সাক্ষাৎকার

#০৪৯ উন্নয়ন অর্থনীতি ও প্রভাবশীল গবেষণার যাত্রা: ড. মুহম্মদ আব্দুল মালেক

Share
Share

ড. মুহম্মদ আব্দুল মালেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে গ্রাজুয়েশন সম্পন্ন করার পর পল্লী ও উন্নয়ন অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষা ও গবেষণার কাজ শুরু করেন। তিনি প্রায় দুই দশক ধরে বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে গ্রামীণ উন্নয়ন ও অর্থনৈতিক নীতি সংক্রান্ত গবেষণা কার্যক্রমে যুক্ত রয়েছেন। বাংলাদেশের সরকারি সংস্থা বার্ড (Bangladesh Academy for Rural Development) ও কুমিল্লা অঞ্চলে কাজের পাশাপাশি, বিশ্বের শীর্ষস্থানীয় এনজিও ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগেও তিনি অবদান রেখেছেন।

ড. মালেকের গবেষণা প্রকল্পগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত দাতাসংস্থা যেমন 3ie, Bill & Melinda Gates Foundation (BMGF), Australian DFAT, International Growth Center (IGC) এবং Japan Society for the Promotion of Science (JSPS) দ্বারা অর্থায়ন পেয়েছে। বর্তমানে তিনি জাপানের শুকুবা বিশ্ববিদ্যালয়ে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের “উন্নয়ন অর্থনীতি ও সাউথ-ইষ্ট স্টাডিজ” বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তার প্রধান গবেষণার ক্ষেত্র হলো গ্রামীণ উন্নয়ন, নীতি প্রণয়ন এবং বাস্তব অর্থনৈতিক মডেল উদ্ভাবন।

💬 প্রশ্নোত্তর পর্ব:

প্রশ্ন: আপনি কীভাবে এই গবেষণার সঙ্গে যুক্ত হলেন?
উত্তর: আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে গ্রাজুয়েশন শেষ করার পর পল্লী ও উন্নয়ন অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষা শুরু করি। এরপর বাংলাদেশের বার্ড এবং কুমিল্লা অঞ্চলে বাস্তব গবেষণার সঙ্গে যুক্ত হই।

প্রশ্ন: আপনার গবেষণার মূল লক্ষ্য কী?
উত্তর: গ্রামীণ উন্নয়ন কার্যক্রমে কার্যকর অর্থনৈতিক মডেল উদ্ভাবন করা এবং নীতি প্রণয়নে গবেষণার ফলাফল ব্যবহার করা। আমি চাই যাতে গবেষণার ফলাফল সরাসরি গ্রামীণ জনগোষ্ঠীর উপকারে আসে।

প্রশ্ন: আন্তর্জাতিক প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল?
উত্তর: আমি 3ie, BMGF, Australian DFAT, IGC এবং JSPS-এর সমর্থনে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করেছি। এই অভিজ্ঞতা আমাকে বৈশ্বিক মানদণ্ডে গবেষণা করার সুযোগ দিয়েছে।

প্রশ্ন: জাপানে কাজ করার সময় আপনার মূল ফোকাস কী?
উত্তর: শুকুবা বিশ্ববিদ্যালয়ে আমি উন্নয়ন অর্থনীতি এবং সাউথ-ইষ্ট এশিয়ার স্টাডিজে গবেষণা ও শিক্ষাদানে যুক্ত আছি। আমার ফোকাস মূলত কার্যকর নীতি প্রণয়ন এবং অর্থনৈতিক মডেল উদ্ভাবন।

প্রশ্ন: ২০১৮ সালের সাক্ষাৎকারে আপনি উল্লেখ করেছিলেন ৫ বিলিয়ন টাকার প্রকল্পের কথা। এটি কীভাবে বাস্তবায়িত হয়েছে?
উত্তর: হ্যাঁ, প্রকল্পের বাজেট ছিল ৫ বিলিয়ন টাকা, যা বিভিন্ন গবেষণা কার্যক্রম ও বাস্তব প্রয়োগে ব্যবহৃত হয়েছে।

