সাক্ষাৎকার

#০৫৪ বাংলাদেশের সাধারণ স্কুল থেকে আন্তর্জাতিক গবেষক: ড. ফখরুল আহসানের গল্প

Share
Share

ড. ফখরুল আহসান কিশোরগঞ্জের হোসেনপুরে জন্মগ্রহণ করেন। তিনি হোসেনপুর হাই স্কুল থেকে এসএসসি এবং গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে মাস্টার্স শেষ করার পর তিনি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে কাজ করেন। এরপর স্পেন সরকারের স্কলারশিপ নিয়ে কমপ্লোটেন্স ইউনিভার্সিটি অফ মাদ্রিদ থেকে পিএইচডি করেন। ড. আহসান পরবর্তীতে ইউনিভার্সিটি অফ আলাবামা, ব্রামিংহামে (University of Alabama at Birmingham) পোস্ট ডক্টোরাল ফেলোশিপ সম্পন্ন করেন।

বর্তমানে তিনি টেক্সাস টেক ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারে (Texas Tech University Health Sciences Center) বিশেষ প্রফেসর হিসেবে কর্মরত। তার প্রধান গবেষণার ক্ষেত্র হলো পুলমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন (PAH), ইনহেলেশন ড্রাগ ডেলিভারি এবং ডিজিজ-অন-চিপ প্রযুক্তি। তিনি গবেষণার মাধ্যমে ফুসফুসে ঔষধ পৌঁছে দেওয়ার নতুন পদ্ধতি এবং ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তির বিকাশে কাজ করছেন।

ড. আহসান দীর্ঘদিন ধরে বিদেশে গবেষণা করছেন এবং ফার্মেসি শিক্ষার পাশাপাশি নতুন ঔষধ প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

💬 প্রশ্নোত্তর পর্ব:

প্রশ্ন: প্রথমেই আপনার সম্বন্ধে আমাদের একটু বলুন।
উত্তর: আমি কিশোরগঞ্জে জন্মগ্রহণ করি। কিশোরগঞ্জের হোসেনপুর হাই স্কুল থেকে এসএসসি সম্পন্ন করে, কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করি। এরপর ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্মেসিতে মাস্টার্স করি। মাস্টার্স শেষ করার পরে আমি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস-এ কিছুদিন কাজ করি। এরপর স্পেন সরকারের স্কলারশিপ নিয়ে কমপ্লোটেন্স ইউনিভার্সিটি অফ মাদ্রিদ থেকে পিএইচডি করি। তারপর আমেরিকায় ইউনিভার্সিটি অফ আলাবামা, ব্রামিংহামে পোস্ট ডক্টোরাল ফেলোশিপ করি। এরপর টেক্সাস টেক ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টারে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করি ২০০১ সালে। বর্তমানে আমি ইউনিভার্সিটির বিশেষ (distinguished) প্রফেসর। আমি নামিদামী কোনো স্কুলে পড়িনি, সাধারণ উপজেলা লেভেলের স্কুলে পড়াশোনা করেছি।

প্রশ্ন: কি আপনাকে মোটিভেট করেছে ফার্মেসি নিয়ে পড়ার ব্যাপারে?
উত্তর: আমি আমার অধ্যবসায়ের কারণে এত দূর আসতে পেরেছি। আমার একাডেমিক ফলাফল খুব ভালো ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় ভালো করেছি। বৃত্তির জন্য বিভিন্ন প্রচেষ্টা করেছি এবং পরিশেষে স্পেনে একটি বৃত্তি পেয়েছি। আমি কঠোর পরিশ্রমী এবং অধ্যবসায়ী, যা আমাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।

প্রশ্ন: ফার্মেসি নিয়েই কেন পড়াশোনা করলেন?
উত্তর: বাংলাদেশে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের পর ফার্মেসি ছিল আকর্ষণীয়। তখন ঢাকা ইউনিভার্সিটিতেই ফার্মেসি ছিল এবং আমরা মাত্র ৫০ জন ছাত্র ছিলাম। মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের তুলনায় এটি একটি ছোট এবং নির্বাচিত ক্ষেত্র ছিল।

প্রশ্ন: আমাদের দেশে ফার্মেসি সেক্টরের বর্তমান অবস্থার কারণ কি?
উত্তর: মূল কারণ হলো ফার্মেসিকে পেশা হিসেবে গ্রহণ করা হয়নি। সাউথ কোরিয়া বা স্পেনে ফার্মেসি একজন ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত হয়। বাংলাদেশে এই আইন না থাকার কারণে ফার্মাসিস্টদের মূল ক্ষেত্রে ঔষধ প্রস্তুতিই। এজন্য কাজের সুযোগ সীমিত এবং রিটেইলে ফার্মাসিস্ট রাখতে ব্যয়বহুল।

