বাংলাদেশের বিজ্ঞান গবেষণায় আরেকটি গৌরবময় অধ্যায় রচনা করেছে American International University-Bangladesh (AIUB) এর Ubiquitous, Cloud, and Human-Computer Interaction (UCH) Research Group। সম্প্রতি তারা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) আয়োজিত IEEE 4th International Conference on Electrical, Computer, and Communication Engineering (ECCE) 2025-এ Best Paper Award অর্জন করেছে।
গবেষণা প্রবন্ধের শিরোনাম ছিল “RoboPick: ArUco-Driven Task Prioritized Manipulation on Mobile Robotic Systems”। এটি একটি যৌথ গবেষণা, যেখানে AIUB-এর গবেষকরা University of Girona, Spain এবং Queen Mary University of London, UK এর শিক্ষার্থীদের সঙ্গে কাজ করেছেন।
এর আগেও, ২০২৪ সালে IEEE International Conference on Robotics, Automation, Artificial Intelligence, and the Internet of Things (RAAICON)-এ Best Paper Award জিতেছিল এই গবেষণা দল। সেই গবেষণার শিরোনাম ছিল “CCFD-SSL: Optimizing Real-Time Credit Card Fraud Detection Using Self-Supervised Learning and Contrastive Representations”। এটি Washington University of Science and Technology, USA-এর শিক্ষার্থীদের সহযোগিতায় সম্পন্ন হয়েছিল।
গবেষণা ও উদ্ভাবনের পথে AIUB-এর অগ্রযাত্রা
AIUB-এর এই গবেষণা দলের নেতৃত্বে রয়েছেন প্রফেসর ড. কামরুদ্দিন নূর। এছাড়া গবেষণা দলে রয়েছেন সহকারী অধ্যাপক আমিনুন নাহার এবং প্রভাষক শাহনাজ পারভীন। এই দলটি কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবটিকস, এবং সাইবার নিরাপত্তা বিষয়ক গবেষণায় সক্রিয়ভাবে কাজ করছে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে আন্তর্জাতিক গবেষণায় এ ধরনের সাফল্য বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু AIUB-এর গৌরবই নয়, বরং পুরো দেশের বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার উৎস।
তরুণ গবেষকদের জন্য বার্তা
আজকের তরুণরা যদি গবেষণায় আগ্রহী হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার স্বপ্ন দেখে, তবে AIUB-এর UCH Research Group-এর সাফল্য থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। তারা দেখিয়ে দিয়েছে যে, বাংলাদেশের শিক্ষার্থীরাও বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে কাজ করতে পারে এবং আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পেতে পারে।
বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের উচিত গবেষণার প্রতি আগ্রহী হওয়া, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলে যুক্ত হওয়া এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে সহযোগিতা করা। বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবন সম্ভব, যদি আমরা নিজেদের প্রস্তুত করি এবং সঠিকভাবে কাজ করি।
AIUB-এর গবেষণা দলের এই অর্জন আমাদের ভবিষ্যৎ বিজ্ঞানীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। আশা করি, এই ধরনের সাফল্য আরও তরুণকে বিজ্ঞান গবেষণার প্রতি আগ্রহী করবে এবং বাংলাদেশকে বিজ্ঞান ও প্রযুক্তির দিক থেকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে।
বিজ্ঞান এগিয়ে যাক, বাংলাদেশ এগিয়ে যাক!
Reference
https://www.aiub.edu/uch-research-group-computer-science-wins-the-best-paper-award
Science Profile
https://www.researchgate.net/profile/Kamruddin-Nur
Leave a comment