নিউজ ডেস্ক, বিজ্ঞানী অর্গ
বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী প্রফেসর জামাল উদ্দিন-এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকার আয়োজন করতে যাচ্ছে বিজ্ঞানী অর্গ (biggani.org)। সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর ২০২৫-এ, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের Coppin State University-এর Center for Nanotechnology-এর পরিচালক হিসেবে তাঁর অভিজ্ঞতা, গবেষণাজীবন এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে কথা বলবেন।
প্রফেসর জামাল উদ্দিন বর্তমানে Coppin State University-এর রসায়ন বিভাগের অধ্যাপক ও সেই বিশ্ববিদ্যালয়ের ন্যানোটেকনোলজি কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক। তিনি ন্যানোমেটেরিয়াল, নবায়নযোগ্য শক্তি, সোলার সেল ও পরিবেশবান্ধব প্রযুক্তি উন্নয়নে বহু বছর ধরে কাজ করছেন। তাঁর নেতৃত্বে পরিচালিত গবেষণাগুলো যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে টেকসই শক্তি ও সবুজ প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রফেসর উদ্দিনের গবেষণা দলের মূল লক্ষ্য— এমন উপকরণ তৈরি করা যা সূর্যের আলো, বায়ু বা পরিবেশের ক্ষুদ্র পরিবর্তন থেকে শক্তি আহরণ করতে পারে। তিনি তাঁর গবেষণায় “মাইক্রোস্কোপিক লেভেলে বড় সমাধান”-এর ধারণাকে বাস্তবে রূপ দিয়েছেন। আন্তর্জাতিকভাবে তাঁর গবেষণা কাজ ইতিমধ্যে স্বীকৃত; তিনি শতাধিক গবেষণাপত্রের লেখক এবং ন্যানোটেকনোলজিতে তরুণ গবেষকদের জন্য একজন প্রেরণাদায়ী ব্যক্তিত্ব।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই সাক্ষাৎকারটি হবে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। দেশের তরুণ বিজ্ঞান-প্রেমী ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা প্রফেসর উদ্দিনের কাছ থেকে জানতে পারবেন— কিভাবে একটি ধারণা বা কৌতূহল থেকে শুরু করে তা আন্তর্জাতিক গবেষণায় রূপ নেয়। তাঁর গল্পে আছে অধ্যবসায়, বিজ্ঞানচর্চার প্রতি ভালোবাসা, এবং বৈশ্বিক গবেষণা-অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করার অনুপ্রেরণা।
বিজ্ঞানী অর্গ-এর এই উদ্যোগের উদ্দেশ্য, তরুণ প্রজন্মকে এমন বিজ্ঞানীদের সঙ্গে যুক্ত করা, যাদের জীবন ও গবেষণার গল্প নতুন প্রজন্মের সামনে বিজ্ঞানকে জীবন্ত করে তুলবে। প্রফেসর জামাল উদ্দিনের সাক্ষাৎকারে আলোচনায় আসবে— ন্যানোটেকনোলজির ভবিষ্যৎ, টেকসই শক্তি-উদ্ভাবনের চ্যালেঞ্জ, এবং বাংলাদেশের গবেষকদের জন্য তাঁর পরামর্শ।
২২ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৯:৩০ এ এই আলোচনাটি প্রচারিত হবে biggani.org-এর ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে।
বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থীদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই সাক্ষাৎকারটি দেখার জন্য— কারণ এখানেই হয়তো পাওয়া যাবে ভবিষ্যৎ গবেষণার প্রেরণা।
সময়: ২২ নভেম্বর ২০২৫, বাংলাদেশ সময় রাত ৯:৩০ টা
ফ্রী রেজিস্ট্রেশন করুন: Google Form

Leave a comment