প্রশ্ন: বিদেশে ফার্মেসি শিক্ষার্থীরা কোথায় চাকরি করতে পারে?
উত্তর: উন্নত দেশগুলোতে মূল ক্ষেত্র হলো রিটেইল ফার্মেসি। প্রফেশনাল ফার্মাসিস্টরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে মনোনিবেশ করেন। শিল্পে যাওয়ার জন্য পিএইচডি প্রয়োজন।

প্রশ্ন: ঔষধ তৈরিতে ফার্মাসিস্টদের ভূমিকা কী?
উত্তর: বাংলাদেশ ও ভারতের ক্ষেত্রে ফার্মাসিস্টরা মূলত ফর্মুলা কপি করে ঔষধ তৈরি করেন। ড্রাগ ডিসকভারি জটিল এবং কেমিস্ট, বায়োকেমিস্ট, মলিকিউলার বায়োলজিস্ট, ফিজিশিয়ান, স্ট্যাটিস্টিসিয়ানদের সমন্বয়ে হয়।

প্রশ্ন: আমেরিকায় আপনি কি নিয়ে কাজ করেছেন?
উত্তর: ১৯৯৯-২০০১ সালে পোস্ট ডক্টোরাল ফেলোশিপে নাক দিয়ে ড্রাগ ডেলিভারি নিয়ে কাজ করেছি। এরপর ইনহেলেশন ড্রাগ ডেলিভারি, ড্রাই পাউডার ইনহেলার ও ন্যাবুলাইজার নিয়ে গবেষণা করেছি। বর্তমানে পুলমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন (PAH) রোগ নিয়ে গবেষণা করছি। ড্রাগ সরাসরি ফুসফুসে পৌঁছানোর মাধ্যমে পার্শ্বপ্রতিক্রিয়া কমানো যায়।

প্রশ্ন: কোন এনিম্যাল মডেল বা চিপ মডেল নিয়ে কাজ করছেন?
উত্তর: এনিম্যাল মডেল হিসেবে ইঁদুর ব্যবহার করি। এছাড়া মাইক্রোফ্লুয়েডিক চিপে রোগ পুনঃউত্পাদন করছি, যা disease-on-a-chip নামে পরিচিত। এতে ড্রাগের প্রভাব দেখা যায়।

প্রশ্ন: ভবিষ্যতে গবেষণার দিকনির্দেশনা কী?
উত্তর: আমি ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তিতে আগ্রহী। এর মাধ্যমে কৃত্রিমভাবে ঔষধ তৈরি সম্ভব। চিপ মডেল ও 3D প্রিন্টিং মডেল আরও উন্নত করার চেষ্টা করছি।

প্রশ্ন: যারা আপনার পথ অনুসরণ করতে চায় তাদের উপদেশ কী?
উত্তর: চেষ্টা অব্যাহত রাখা, ধৈর্যশীল হওয়া এবং সুন্দর সম্পর্ক বজায় রাখা জরুরি। ভালো গবেষক হতে মেধাবী হওয়া বাধ্যতামূলক নয়, তবে অধ্যবসায় ও সহযোগিতা গুরুত্বপূর্ণ।

🔗 প্রোফাইল লিংক:
University of Alabama at Birmingham – Wikipedia

ড. ফখরুল আহসানের গবেষণা পুলমোনারি ড্রাগ ডেলিভারি ও ডিজিজ মডেল প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাঁর কাজ শুধু নতুন ঔষধ প্রযুক্তির বিকাশ নয়, বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদেরও অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। বিজ্ঞানী অর্গ টিম ড. ফখরুল আহসানের এই গবেষণার সাফল্যের জন্য শুভকামনা জানাচ্ছে এবং আশা রাখে তাঁর পথনির্দেশনা আগামী প্রজন্মের বিজ্ঞানীদের প্রেরণা হবে।


From a Small Town in Bangladesh to International Research: The Story of Dr. Fakhrul Ahsan

Dr. Fakhrul Ahsan was born in Hossenpur, Kishoreganj, Bangladesh. He completed his SSC from Hossenpur High School and HSC from Gurudayal College. He earned his Master’s in Pharmacy from the University of Dhaka and then worked briefly at Beximco Pharmaceuticals. Later, he received a scholarship from the Spanish government to pursue a PhD at Complutense University of Madrid.

