সাক্ষাৎকার

বিজ্ঞানীদের সাক্ষাৎকার #৭২: ড. নিসা খান

Share
ড. এম. নিসা খান
ড. এম. নিসা খান :: Dr M. Nisa Khan
Share

বিজ্ঞানী ডট অর্গ এর সাক্ষাৎকার সিরিজের #৭২ তম পর্বে এবার আমাদের মুখোমুখি হয়েছিলেন ড. নিসা খান। ড. নিসা বাংলাদেশের ভিকারুন্নেসা স্কুলে পড়াশুনা করেই আমেরিকায় পাড়ি দেন। সেখানেই হাই-স্কুল পড়াশুনা করে Macalester College এ অনার্স করেন এবং এর পরে University of Minnesota তে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। কর্মজীবনে কাজ করেছেন American Express, JDS Uniphase, AT&T and Lucent Bell Laboratories, এবং Honeywell প্রতিষ্ঠানে।

 

বিজ্ঞানী ডট অর্গ এর সাথে সাক্ষাৎকারে তিনি জানান যে, ছোটোবেলা থেকেই গণিত এবং পদার্থবিদ্যায় আগ্রহী ছিলেন এবং সেটাই তাকে পরবর্তিতে বিজ্ঞানী হতে উদ্বুদ্ধ করে। তিনি কিশোরবেলার বাংলাদেশের শিক্ষক শিক্ষিকাদের  প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে ঢাকা কলেজের ইউনুস আলি এবং ভিকারুন্নেসা স্কুলের লক্ষী আপার কথা স্মরণ করেন। তাদের উৎসাহের কারণেই গণিত এবং পদার্থবিদ্যায় তার জ্ঞানের ভিত্তিটি খুব মজবুত হয়েছিল। 

 

বিজ্ঞানী হিসাবে জগতবিখ্যাত ‘বেল ল্যাব’-এ কাজের অভিজ্ঞতা তিনি শেয়ার করেন। সেটা তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল। সেখানে তিনি অপটিক্যাল ফাইবার নিয়ে কাজ করেন। 

 

তিনি নারীদেরকেও বিজ্ঞান নিয়ে কাজ করতে ভীষণ উৎসাহ দেন। তাদের জন্য তিনি পরামর্শ দেন যে নিজের প্রতিভা কোথায় আছে সেটি নিজেকেই খুঁজে বের করতে হবে, নিজের একটি কঠোর সংকল্প থাকতে হবে, এবং আত্মবিশ্বাস সহকারে এগিয়ে যেতে হবে। পরিশেষে এটি অনেক দীর্ঘ সময়ের ব্যাপার তাই ধৈর্য ধরতে হবে। 

 

পরবর্তিতে তিনি বিজ্ঞানের জগৎ থেকে বেরিয়ে অর্থনীতি বোঝার ইচ্ছে জাগে এবং এই ক্ষেত্রে তার গণিতের ভিত্তি তাকে বেশ সাহায্য করে। পরবর্তিতে তিনি ফাইন্যান্স জগতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সার্টিফিকেট এবং লাইসেন্সগুলি তোলেন। নতুন কিছু নিয়ে তার লেগে থাকার প্রবণতা তাকে এই ক্ষেত্রে অনেক সাহায্য করেছিল। 

 

একই সাথে ‘বিজ্ঞান’ ও ‘ফাইন্যান্স’ এ’দুটি ক্ষেত্রেই সমান দক্ষতার সাথে কাজ করছেন। নিজে প্রতিষ্ঠা করেছেন IEM ASSET এবং IEM LED । CRC প্রেস থেকে তার প্রকাশিত ‘Understanding LED Illumination’ বইটি বেশ আলোড়িত করেছে যেখানে তিনি আলোর প্রযুক্তি সমন্ধে বিস্তারিত আলোচনা করেছেন। 

 

সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন ড. মশিউর রহমান। বিজ্ঞানী ডট অর্গ এর পক্ষ থেকে তিনি ড. নিসা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

 

ইউটিউবে পুরো সাক্ষাৎকারের লিংক: https://youtu.be/vEnYttc75gY

সাক্ষাৎকার গ্রহণের তারিখ: ২০২৩ জানুয়ারি ১৭

সম্পাদনা ও প্রুফরিড: Editor, biggani.org & Vision Creates Value, 20230127

যোগােযোগ:

তার প্রতিষ্ঠানের ওয়েবসাইট: https://iem-led.com/ 

ইমেইল: [email protected] 

লিংকডইন: https://www.linkedin.com/in/m-nisa-khan-4bb4453/

Share
Written by
ড. মশিউর রহমান -

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
সাক্ষাৎকার

শাকিরুল ইসলাম লিয়ন: এক কৌতূহলী গবেষকের যাত্রা!

নর্থ সাউথ ইউনিভার্সিটির চূড়ান্ত বর্ষের ছাত্র শাকিরুল ইসলাম লিয়ন কেবল একজন শিক্ষার্থী...

সাক্ষাৎকার

 শিক্ষা, গবেষণা ও মানবাধিকার: ড. আহমেদ আবিদের গল্প!

ড. আহমেদ আবিদুর রাজ্জাক খান (আহমেদ আবিদ)সহকারী অধ্যাপক, জেনারেল এডুকেশন, ইউনিভার্সিটি অফ...

অন্যান্যসাক্ষাৎকার

ড. আবুল কালাম আজাদ: ক্যান্সার গবেষণায় এক অগ্রণী পথিকৃৎ!

ড. আবুল কালাম আজাদ বর্তমান পদবী: রিসার্চ অ্যাসোসিয়েট, মেডিক্যাল মাইক্রোবায়োলজি এবং ইমিউনোলজি...

সাক্ষাৎকার

কাজী শফায়েতুল ইসলাম: গবেষণা ও সহমর্মিতার মাধ্যমে সম্প্রদায়ের সেতুবন্ধন!

জনস্বাস্থ্যের জন্য নিরলসভাবে কাজ করে চলা কাজী শফায়েতুল ইসলামের জীবনগল্প অধ্যবসায়, জ্ঞানার্জন...

সাক্ষাৎকার

কোডের পেছনে কৌতূহলের গল্প: মিনহাজ ফাহিম জীবরানের সাফল্যের পথচলা!

মিনহাজ ফাহিম জীবরান, আইডাহো স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের একজন সহযোগী অধ্যাপক।...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.