বিজ্ঞানী ও গবেষকদের নেটওয়ার্ক

অনেকদিন আগে থেকেই বিজ্ঞানী ও গবেষকদের নেটওয়ার্ক তৈরী করার কথা ভাবছিলাম। যদিও বিজ্ঞানী.org তেমনই একটি প্লাটফর্ম। কিন্তু নিজেদের যোগাযোগ ও নেটওয়ার্কটি তেরী করার ক্ষেত্রে ভাল একটি সমাধান খুঁজছিলাম। অনেক খোঁজাখুজি করে linkedin এর প্লাটফর্মটি বেশ ভাল বলে মনে হল। বিজ্ঞানী ও গবেষকদের একটি নেটওয়ার্ক বা গ্রুপ তৈরী করলাম। যারা linkedin ব্যবহার করে তাঁদের এতে সংযুক্ত হবার আহবান করছি। দেশ বিদেশের অনেক বাঙালী বিজ্ঞানী ও গবেষকদের এই গ্রুপে পাবেন।

 

http://www.linkedin.com/e/gis/42125/5839DB40C774

 

তবে linkedin সম্পূর্ণ ও open source কোন সলিউশন নয়। ভাল কোন সলিউশন যা বিজ্ঞানী.org এর ওয়েবসাইটে ব্যবহার করা যায়, তেমন কিছু জানা থাকলে জানাবেন।

 

ড. মশিউর রহমান

About ড. মশিউর রহমান

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Check Also

ডিজিটাল প্রযুক্তি মানসিক রোগীদের রোগ নির্নয়

পরীক্ষায় দেখা গেছে যে সনাতন কাগজের প্রশ্ন উত্তরের থেকে মোবাইল এ্যপ এর ক্ষেত্রে রোগীরা আরো …

ফেসবুক কমেন্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।