Dr. Ahsan then completed his postdoctoral fellowship at the University of Alabama at Birmingham (UAB) in the USA. Currently, he serves as a Distinguished Professor at Texas Tech University Health Sciences Center, USA. His research focuses on pulmonary arterial hypertension (PAH), inhalation drug delivery, and disease-on-a-chip technology. He is also exploring the applications of 3D printing in pharmaceutical production.

Dr. Ahsan has contributed significantly to international pharmacy research while maintaining strong ties to Bangladesh. His work on drug delivery and innovative disease models is recognized as advancing both scientific understanding and practical healthcare applications.

💬 Interview Section:

Question: Can you tell us a little about yourself?
Answer: I was born in Kishoreganj and completed my SSC from Hossenpur High School and HSC from Gurudayal College. I earned my Master’s in Pharmacy from the University of Dhaka, worked briefly at Beximco Pharmaceuticals, and then pursued a PhD at Complutense University of Madrid under a Spanish government scholarship. Later, I completed a postdoctoral fellowship at the University of Alabama at Birmingham. I joined Texas Tech University Health Sciences Center as an Assistant Professor in 2001, and I am now a Distinguished Professor. I did not attend any prestigious school; I studied at a regular upazila-level school.

Question: What motivated you to study pharmacy?
Answer: My persistence and academic performance allowed me to reach this stage. I worked hard to secure scholarships, eventually earning one in Spain. I may not be exceptionally talented, but my determination and dedication have taken me far.

Question: Why did you choose pharmacy as a field?
Answer: In Bangladesh, after medicine and engineering, pharmacy was an attractive field. At that time, only the University of Dhaka offered pharmacy, and only 50 students were admitted nationwide. It felt like a privilege to be among them.

Question: Why is the pharmacy sector underdeveloped in Bangladesh compared to other countries?
Answer: The main reason is that pharmacy is not fully recognized as a profession. In countries like South Korea and Spain, pharmacies are run by licensed pharmacists. In Bangladesh, this is not mandatory, so pharmacists mainly work in drug manufacturing. Employing pharmacists in retail is costly, which limits opportunities.

Question: Where can pharmacy graduates work abroad?
Answer: In developed countries, the primary field is retail pharmacy. Professional pharmacists often focus on clinical practice. Working in the pharmaceutical industry generally requires a PhD.

Question: How do pharmacists contribute to drug manufacturing?
Answer: In Bangladesh and India, pharmacists mainly copy existing formulas. Drug discovery is complex and requires chemists, biochemists, molecular biologists, physicians, and statisticians.

Question: What research have you done in the USA?
Answer: From 1999–2001, I worked on nasal drug delivery at UAB. Later, I researched inhalation drug delivery at Texas Tech, including dry powder inhalers and nebulizers. Currently, I focus on pulmonary arterial hypertension (PAH) and developing drugs that target the lungs directly, reducing side effects.

Question: Are you working with animal models or chip models?
Answer: We use animal models, typically rats, and also microfluidic chips to replicate diseases outside the body, known as disease-on-a-chip, to test drug responses.

Question: What is your future research direction?
Answer: I am interested in 3D printing for pharmaceuticals. The technology can simplify drug production. I aim to advance both the chip model and 3D printing applications.

Question: What advice would you give to aspiring researchers?
Answer: Keep trying, build connections, and maintain patience. Being hard-working and cooperative is more important than being naturally talented. Respect colleagues, seek help when needed, and develop strong relationships. These qualities are essential for success.

🔗 Profile Link:
University of Alabama at Birmingham – Wikipedia

Dr. Fakhrul Ahsan’s research in pulmonary drug delivery and disease models represents a significant contribution to pharmaceutical sciences. His work inspires young Bangladeshi scientists to pursue international research opportunities. The Biggani.org team wishes Dr. Ahsan continued success and hopes his achievements serve as a model for future generations of researchers.

Share

2 Comments

    • ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামতের জন্য। বিজ্ঞানীদের নিয়ে নতুন নতুন খবর জানতে আমাদের সাথে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

নিয়মিত আপডেট পেতে আমাদের ইমেইল নিউজলেটার, টেলিগ্রাম, টুইটার X, WhatsApp এবং ফেসবুক -এ সাবস্ক্রাইব করে নিন।

Copyright 2024 biggani.org