতে হবে ঐ গবেষকের আগে কোনো গবেষণাপত্র রিট্র্যাক্ট হয়েছে কিনা। যদি হয়ে থাকে, তবে অবশ্যই রিট্র্যাকশনের কারণ খুঁজে দেখা উচিত। অনিচ্ছাকৃত ত্রুটি, যেমন পদ্ধতিগত ভুল বা প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে রিট্র্যাক্ট হলে সেটি ভিন্ন বিষয়। কিন্তু তথ্য জালিয়াতি (Data Fabrication), প্লেজারিজম (Plagiarism) বা ইমেজ ম্যানিপুলেশন-এর মতো অনৈতিক কাজের কারণে রিট্র্যাক্ট হলে ওই গবেষকের সাথে কোলাবোরেশন করা একেবারেই নিরাপদ নয়।
এই যাচাই প্রক্রিয়াকে সহজ করতে ২০২৪ সালের সেপ্টেম্বরে Scitility নামের একটি প্রযুক্তি স্টার্টআপ Argos নামে একটি টুল চালু করেছে। এটি প্রথমবারের মতো উন্মুক্তভাবে গবেষকদের রিট্র্যাকশন ইতিহাস যাচাই করার সুযোগ দিচ্ছে। Argos টুলটি Retraction Watch Database এবং Crossref-এর মতো নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ করে। শুধু গবেষকের নাম অথবা কোনো নির্দিষ্ট আর্টিকেলের DOI নম্বর দিলেই সংশ্লিষ্ট গবেষকের রিট্র্যাকশন ইতিহাস, গবেষণাপত্রের তথ্য, প্রকাশক এবং রিট্র্যাকশনের কারণ স্বয়ংক্রিয়ভাবে দেখিয়ে দেয়। যে কেউ যেকোনো সময় বিনামূল্যে এই সাইটে লগইন করে যে কোনো অথর সম্পর্কেই জানতে পারবে।
এই টুল ব্যবহার করে খুব সহজেই বোঝা যায়, সংশ্লিষ্ট গবেষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনিচ্ছাকৃত ভুলের কারণে নাকি ইচ্ছাকৃত প্রতারণার জন্য। এতে গবেষণার মান নিশ্চিত করা সহজ হয় এবং ভবিষ্যতে নিজের কর্মজীবনকে কলঙ্কমুক্ত রাখা যায়। গবেষণায় কোলাবোরেশন করার আগে অবশ্যই Argos টুল ব্যবহার করে সংশ্লিষ্ট গবেষকের রিট্র্যাকশন ইতিহাস যাচাই করা উচিত। এতে গবেষণার মান এবং বৈজ্ঞানিক সততা দুটোই বজায় থাকবে।
Argos টুলস ব্যবহার করতে ক্লিক করুন:
https://www.scitility.com/argos
বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–
https://www.facebook.com/share/p/15fa7ccFbC
Leave a comment