biggani.org (বিজ্ঞানী অর্গ) একটি স্বেচ্ছাসেবকনির্ভর বিজ্ঞান ও প্রযুক্তি প্ল্যাটফর্ম। এই উদ্যোগের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে অসংখ্য তরুণ স্বেচ্ছাসেবকের নিরলস শ্রম, সময় ও আন্তরিক অবদান। ওয়েবসাইট পরিচালনা, বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ লেখা, গবেষণামূলক বিষয় সহজ ভাষায় উপস্থাপন, বিজ্ঞানীদের সাক্ষাৎকার গ্রহণ, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি – এই সমস্ত কার্যক্রমই সম্ভব হয়েছে আমাদের স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।
biggani.org-এর লক্ষ্য হলো বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে কৌতূহল, যুক্তিবোধ ও গবেষণার আগ্রহ তৈরি করা। এই লক্ষ্য বাস্তবায়নে স্বেচ্ছাসেবকেরা লেখক, উপস্থাপক, সমন্বয়কারী, গবেষণা সহকারী, ভিডিও এডিটর ও ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনেক ক্ষেত্রেই তারা পড়াশোনা বা ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি সময় বের করে এই উদ্যোগের সঙ্গে যুক্ত থেকেছেন—যা সত্যিই প্রশংসনীয়।
আমাদের প্রকাশিত প্রতিটি প্রবন্ধ, আয়োজিত প্রতিটি সাক্ষাৎকার ও ইভেন্ট, এবং নিয়মিতভাবে আপডেট হওয়া ওয়েবসাইট- সবকিছুর পেছনে রয়েছে এই স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও দায়বদ্ধতা। তাদের কাজ শুধু একটি প্ল্যাটফর্মকে এগিয়ে নেয়নি, বরং বাংলাদেশের বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান যোগাযোগকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়তা করেছে।
biggani.org পরিবার বিশ্বাস করে, এই স্বেচ্ছাসেবকেরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের চিন্তা, শ্রম ও সৃজনশীলতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না। আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে তাদের সকল অবদান স্বীকার করছি এবং ভবিষ্যতেও তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছি।
নিচে biggani.org-এর সঙ্গে যুক্ত সকল স্বেচ্ছাসেবকের নাম সম্মান ও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা হলো
বয়স: ২৫ বছর
পড়াশোনা: কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, গুজরাট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (ICCR স্কলার)
পদবি: হেড অব ডিজিটাল স্ট্র্যাটেজি, Biggani.org
সংক্ষিপ্ত পরিচিতি: জয়নাব একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার ও বিজ্ঞানভিত্তিক ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট। তিনি Biggani.org এ বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণাভিত্তিক কনটেন্টকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছেন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বিজ্ঞানচর্চাকে আরও বিস্তৃত করতে ভূমিকা রাখছেন।
প্যাশন ও আগ্রহ: হেলথ ইনফরমেটিক্স, পাবলিক হেলথ, ডেটাভিত্তিক সামাজিক উন্নয়ন এবং বিজ্ঞান শিক্ষার ডিজিটাল বিস্তার এই ক্ষেত্রগুলোতেই তার প্রধান আগ্রহ।
কেন বিজ্ঞানী হতে চান: জয়নাব বিশ্বাস করেন যে গবেষণা ও তথ্যভিত্তিক সিদ্ধান্তই বাংলাদেশের স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নের ভিত্তি হতে পারে। ভবিষ্যতে তিনি গবেষণা ও একাডেমিয়ায় কাজ করে প্রযুক্তি ও ডেটার মাধ্যমে জনস্বাস্থ্য ও নীতিনির্ধারণে অবদান রাখতে চান এবং তরুণদের বিজ্ঞানমুখী করতে অনুপ্রাণিত করতে চান।
ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।
ইমেইলে বিজ্ঞানী অর্গ এর সাপ্তাহিক আপডেট পেতে ফ্রি সাবস্ক্রাইব করে নিন।