ড. তারান্নুম আফরীন বর্তমানে অস্ট্রেলিয়ার Deakin University-এর ওয়ারুন পন্ডস ক্যাম্পাসে পিএইচডি গবেষণা সম্পন্ন করেছেন Australian Postgraduate Award (APA) বৃত্তির আওতায়। তাঁর গবেষণার মূল বিষয় ছিল পরিবেশবান্ধব পদ্ধতিতে বাঁশের আঁশ প্রস্তুত ও এর বস্ত্র শিল্পে বহুমুখী ব্যবহার।
তিনি এর আগে যুক্তরাজ্যের Manchester Metropolitan University থেকে কমনওয়েলথ বৃত্তি নিয়ে এম.এসসি. সম্পন্ন করেন (২০০৫–২০০৬) এবং বাংলাদেশের কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি থেকে বি.এসসি. ডিগ্রিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন (১৯৯৯–২০০৩)।
ড. আফরীন টেক্সটাইল প্রকৌশল, প্রাকৃতিক ফাইবার প্রযুক্তি, ও টেকসই উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে গবেষণা করে চলেছেন। তাঁর গবেষণা ইতিমধ্যেই আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছে এবং প্রকাশিত হয়েছে একাধিক অস্ট্রেলীয় বিজ্ঞান সাময়িকী, টেলিভিশন ও বেতার সাক্ষাৎকারে। বাংলাদেশের টেক্সটাইল খাতের ভবিষ্যৎ উন্নয়নে তাঁর গবেষণা একটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
💬 প্রশ্নোত্তর পর্ব:
প্রশ্ন: অস্ট্রেলিয়ায় আপনার গবেষণা জীবন কেমন কাটছে?
উত্তর: অস্ট্রেলিয়ায় আমার সময়টা ভীষণ ব্যস্ত গবেষণার কাজ নিয়ে। আমি বর্তমানে ডিকিন বিশ্ববিদ্যালয়ের ওয়ারুন পন্ডস ক্যাম্পাসে পিএইচডি করছি। আমার গবেষণার বিষয় বাঁশের আঁশ থেকে পরিবেশবান্ধব ফাইবার তৈরির পদ্ধতি উদ্ভাবন এবং তার বস্ত্র শিল্পে প্রয়োগ।
প্রশ্ন: শৈশবের স্মৃতিগুলো সম্পর্কে কিছু বলবেন?
উত্তর: আমার জন্ম বাংলাদেশে, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশে। আমি বাবা-মায়ের প্রথম সন্তান। শৈশবের বেশিরভাগ সময় কেটেছে নানাবাড়িতে—বরিশালে। নানা ও নানির স্নেহ-ভালোবাসায় আমি বড় হয়েছি। নানা ছিলেন নৌবাহিনীর কর্মকর্তা; তাঁর কাছেই পদার্থবিদ্যা ও গণিতের প্রথম পাঠ।
প্রশ্ন: টেক্সটাইল প্রকৌশলকে পেশা হিসেবে বেছে নেয়ার প্রেরণা কী ছিল?
উত্তর: ছোটবেলা থেকেই ডিজাইনের প্রতি আগ্রহ ছিল। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় একদিন ‘প্রথম আলো’-তে টেক্সটাইল নিয়ে একটি প্রতিবেদন পড়ে অনুপ্রাণিত হই। বাবা বলেছিলেন, “তুমি একদিন নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবে—‘TA’।” সেই কথাটিই আমার জীবনের দিকনির্দেশ হয়ে যায়।
প্রশ্ন: বাংলাদেশের টেক্সটাইল শিল্পে প্রধান চ্যালেঞ্জগুলো কী?
উত্তর: আমাদের বড় চ্যালেঞ্জ হলো ডিজাইন। আমরা প্রায়ই ক্রেতার নির্দেশনা অনুযায়ী কাজ করি, নিজেদের সৃজনশীলতা দেখাই না। ইউরোপ ও অস্ট্রেলিয়ার বাজারে আমাদের পণ্যগুলো সাধারণ ধরনের; অথচ ফ্যাশনেবল পণ্যের মাধ্যমে আমরা নিজেদের মেধা তুলে ধরতে পারি। এছাড়া গবেষণা ও উন্নয়নের (R&D) ক্ষেত্রেও আমাদের ঘাটতি আছে।
প্রশ্ন: এসব চ্যালেঞ্জ মোকাবিলার উপায় কী?
উত্তর: আমাদের পশ্চাদমুখী মানসিকতা বদলাতে হবে। নতুন চ্যালেঞ্জ নিতে হবে। মনে রাখতে হবে—কঠোর পরিশ্রমের বিকল্প নেই।
প্রশ্ন: আপনার প্রিয় পেশাগত ক্ষেত্র কোনটি?
উত্তর: গবেষণা। কারণ এখানে নতুন কিছু আবিষ্কারের আনন্দ আছে। বিতর্কও আমার প্রিয়—এটি আমাকে যুক্তি ও বিশ্লেষণের জগতে শক্ত করেছে।
প্রশ্ন: আপনার গবেষণার মূল লক্ষ্য কী?
উত্তর: আমার গবেষণার লক্ষ্য পরিবেশবান্ধব উপায়ে বাঁশের আঁশ প্রস্তুত করা। বর্তমানে বাঁশের ফাইবার তৈরিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহৃত হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং বাঁশের প্রাকৃতিক গুণাগুণ নষ্ট করে। আমার উদ্ভাবিত পদ্ধতি পরিবেশবান্ধব ও সাশ্রয়ী। এভাবে তৈরি ফাইবারে UV প্রতিরোধ, অ্যান্টিব্যাকটেরিয়াল ও দ্রুত আদ্রতা শোষণের বৈশিষ্ট্য বজায় থাকে।