🔗 প্রোফাইল লিংক:
ResearchGate প্রোফাইল

ড. মুহম্মদ আব্দুল মালেকের গবেষণা বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও নীতি প্রণয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাঁর গবেষণার ফলাফল সরাসরি জনগণের জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়ক। বিজ্ঞানী অর্গ টিম ড. মুহম্মদ আব্দুল মালেকের এই গবেষণার সাফল্যের জন্য শুভকামনা জানাচ্ছে। তাঁর কাজ বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের জন্য অনুপ্রেরণার উৎস হোক—এই কামনা।

Journey in Development Economics and Impactful Research: Dr. Muhammad Abdul Malek

Dr. Muhammad Abdul Malek completed his undergraduate degree in Economics at the University of Dhaka and later pursued higher studies and research in Rural and Development Economics. For nearly two decades, he has been actively involved in research on rural development and economic policy, both in Bangladesh and internationally. He has worked with Bangladesh’s government institutions such as BARD (Bangladesh Academy for Rural Development) and in the Comilla region, as well as with the research and evaluation department of the leading NGO BRAC.

Dr. Malek’s research projects have been funded by internationally recognized organizations such as the International Initiative for Impact Evaluation (3ie), Bill & Melinda Gates Foundation (BMGF), Australian DFAT, International Growth Center (IGC), and Japan Society for the Promotion of Science (JSPS). Currently, he is serving as an Associate Professor in the Faculty of Humanities and Social Sciences at Shukuba University, Japan, specializing in Development Economics and Southeast Asian Studies. His primary research focuses on rural development, policy design, and practical economic model innovation.

💬 Interview Section:

Question: How did you become involved in this research?
Answer: After graduating in Economics from the University of Dhaka, I pursued higher studies in Rural and Development Economics. I later became involved in field research in Bangladesh through BARD and in the Comilla region.

Question: What is the main objective of your research?
Answer: The main goal is to develop effective economic models for rural development and to use research outcomes to inform policy-making. I aim to ensure that research directly benefits rural communities.

Question: How was your experience working on international projects?
Answer: I have implemented several important projects funded by 3ie, BMGF, Australian DFAT, IGC, and JSPS. These experiences gave me the opportunity to conduct research at global standards.

Question: What is your main focus while working in Japan?
Answer: At Shukuba University, I am engaged in research and teaching in Development Economics and Southeast Asian Studies. My focus is primarily on effective policy design and innovative economic models.

Question: In a 2018 interview, you mentioned a 5 billion project. How was it implemented?
Answer: Yes, the project budget was 5 billion Taka, which was used for various research activities and practical applications.

🔗 Profile Link:
ResearchGate Profile

Dr. Muhammad Abdul Malek’s research has made a significant contribution to rural development and policy-making in Bangladesh. His findings directly help improve the livelihoods of communities. The Biggani.org team wishes Dr. Muhammad Abdul Malek continued success in his research. May his work inspire young Bangladeshi scientists to pursue research in development economics.

Share
Written by
নিউজডেস্ক

আমরা বিজ্ঞানের বিভিন্ন খবরাখবর ও বিজ্ঞানীদের সাক্ষাতকার প্রকাশ করি। আপনারা কোন লেখা প্রকাশিত করতে চাইলে যোগাযোগ করুন: [email protected], [email protected]

1 Comment

  • গবেষক আব্দুল মালেক স্যার একজন বাংলাদেশী হিসেবে বিশ্বে আমাদের দেশকে তুলে ধরছেন। প্রতিনিয়ত দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কঠোর পরিশ্রমী ও মেধাবী গবেষকের পাশাপাশি তিনি একজন ভালো মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

নিয়মিত আপডেট পেতে আমাদের ইমেইল নিউজলেটার, টেলিগ্রাম, টুইটার X, WhatsApp এবং ফেসবুক -এ সাবস্ক্রাইব করে নিন।

Copyright 2024 biggani.org