সাক্ষাৎকার

আন্তর্জাতিক পুষ্টি গবেষণার জগতে ড. খালেদের অবদান

Share
Share

ড. মোহাম্মদ আবু খালেদ পুষ্টি বিজ্ঞানী হিসেবে আমেরিকায় কর্মরত। তিনি তার কর্মজীবন শুরু করেন রাজশাহী ক্যাডেট কলেজে রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে, যেখানে তিনি প্রথম রসায়ন ল্যাব স্থাপন করেন। পরবর্তীতে তিনি ইংল্যান্ডের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। বর্তমানে তিনি আমেরিকার আলাবামা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর পদে কর্মরত এবং পুষ্টি বিজ্ঞান ও চিকিৎসা উদ্ভাবন নিয়ে গবেষণা করছেন।

ড. খালেদের গবেষণার প্রধান ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে ডায়রিয়া, ডায়াবেটিস, ক্যান্সার, বাত রোগ ও মাইগ্রেনের চিকিৎসার জন্য বিভিন্ন যন্ত্র ও ঔষধের উদ্ভাবন। তার উদ্ভাবিত DFBIA যন্ত্র ডায়রিয়া রোগের মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হচ্ছে। এছাড়া তিনি Diabrex, Extend, Rheumadol, Cephpax সহ অন্যান্য ওষুধ উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বাংলাদেশের পাশাপাশি ভারত ও অন্যান্য দেশে গবেষণামূলক কাজ চালাচ্ছেন।

💬 প্রশ্নোত্তর পর্ব:

প্রশ্ন: আপনি কীভাবে বিজ্ঞান ক্ষেত্রে আপনার কর্মজীবন শুরু করেছিলেন?
উত্তর: আমি রাজশাহী ক্যাডেট কলেজে রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করি। সেখানে প্রথমবারের মতো রসায়ন ল্যাব স্থাপন করি। এটি আমার গবেষণা ও শিক্ষা উভয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

প্রশ্ন: পুষ্টি বিজ্ঞান সম্পর্কে আপনার আগ্রহ কিভাবে শুরু হলো?
উত্তর: আমার আগ্রহ মূলত মানুষের স্বাস্থ্যের উপর খাদ্য ও পুষ্টির প্রভাব নিয়ে কাজ করার মধ্য দিয়ে জন্ম নেয়। আমি দেখতে চেয়েছিলাম কিভাবে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবনমান উন্নত করা যায়।

প্রশ্ন: আপনার উদ্ভাবিত DFBIA যন্ত্রের কার্যক্রম ও ব্যবহার সম্পর্কে কিছু বলুন।
উত্তর: DFBIA যন্ত্র ডায়রিয়া রোগীর হাইড্রেশন মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত হচ্ছে। এটি রোগীর দুই হাত ও দুই পায়ে সংলগ্ন জেল ইলেকট্রোড ব্যবহার করে কাজ করে। যন্ত্রটি ৮টি ব্যাটারি দিয়ে চালিত হয়, যা বর্তমানে কিছুটা বড়। ভবিষ্যতে এর আকার ছোট করে আরও বহনযোগ্য করা হবে।

প্রশ্ন: অন্যান্য গবেষণা ও উদ্ভাবন সম্পর্কে আমাদের জানান।
উত্তর: আমি Diabrex ডায়াবেটিস, Extend ক্যান্সার, Rheumadol বাত রোগ, Cephpax মাইগ্রেন এবং ব্যথা নিরাময়ের জন্য বিভিন্ন ঔষধ উদ্ভাবনের উপর কাজ করেছি। এছাড়া আমার রয়েছে বেশ কিছু পেটেন্ট ও গবেষণা প্রবন্ধ।

প্রশ্ন: বাংলাদেশে পুষ্টি সচেতনতা বৃদ্ধির জন্য আপনার পরিকল্পনা কী?
উত্তর: আমি চাই বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিজ্ঞানীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি করতে। দেশীয় গবেষণার সাথে আন্তর্জাতিক জ্ঞান ও প্রযুক্তি সংযুক্ত করে আমরা আরও কার্যকর ফলাফল অর্জন করতে পারি।

ড. খালেদের আন্তর্জাতিক গবেষণা ও উদ্ভাবনের কাজ দেশের পুষ্টি বিজ্ঞান ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করছে। তার লক্ষ্য শুধু নতুন প্রযুক্তি উদ্ভাবন নয়, বাংলাদেশ ও অন্যান্য দেশে মানুষের স্বাস্থ্য উন্নয়নের ক্ষেত্রে কার্যকর অবদান রাখা। “বিজ্ঞানী অর্গ” টিম ড. খালেদের এই অগ্রগতির জন্য শুভকামনা জানাচ্ছে। তার গবেষণা বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের অনুপ্রেরণার উৎস হোক।

From Diarrhea to Cancer: Dr. Khaled’s Research Journey in Nutrition Science

Dr. Mohammad Abu Khaled is a nutrition scientist currently based in the United States, working as a professor at the University of Alabama. He began his career as a chemistry teacher at Rajshahi Cadet College, where he established the first chemistry laboratory at the institution. Later, he earned his PhD from the University of London under a scholarship program.

Dr. Khaled’s research focuses on nutritional interventions and medical innovations for diseases such as diarrhea, diabetes, cancer, arthritis, and migraines. He is the inventor of the DFBIA device, which measures hydration levels in patients suffering from diarrhea. Additionally, he has worked on developing medical solutions including Diabrex for diabetes, Extend for cancer, Rheumadol for arthritis, and Cephpax for migraines and pain relief. Dr. Khaled maintains active collaborations with researchers in Bangladesh, India, and other countries, contributing both to science and public health outreach.

💬 Q&A Session:

Q: How did you begin your career in science?
A: I started as a chemistry teacher at Rajshahi Cadet College, where I set up the first chemistry laboratory. This was an important step for both my teaching and research work.

Q: How did you develop an interest in nutrition science?
A: My interest stemmed from understanding the impact of food and nutrition on human health. I wanted to explore how science and technology could improve people’s quality of life.

Q: Could you explain the functionality and applications of your DFBIA device?
A: The DFBIA device measures the hydration levels of patients with diarrhea. It uses gel electrodes attached to the patient’s hands and feet. Currently, the device is powered by eight A-size batteries, making it slightly bulky, but we plan to make it smaller and more portable in the future.

Q: Can you tell us about your other research and innovations?
A: I have worked on medical innovations such as Diabrex for diabetes, Extend for cancer, Rheumadol for arthritis, Cephpax for migraines, and other pain-relief medicines. I also hold multiple patents and have published numerous research articles.

Q: What are your plans for promoting nutritional awareness in Bangladesh?
A: I aim to increase awareness of nutrition among the general public and scientists in Bangladesh. By integrating local research with international knowledge and technology, we can achieve more effective results.

Dr. Khaled’s work in nutrition research and medical innovation continues to open new horizons for improving health outcomes in Bangladesh and beyond. His vision extends beyond invention to practical applications that enhance public health. The biggani.org team extends its best wishes to Dr. Mohammad Abu Khaled for continued success. May his research inspire the next generation of young scientists in Bangladesh and internationally.

Share
Written by
ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

Copyright 2024 biggani.org