প্রশ্ন: ভবিষ্যৎ পরিকল্পনা কী?
উত্তর: আমি সবুজ ও টেকসই পৃথিবী দেখতে চাই। আমার কাজের প্রতিটি ধাপেই সেই লক্ষ্যকে সামনে রাখি। পরিবেশ সচেতনতা ও গবেষণার চর্চাই ভবিষ্যৎ প্রজন্মের প্রধান সম্পদ হতে পারে।
🔗 প্রোফাইল লিংক:
Tarannum Afrin – LinkedIn
ড. তারান্নুম আফরীনের গবেষণা টেকসই টেক্সটাইল শিল্পের জন্য এক আশাব্যঞ্জক দিগন্ত খুলে দিয়েছে। বাঁশের আঁশ থেকে প্রাকৃতিক ও পরিবেশবান্ধব ফাইবার উদ্ভাবনের মাধ্যমে তিনি দেখিয়েছেন কীভাবে বিজ্ঞান মানুষের জীবন ও প্রকৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে পারে।
বিজ্ঞানী.অর্গ টিম ড. তারান্নুম আফরীনের অগ্রযাত্রার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং তাঁর গবেষণা তরুণ বিজ্ঞানীদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠুক—এই শুভকামনা জানাচ্ছে।
Turning Bamboo into Fabric: The Eco-Friendly Vision of Dr. Tarannum Afrin
Dr. Tarannum Afrin is a Bangladeshi textile researcher currently based at Deakin University, Australia, where she completed her Ph.D. under the prestigious Australian Postgraduate Award (APA) scholarship. Her research focuses on developing environmentally friendly processes for producing bamboo fiber and exploring its diverse applications in the textile industry.
Before her Ph.D., Dr. Afrin earned an M.Sc. from Manchester Metropolitan University, UK, as a Commonwealth Scholar (2005–2006), and a B.Sc. in Textile Technology from the College of Textile Technology, Bangladesh, where she graduated first in her class (1999–2003).
Her pioneering work on bamboo fibers has gained international attention, featuring in major Australian media, academic journals, and interviews. Through her dedication to sustainable materials, she continues to contribute significantly to the global movement for eco-friendly textile innovation.
💬 Interview Section
Q: How is life in Australia as a researcher?
A: Life here is very busy with research work. I’m pursuing my Ph.D. at Deakin University’s Waurn Ponds campus. My research focuses on developing an eco-friendly process for producing bamboo fiber and exploring its applications in the textile industry.
Q: Tell us a bit about your childhood.
A: I was born in Bangladesh, one of the most beautiful countries on earth. I’m the eldest child of my parents. I spent much of my early life at my maternal grandparents’ home in Barishal. My grandfather, a naval officer, introduced me to the wonders of physics and mathematics, and my grandmother surrounded me with love and care.
Q: What inspired you to choose textile engineering as a career?
A: I’ve always been passionate about design. During university admission time, I read a newspaper article about textile engineering in Prothom Alo. My father encouraged me, saying, “One day you’ll have your own brand—like CK, but TA.” That idea stayed with me and shaped my career path.
Q: What are the major challenges facing Bangladesh’s textile industry today?
