বিজ্ঞানীদের খবরসাক্ষাৎকার

বাংলাদেশ থেকে কানাডা: ড. অমিত চাকমার শিক্ষা ও গবেষণার গল্প

Share
Share

ড. অমিত চাকমা কানাডার লন্ডনে অবস্থিত ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের (UWO) দশম প্রেসিডেন্ট এবং ভাইস-চ্যান্সেলর। তিনি এর আগে ইউনিভার্সিটি অফ ওয়াটারলুতে ভাইস-প্রেসিডেন্ট, একাডেমিক ও প্রোভোস্ট এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। তার পূর্ববর্তী অবস্থান ইউনিভার্সিটি অফ রেজিনায়, যেখানে তিনি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং ভাইস-প্রেসিডেন্ট (গবেষণা) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ইউনিভার্সিটি অফ ক্যালগারিতে কেমিক্যাল ও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করেছেন।

ড. চাকমা অ্যালজেরিয়ার পেট্রোলিয়াম ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা (1982) এবং ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অফ অ্যাপ্লাইড সায়েন্স (1984) এবং পিএইচডি (কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, 1987) সম্পন্ন করেন। তাঁর গবেষণার মূল ক্ষেত্র হলো পেট্রোলিয়াম গবেষণা, শক্তি ব্যবস্থাপনা, পরিবেশগত সিস্টেম এবং গ্যাস প্রক্রিয়াকরণ। তিনি ১০০-এর বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন।

ড. চাকমা হেলথ ফোর্স অন্টারিও মার্কেটিং অ্যান্ড রিক্রুটমেন্ট এজেন্সির বোর্ডের চেয়ারওম্যান এবং কানাডিয়ান অ্যাকাডেমি অফ ইঞ্জিনিয়ারিং-এর ফেলো। তিনি বাংলাদেশে চট্টগ্রাম হিল ট্র্যাক্টসের চাকমা সম্প্রদায়ের একজন সন্তান। পরিবার নিয়ে লন্ডন, অন্টারিওতে বসবাস করেন, স্ত্রী মীনা এবং দুই সন্তান জাস্টিন ও হিরোশি।

💬 প্রশ্নোত্তর পর্ব:

প্রশ্ন: আপনার প্রাথমিক শিক্ষা কিভাবে আপনার ইঞ্জিনিয়ারিং ও গবেষণার যাত্রাকে প্রভাবিত করেছে?
উত্তর: অ্যালজেরিয়ার পেট্রোলিয়াম ইনস্টিটিউট এবং ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষা আমাকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শক্ত ভিত্তি প্রদান করেছে। এটি আমাকে পেট্রোলিয়াম গবেষণা, গ্যাস প্রক্রিয়াকরণ এবং পরিবেশগত প্রযুক্তিতে আগ্রহী করে তুলেছিল।

প্রশ্ন: আপনি কীভাবে একাডেমিয়ার শিক্ষকতা থেকে বিশ্ববিদ্যালয় নেতৃত্বের দিকে চলে এলেন?
উত্তর: আমি সবসময় বিশ্বাস করি উচ্চশিক্ষা সমাজকে পরিবর্তনের শক্তি রাখে। ডিন, ভাইস-প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন আমাকে নীতি প্রণয়ন, গবেষণাকে সহায়তা করা এবং শিক্ষার্থী ও প্রফেসরের জন্য সুযোগ তৈরি করতে সাহায্য করেছে।

প্রশ্ন: আপনার মূল গবেষণার অবদানগুলো কী?
উত্তর: আমার কাজ মূলত মাস ট্রান্সফার, গ্যাস সেপারেশন এবং পেট্রোলিয়াম বর্জ্য ব্যবস্থাপনার ওপর কেন্দ্রীভূত। আমি শক্তি ও পরিবেশ সিস্টেমের মডেল তৈরি করেছি এবং গ্রিনহাউস গ্যাস নিয়ন্ত্রণ প্রযুক্তিতে অবদান রেখেছি। আমার প্রকাশিত গবেষণা বাস্তবসম্মত সমাধান দিতে লক্ষ্য করে।

প্রশ্ন: আপনার পটভূমি UWO-তে নেতৃত্বের দর্শনে কিভাবে প্রভাব ফেলে?
উত্তর: চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে বড় হওয়া আমাকে স্থিতিশীলতা এবং সম্প্রদায়ের মূল্য শিখিয়েছে। আমি সহযোগিতা, বৈশ্বিক অংশীদারিত্ব এবং এমন পরিবেশ তৈরিতে গুরুত্ব দিই যেখানে গবেষণা ও শিক্ষার সমন্বয় হয়।

প্রশ্ন: আগামী বছরগুলিতে UWO-এর জন্য আপনার লক্ষ্য কী?
উত্তর: আমি চাই UWO আন্তর্জাতিকভাবে একটি প্রধান প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়, উদ্ভাবনী গবেষণা প্রোগ্রাম এবং উচ্চমানের শিক্ষার মাধ্যমে। আমি বৈশ্বিক সহযোগিতা জোরদার করতে চাই যাতে জ্ঞান বৃদ্ধিতে অবদান রাখা যায় এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।

