📌 সংক্ষিপ্ত পরিচিতি
রাজশাহীর একটি মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে মঈদুল ইসলাম পলাশ আজ যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিক্যাল স্কুল, বোস্টন-এ গবেষক হিসেবে কাজ করছেন।
রাজশাহী ক্যাডেট কলেজ → ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ → আইসিডিডিআরবি → ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিওলজি গবেষণায় পিএইচডি সম্পন্ন করার পর তিনি এখন হৃদ্রোগ ও ক্যান্সার নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করছেন।
🎤 আপনার সম্বন্ধে কিছু বলুন
মঈদুল ইসলাম পলাশ: আমি একজন জীববিজ্ঞান গবেষক। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি কৌতূহল আমাকে গবেষণার পথে নিয়ে এসেছে। বিশেষ করে মানুষের রোগের কারণ বোঝা ও তার প্রতিকার খুঁজে বের করার প্রতি আমার আগ্রহ বেশি। বর্তমানে আমার গবেষণা মূলত হৃদ্রোগ (হার্ট ফেইলিউর) ও ক্যান্সার নিয়ে।
🔬 আপনার গবেষণার বিষয় কী?
আমাদের শরীরের প্রতিটি অর্গানে হাজারো প্রোটিন থাকে, যেগুলো সঠিকভাবে ফোল্ডিং হয়ে কাজ করে। কিন্তু যদি ফোল্ডিংএ সমস্যা হয়, তবে কোষের কার্যক্রম ব্যাহত হয় এবং রোগ দেখা দেয়।
আমি খুঁজছি—
- কিভাবে প্রোটিন ফোল্ডিং এর সমস্যা হৃদ্রোগকে গুরুতর করে তোলে
- ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ (কেমোথেরাপি/ইমিউনোথেরাপি) কীভাবে হৃদ্পিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে
- এবং সেই ক্ষতি প্রতিরোধের উপায় কী হতে পারে
🌍 আপনার গবেষণা আমাদের কীভাবে উপকৃত করবে?
- প্রতিবছর বিশ্বে প্রায় ২ কোটি মানুষ হৃদরোগে মারা যায়, যার মধ্যে প্রায় ১.৩ কোটি হার্ট ফেইলিউর রোগী। আমার কাজ মূলত তাদের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- ক্যান্সার থেকে নিরাময় পাওয়া রোগীদের অনেকেই পরবর্তীতে হৃদরোগে মারা যান—যার একটি কারণ ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ। আমার গবেষণার মাধ্যমে ভবিষ্যতে এমন নতুন চিকিৎসা পদ্ধতি তৈরি করা সম্ভব হবে যা ক্যান্সার সারাবে কিন্তু হৃদ্পিণ্ডকে ক্ষতি করবে না।
🧪 বিশেষ গবেষণা অভিজ্ঞতা
- হার্ট ফেইলিউর বোঝার জন্য আমি মাউস মডেল নিয়ে কাজ করেছি।
- অবাক হয়ে দেখেছি—একই মিউটেশন থাকা ইয়াং মাউস হঠাৎ করেই হার্ট ফেইলিউর হয়ে মারা যায়। আমাদের আশেপাশেও হঠাৎ মৃত্যুর অনেক উদাহরণ আছে, যা একই প্রক্রিয়ার সাথে সম্পর্কিত।
- এছাড়া এক্সারসাইজ ও ইন্টারমিটেন্ট ফাস্টিং করা মাউস অন্যদের তুলনায় দ্রুত হার্ট ফেইলিউর থেকে সেরে ওঠে।
➡️ এটি হাতে-কলমে শিখিয়েছে যে হার্ট সুস্থ রাখতে খাদ্যাভ্যাস, ব্যায়াম ও সচেতন জীবনযাত্রার বিকল্প নেই।
👨🔬 একজন বিজ্ঞানীর জন্য কী কী গুণ দরকার?
- কৌতূহল: সবসময় প্রশ্ন করা—”কেন হলো?”, “কিভাবে হলো?”