A: One of the biggest challenges is design. We often only produce what buyers order instead of showcasing our creativity. In European and Australian markets, our products are mostly basic. I believe we have the potential to create fashionable, high-value products. Also, our R&D (research and development) infrastructure is still underdeveloped, and we often rely too much on buying houses instead of direct communication with fashion retailers.
Q: How can these challenges be turned into opportunities?
A: We must move away from a backward-looking mindset and be willing to take on new challenges. Hard work is the only alternative to success—there are no shortcuts.
Q: Among your many talents—teaching, music, debate, and research—what do you love the most?
A: Research is my favorite. It’s where I find the joy of discovery. Debate also shaped me deeply—it helped me develop logical and analytical thinking, which proved useful in communicating my research to the media.
Q: Could you share more details about your bamboo research?
A: I’ve developed an eco-friendly process to extract fiber from bamboo. Current commercial bamboo fiber production uses harmful chemicals, destroying bamboo’s natural properties. My method is sustainable, inexpensive, and retains bamboo’s natural features such as UV protection, antibacterial and moisture-wicking properties. Bamboo grows rapidly without pesticides or irrigation—making it a perfect green alternative to cotton.
Q: What are your future goals?
A: I dream of a green and sustainable planet. Every step of my work is guided by that vision. My message to everyone is simple—let’s be environmentally conscious and nurture the light within us through continuous learning and awareness.
🔗 Profile Link
Dr. Tarannum Afrin’s pioneering work on sustainable bamboo fiber technology represents a vital contribution to the future of eco-friendly textiles. Her dedication to merging science with sustainability offers inspiration not only to researchers but also to young students in Bangladesh and beyond.
The biggani.org team extends heartfelt appreciation to Dr. Tarannum Afrin for sharing her insights and wishes her continued success in her journey toward a greener and more sustainable world.
তারান্নুম আফরীনের গবেষণা ও গানের জগতের কয়েকটা লিঙ্ক:
- Deakin Research – Bamboo research a catalyst for change!
 - Catalyst – 23/06/2011: Bamboo Clothing
 - Tarannum Afrin on ABC TV’s prime time science show Catalyst.wmv
 - Deakin University
 - Deakin Research – Grab the remote now!
 - bamboo.flv
 - Slip, slap, slop on a product made of bamboo? Deakin research
 - Hi Tec Case Study Tarannum
 - Bangladeshi Tarannum’s invention on bamboo fibre spreads hope for
 - Tarannum Afrin – Australia | LinkedIn
 - Tarannum Afrin – ARNAM | ARC Australian Research for Advanced
 - Three Minute Thesis (3MT): Tarannum Afrin (Commended by the judges)
 - Baka chokhey bolona (full song): Tarannum Afrin 
 - Geelong Chorale
 - Jafrani rong akashey: Tarannum featuring Tanzina
 - Dr Tarannum Afrin‘s Insight Interview 20170915 … http://www.3zzz.com.au/audiofiles/3ZZZ_2017-09-15_23-00-00.mp3
 
