ড. হামিদ একজন বিজনেস ম্যানেজমেন্টের শিক্ষক, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের বোস্টনে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে জড়িত। তার শিক্ষাজীবন ও পেশাগত কার্যক্রম বাংলাদেশি প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসে থাকা সত্ত্বেও বাংলাদেশের উন্নয়নমূলক বিভিন্ন প্রজেক্টের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র হল ব্যবসা প্রশাসন, উদ্যোক্তা উন্নয়ন, এবং উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন। ড. হামিদ শিক্ষার্থী ও যুবসমাজকে দিকনির্দেশনা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বোস্টনে থাকলেও বাংলাদেশি সমাজ ও শিক্ষার উন্নয়নে অবদান রাখতে নিয়মিত কাজ করে যাচ্ছেন।
💬 প্রশ্নোত্তর পর্ব:
প্রশ্ন: আপনার শিক্ষা ও পেশাজীবন নিয়ে কিছু বলবেন?
উত্তর: আমি বিজনেস ম্যানেজমেন্টে শিক্ষকতা করি। শিক্ষাজীবন এবং পেশাজীবন উভয়ই আমাকে গবেষণা ও বাস্তবায়নের সুযোগ দিয়েছে। বোস্টনে শিক্ষকতা করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ও বাংলাদেশি প্রজেক্টের সঙ্গে জড়িত থাকি।
প্রশ্ন: প্রবাসী অবস্থানেও আপনি কিভাবে বাংলাদেশের উন্নয়নমূলক প্রজেক্টে কাজ করছেন?
উত্তর: আমি বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টে পরামর্শ ও বাস্তবায়নে যুক্ত আছি। প্রযুক্তি এবং যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশি প্রজেক্টে অবদান রাখা সম্ভব হচ্ছে।
প্রশ্ন: ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার কিছু পরামর্শ আছে কি?
উত্তর: তরুণদের আমি বলব, কঠোর পরিশ্রম, অধ্যয়ন এবং গবেষণার প্রতি আগ্রহ ধরে রাখুন। দেশের উন্নয়নে ছোট হলেও ভূমিকা রাখতে সচেষ্ট হোন।
প্রশ্ন: আপনার গবেষণার মূল ফোকাস কোথায়?
উত্তর: ব্যবসা প্রশাসন, উদ্যোক্তা উন্নয়ন এবং বাস্তবায়নযোগ্য উন্নয়নমূলক প্রজেক্টে গবেষণা আমার মূল ফোকাস।
ড. হামিদের শিক্ষা, গবেষণা এবং প্রজেক্টগুলো প্রমাণ করে যে প্রবাসী অবস্থান থাকলেও দেশের উন্নয়নে অবদান রাখা সম্ভব। তিনি তরুণ প্রজন্মকে উদ্দীপনা ও দিকনির্দেশনা দিচ্ছেন। “বিজ্ঞানী অর্গ” টিম ড. হামিদের এই প্রচেষ্টা ও অবদানের জন্য শুভকামনা জানাচ্ছে। তাঁর গবেষণা এবং উদ্যোগ বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের অনুপ্রেরণার উৎস হোক—এই কামনা।
Research, Education, and Development: Insights from Dr. Hamid
Dr. Hamid is a faculty member specializing in Business Management and currently engaged in teaching and research in Boston, USA. Despite being abroad, he actively contributes to multiple development projects in Bangladesh, providing advisory and implementation support. His research focuses on business administration, entrepreneurship development, and the practical implementation of development projects. Over the years, Dr. Hamid has guided students and young professionals, emphasizing the importance of knowledge, research, and real-world application. While based in Boston, he maintains a strong connection with Bangladesh, ensuring that his expertise and initiatives benefit the country’s educational and developmental landscape.
💬 Q&A Session:
Q: Can you share about your education and professional journey?
A: I teach Business Management. Both my academic and professional experiences have provided opportunities for research and practical implementation. Alongside teaching in Boston, I am involved in various international and Bangladesh-based projects.
Q: How do you contribute to Bangladesh’s development projects while living abroad?
A: I am involved in advisory roles and practical implementation for several development projects. Modern technology and communication tools make it possible to contribute effectively from abroad.
Q: Do you have any advice for the next generation?
A: I would tell young people to remain dedicated to hard work, study, and research. Even small contributions can have a meaningful impact on the development of the country.
Q: What is the main focus of your research?
A: My research primarily focuses on business administration, entrepreneurship development, and implementing development projects that have practical impact.
Dr. Hamid’s work in education, research, and development projects demonstrates that being abroad does not prevent one from contributing meaningfully to national progress. He continues to inspire young professionals by providing guidance and sharing his expertise. The biggani.org team extends its best wishes to Dr. Hamid for his ongoing endeavors. May his research and initiatives continue to inspire the next generation of scientists and leaders in Bangladesh.
 
                                                                                                                                                 
                                                                                                     
                            
 
                             
                                 
 
			         
 
			         
 
			         
 
			         
 
			        
Leave a comment