ড. অমিত চাকমা: মিডিয়া ও তথ্যসূত্র

প্রবন্ধ, বক্তৃতা ও সংবাদ সংরক্ষণাগার

নির্বাচিত মিডিয়া লিঙ্ক

নির্বাচিত ভিডিও লিঙ্ক

ড. অমিত চাকমার জীবন ও কর্ম বৈজ্ঞানিক দক্ষতা ও একাডেমিক নেতৃত্বের মেলবন্ধন। পেট্রোলিয়াম গবেষণা, শক্তি ব্যবস্থাপনা এবং পরিবেশগত সিস্টেমে তাঁর কাজ গবেষণা ও নীতিনির্ধারণে আন্তর্জাতিক প্রভাব ফেলছে। UWO-এর প্রেসিডেন্ট হিসেবে তিনি শিক্ষার উৎকর্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করছেন। “বিজ্ঞানী অর্গ” টিম ড. চাকমার অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং তাঁর ভবিষ্যৎ যাত্রার জন্য শুভকামনা জানাচ্ছে।


From Bangladesh to Canada: Dr. Amit Chakma on Academic Leadership

Dr. Amit Chakma is the 10th President and Vice-Chancellor of The University of Western Ontario (UWO) in London, Canada. He joined Western after serving as Vice-President, Academic & Provost at the University of Waterloo, where he was also a Professor in the Department of Chemical Engineering. Earlier, he held positions at the University of Regina, including Dean of Engineering and Vice-President (Research), and taught as a professor at the University of Calgary.

A graduate of the Algerian Petroleum Institute (Diploma in Engineering, 1982) and the University of British Columbia (Master of Applied Science, 1984; PhD in Chemical Engineering, 1987), Dr. Chakma specializes in petroleum research, energy management, and environmental systems. His research includes mass transfer, gas separation, membrane technology, petroleum waste management, and greenhouse gas control, with over 100 published articles.

Dr. Chakma also chairs the board of Health Force Ontario Marketing and Recruitment Agency and is a fellow of the Canadian Academy of Engineering. Born in the Chittagong Hill Tracts of Bangladesh, he has received Canada’s Top 40 Under 40 Award for his contributions to science and leadership. He resides in London, Ontario, with his wife Meena and their two sons.

💬 Q&A Session:

Q: How did your early education shape your career in engineering and research?
A: My education at the Algerian Petroleum Institute and later at the University of British Columbia provided a strong foundation in chemical engineering. It sparked my interest in petroleum research, gas processing, and environmental technologies.

Q: What motivated you to transition from academia to leadership roles in universities?
A: I have always believed in the power of higher education to transform societies. Serving as Dean, Vice-President, and now President allowed me to shape policies, support research, and create opportunities for students and faculty to excel.

Q: Can you describe your key research contributions?
A: My work focuses on mass transfer, gas separation, and petroleum waste management. I have developed models for energy and environmental systems and contributed to greenhouse gas control technologies. My publications aim to provide practical solutions for energy management challenges.

Q: How does your background influence your leadership philosophy at UWO?
A: Growing up in the Chittagong Hill Tracts taught me resilience and the value of community. I emphasize collaboration, global partnerships, and fostering an environment where research and teaching thrive together.

Q: What are your goals for UWO in the coming years?
A: My goal is to strengthen UWO’s reputation as a leading institution internationally, with innovative research programs and high-quality education. I aim to engage support globally to advance knowledge and address societal challenges.

Amit Chakma: Media & Resources

Articles, Speeches & News Archive

Selected Media Links

Selected Video Links

Dr. Amit Chakma’s career exemplifies the fusion of scientific expertise and academic leadership. His work in petroleum research, energy management, and environmental systems continues to influence both research and policy worldwide. As President of UWO, he champions excellence in education and international collaboration. The biggani.org team commends Dr. Chakma’s contributions and wishes him continued success in shaping a global academic legacy.

Share
Written by
Shafiul

ড. শফিউল ইসলাম, CText FTI: ডিরেক্টর, TexTek Solutions; প্রাক্তন-প্রেসিডেন্ট, Institute of Textile Science Canada. স্পাইডার সিল্ক প্রযুক্তির উদ্ভাবক। প্রতিষ্ঠাতা ও সম্পাদক, Vision Creates Value. যুগ্ম-প্রতিষ্ঠাতা ও সম্পাদক, biggani.org. রয়াল চার্টার্ড টেক্সটাইল ফেলো, টেক্সটাইল ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল, ইউকে। গ্লোবাল প্যারেন্টস, ইউনিসেফ ক্যানাডা। যুক্তরাজ্য থেকে টেক্সটাইল বিজ্ঞান ও প্রযুক্তিতে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তাঁর অনেক গবেষণাপত্র, বই ও প্যাটেন্ট প্রকাশ পেয়েছে। ই-মেইল: [email protected] অন্তর্জাল: https://www.linkedin.com/in/shafiul2009/

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

Copyright 2024 biggani.org