                                                                                                                                                
                                                                                                    
                                    

                            
                                
 
			        
 
			        
 
			        
 
			        
 
			        
I cannot hold my tears of joy at your achievement my dear sister…….may ALLAH give u all the strength 2 reach the summit of success……..
Dr. Tanzina Afreen,
Greetings. Many thanks for your beautiful comment and insightful thought.
Shuvarthee,
Shafiul
আপনার নেয়া তারান্নুম আফরীনের সাক্ষাৎকারটি পড়লাম। অসম্ভব ছুঁয়ে গেল মন। আমি আপনার এবং তারান্নুম আফরীন এর সাক্ষাতৎকারটি আমার ফেসবুক নোটস এ দিতে পারি কি? কেন যেন মনে হয় এধরণের সাক্ষাৎকার আরো অনেককেই উজ্জিবীত করবে। আপুনারা দুজন আমাদের দেশের গর্ব। সামনের দিনগুলোতে আপনাদের গবেষণা শুধু আমাদের দেশ নয় গোটা বিশ্বে মানুষের জীবন যাপন কে সহজ করবে, সমৃদ্ধ করবে। দুজনকেই অশেষ ধন্যবাদ। তারান্নুমের জীবনের সফলতা কামনা করছি।
শুভেচ্ছা মূনীব রেজওয়ান!
আমাদের বিপুল জনশক্তি। আমরা কর্মমুখী ও সৃজনশীল হলে আমরাই অনেক এগিয়ে যাব। আমদের দেশ অনেক এগিয়ে যাবে।
একদম সঠিক বলেছেন। আমরা যদি আমাদের মেধা এবং সম্পদের সঠিক ব্যাবহারটা করতে পারি–জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে খুব বেশি সময় লাগার কথা নয়। ও হ্যাঁ–আমি এই লিঙ্কটি আমার ফেসবুক নোটস এ শেয়ার করেছি। উদ্দেশ্য –এই সফলতার আনন্দ সবার মাঝে ছড়িয়ে পরুক পাশাপাশি আরও অনেকেই অনুপ্রাণিত হোক! লিঙ্কটা এখানে দিলাম
http://www.facebook.com/note.php?note_id=189745684412303 ধন্যবাদ আপনাকে এতো ব্যাস্ততার মাঝেও এতো সব কিছু নিরলস ভাবে করে যাচ্ছেন আপনি।
একদম সঠিক। অনেক ধন্যবাদ আপনাকে – মূনীব! আমরা কৃতজ্ঞ।
অভিনন্দন। বিষয়টি আদতেই প্রাণিত হওয়ার .. আমি বিষম প্রাণিত হয়েছি। ধন্যবাদ @Shafiul islam.
সপ্রীতিঃ নুরুন্নাহারশিরীন
অনুপম শুভেচ্ছা নুরুন্নাহারশিরীন!
অনেক ধন্যবাদ আপনাকে। তারান্নুমের সাফল্য প্রেরণার ঢেউ তুলছে দেখে ভালো লাগছে। ‘আমি কেবলি স্বপনো করেছি বপনো….’
প্রেরণা পেলাম। শব্দের শব্দ শুনি। স্বপ্ন দেখি ….।
Thanks so much… Mr. Shafiul Islam… for your report and the interview. Bangladesh need to know the research outcome of the Bangladeshis abroad. We do appreciate it so much! I do like your comment on “shesh kotha”… Very impressive.
Congratulations Tarannum… We all are so proud of you and your work… Your sincerety and commitment will show the ultimate success to you, Bangladesh and the world! Well Done!!!
Thanks so much… Mr. Shafiul Islam… for your report and the interview. Bangladesh need to know the research outcome of the Bangladeshis abroad. We do appreciate it so much! I do like your comment on “shesh kotha”… Very impressive.
Congratulations Tarannum… We all are so proud of you and your work… Your sincerety and commitment will show the ultimate success to you, Bangladesh and the world! Well Done!!!
Salma Yasmin,
We appreciate your insightful and inspirational thoughts. We all can make a difference to build a better tomorrow as we weave our future together!
তারান্নুম আফরীনের প্রতি আকুলতা,,,
তার আবিষ্কারের অন্যতম সূফলভোগি যেন হয় তার প্রিয়তম স্বদেশ…
Greetings Tomal,
Thanks for thoughts. Bangladesh has profound heritage of quality natural fibers like jute, cotton, bamboo, banana, pineapple, coconut, …. I believe Tarannum’s passion for innovation can create a competitive edge!
আপুর নাম আমি অনেক আগেই শুনেছি কিন্তু দেখিনি। এখন দেখলাম খুব ভাল লেগেছে।
Feeling proud that I am direct student of TA mam
শুভেচ্ছা মূনীব রেজওয়ান! emon notun notun shafollo chai… @ http://pcjobs24.com/