{mosimage}সম্প্রতি কলকাতার এক গবেষণা কেন্দ্র থ্যালাসেমিয়া চিকিৎসার জন্য গমের extract এর কার্যকারিতার সন্ধান পেয়েছেন। উল্লেখ্য, থ্যালাসেমিয়ার জন্যই anaemia হয়। এতে বিশ্বে বহু লোকের মৃত্যু হয়। এই গমের extract রক্তের লোহিত কণিকার সংখ্যা বাড়িয়ে দেয় ও দীর্ঘদিন পর্যন্ত তা টিকিয়ে রাখে। এজন্য থালাসেমিয়া আক্রান্ত ব্যাক্তির লোহিত কণিকার হ্রাস হওয়া থেকে বাঁচায়।
সূত্র: টাইমস অভ ইন্ডিয়া।
thanks for the citation. i think every writer should add the reference of the book, article or web page from where he/she got that information if it is not his/her own discovery.
ধন্যবাদ, নুরুল।
Anaemia -র জন্মগত কারণগুলোর মধ্যে সব চেয়ে বেশী দায়ী থ্যালাসেমিয়া। তবে সব মিলিয়ে anaemia বা রক্ত শুন্যতার প্রধান কারণ Iron deficiency বা লৌহ ঘাটতি। বিশেষত গর্ভ ও স্তন্যদান কালীন(Pregnency & Lactation) সময়ে মায়েরা এবং রজঃশুরু থেকে রজঃনিবৃত্তি (Menarchae to Menopause) বয়সের মেয়েরা লৌহ ঘাটতির শিকার। আমাদের দেশ এবং অনুন্নত দেশ গুলোতে আরেকটি প্রধান সমস্যা Hook worm বা আন্ত্রিক কৃমি। থ্যালাসেমিয়া যেহেতু gene ঘটিত রোগ ও তার নিরাময় চিকিৎসা(Curative treatment) অজ্ঞাত, রোগিদের জন্য এটা সুসংবাদ। ধন্যবাদ।
Thanks for the brief news. I want to know the details of the wheat extracts.Any more regarding this ..
গমের extract কি?