উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগগবেষণায় হাতে খড়ি

ভালো গবেষণাপত্র তৈরির টিপস ও কৌশল: সম্পাদকরা কী চান?

Share
Share

অতিথি লেখক- আজিজুল হক
সহকারী অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়।

গবেষণাপত্র লেখার ক্ষেত্রে শুধুমাত্র গবেষণা করাই যথেষ্ট নয়, সেটিকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় গবেষণার মৌলিকত্ব থাকা সত্ত্বেও অসংলগ্ন লেখা, অসম্পূর্ণ তথ্য বা দুর্বল উপস্থাপনার কারণে ভালো গবেষণাপত্রও সহজে গ্রহণযোগ্যতা পায় না। বিশেষ করে আন্তর্জাতিক জার্নালে প্রকাশের ক্ষেত্রে সম্পাদক ও রিভিউয়াররা প্রাথমিক পর্যায়ে বেশ কিছু মানদণ্ড দেখে গবেষণাপত্রের গ্রহণযোগ্যতা নির্ধারণ করেন।

“Tips and tricks for building a good paper: what editors want” শিরোনামের গবেষণাপত্রে চারজন অভিজ্ঞ ও বিশ্বখ্যাত জার্নাল সম্পাদক Jon Karlsson, Bruce Reider, Edward M. Wojtys এবং Stefano Zaffagnini তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে গবেষকদের জন্য মূল্যবান নির্দেশনা দিয়েছেন। তাঁরা বিভিন্ন গবেষণাপত্রের গুরুত্বপূর্ণ অংশগুলো কীভাবে সাজানো উচিত তা বিশদভাবে ব্যাখ্যা করেছেন।

যারা নতুন গবেষক বা যারা বারবার গবেষণাপত্রের প্রাথমিক পর্যায়ে রিজেকশনের সম্মুখীন হয়েছেন, তাদের জন্য এই গবেষণাপত্রটি বাস্তবসম্মত ও সময়োপযোগী নির্দেশনা। এখানে কেবল গবেষণার মান বৃদ্ধি নয়, বরং লেখার কৌশল, জার্নালের উদ্দেশ্য ও উপযোগিতা বুঝে সঠিক জার্নালে পাঠানো, এবং সম্পাদকের দৃষ্টিকোণ থেকে গবেষণাপত্র তৈরি করার গুরুত্বেও আলোকপাত করা হয়েছে। সুতরাং যারা আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণাপত্র প্রকাশ করতে আগ্রহী, তাঁদের জন্য এই গবেষণাপত্রটি মূল্যবান রোডম্যাপ হিসেবে কাজ করবে।

আর্টিকেল লিংক: https://doi.org/10.1186/s40634-020-00273-3


বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

নিয়মিত আপডেট পেতে আমাদের ইমেইল নিউজলেটার, টেলিগ্রাম, টুইটার X, WhatsApp এবং ফেসবুক -এ সাবস্ক্রাইব করে নিন।

Copyright 2024 biggani.org