- ধৈর্য ও অধ্যবসায়: বারবার ব্যর্থতার মধ্য দিয়েও লেগে থাকার মানসিকতা
- মানুষের উপকারের মানসিকতা: গবেষণার মূল উদ্দেশ্য হওয়া উচিত মানবকল্যাণ
🌟 তরুণদের জন্য বার্তা
“বিজ্ঞান শুধু ল্যাবরেটরির কাজ নয়, বরং কৌতূহলকে অনুসন্ধান করা।
বড় স্বপ্ন দেখো, ধৈর্য ধরে পরিশ্রম করো।
ছোট ছোট চেষ্টা একদিন বড় আবিষ্কারে রূপ নেবে।
পড়াশোনা/গবেষণাকে কাজ হিসেবে নয়, আগ্রহ হিসেবে নিলে সফলতা আসবেই।”
📬 যোগাযোগ
- ✉️ ইমেইল: [email protected] / [email protected]
- 🔗 লিংকডইন: linkedin.com/in/moydul-islam
- 🌐 প্রোফাইল: Harvard Catalyst Profile
🧬 Dr. Md. Moydul Islam: A Young Biomedical Researcher at Harvard Medical School
📌 Brief Introduction
Born and raised in a middle-class family in Rajshahi, Bangladesh, Dr. Maidul Islam Palash has become a promising researcher at Harvard Medical School, Boston.
His academic journey: Rajshahi Cadet College → University of Dhaka (Genetic Engineering & Biotechnology) → Two years of research at icddr,b → Ph.D. in Cardiology Research from the University of Washington.
Currently, his research focuses on heart failure and cancer. His passion has always been to understand the root causes of diseases and find better treatments.
🎤 Tell us about yourself
Maidul Islam Palash: I am a biomedical researcher, passionate about exploring the causes of human diseases and finding their remedies. My current research mainly focuses on heart failure and cancer therapy-induced cardiac injury.
🔬 What is your research about?
Proteins in our organs (heart, liver, brain, etc.) need to fold into specific shapes to function properly. Misfolded proteins disrupt cell function and lead to disease.
My work focuses on the following topics:
- How misfolded proteins make heart failure worse
- Why cancer treatments (chemotherapy, immunotherapy) often damage the heart
- Finding ways to prevent cardiac injury in cancer patients
🌍 How does your research benefit humanity?
- According to WHO, cardiovascular diseases are the leading cause of death worldwide (~20 million annually). About two-thirds of these deaths (13 million) are from heart failure. My research addresses this urgent global health issue.
- Cancer therapies save lives, but many survivors later suffer from heart diseases caused by the treatment itself. My work aims to develop safer cancer drugs—that fight cancer without harming the heart—ensuring long-term survival with a healthier life.
🧪 A Special Research Experience
- In cardiovascular labs, we often use mouse models because their heart architecture closely resembles humans.
- I worked on both surgically-induced and genetically-induced heart failure in mice.
- Fascinatingly, I observed young mice with genetic mutations appearing healthy one day and suddenly dying from heart failure the next—similar to unexpected deaths we see in people.
- I also found that mice on exercise routines and intermittent fasting recovered from heart failure much faster than others.
➡️ Lesson: Healthy lifestyle, proper diet, and regular exercise are indispensable for heart health—especially with a family history of heart disease.
👨🔬 What qualities should a scientist have?
- Curiosity: Always ask why and how.
- Patience & Perseverance: Research often involves failures before success.
- Compassion: The ultimate goal of science should be human welfare.
🌟 Your message to young learners in Bangladesh
“Science is not just about lab work—it is about nurturing curiosity.
Dream big, work with patience, and turn challenges into opportunities.
Take science as a passion, not merely as a profession, and success will follow.”
📬 Contact Information
- ✉️ Email: [email protected] / [email protected]
- 🔗 LinkedIn: linkedin.com/in/moydul-islam
- 🌐 Profile: Harvard Catalyst Profile
Leave a comment