পরিবেশ ও পৃথিবীবিজ্ঞান বিষয়ক খবর

মরুভূমির পাথরে উটের গল্প: ইসলামী ঐতিহ্যের আলোয় এক প্রত্নআবিষ্কার

Share
Share

ড্রোনে ধারণকৃত এক সমন্বিত ছবিতে জেবেল মিসমার শিলাচিত্রে ১৯টি পূর্ণাঙ্গ উট ও ৩টি অশ্বের অবয়ব ধরা পড়েছে। প্রাচীন চিত্রগুলো সাদা আর অপেক্ষাকৃত পরবর্তী চিত্রগুলো নীল রঙে চিহ্নিত। মাপ বোঝাতে বাম পাশে একটি মানুষের অবয়বও যুক্ত করা হয়েছে। — সাহাউত রক আর্ট অ্যান্ড আর্কিওলজি প্রজেক্ট

ড্রোনে ধারণকৃত এক সমন্বিত ছবিতে জেবেল মিসমার শিলাচিত্রে ১৯টি পূর্ণাঙ্গ উট ও ৩টি অশ্বের অবয়ব ধরা পড়েছে। প্রাচীন চিত্রগুলো সাদা আর অপেক্ষাকৃত পরবর্তী চিত্রগুলো নীল রঙে চিহ্নিত। মাপ বোঝাতে বাম পাশে একটি মানুষের অবয়বও যুক্ত করা হয়েছে। — সাহাউত রক আর্ট অ্যান্ড আর্কিওলজি প্রজেক্ট

আরব উপদ্বীপ আমাদের মুসলিম সভ্যতার হৃদয়ভূমি। এখানেই ইসলামের জন্ম, এখানেই নবী-রাসূলদের পদচিহ্ন, এখানেই আল্লাহর ওহি নাজিল হয়েছে। কিন্তু এই ভূমির ইতিহাস কেবল ১৪ শতকের মধ্যে সীমাবদ্ধ নয়—এটি হাজার বছরের পুরোনো এক সভ্যতার ধারক-বাহক। সম্প্রতি নেফুদ মরুভূমির কাছে প্রত্নতাত্ত্বিকরা যে শিল্প আবিষ্কার করেছেন, তা আমাদের সেই দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যের অমূল্য দলিল।

চারটি দূরবর্তী পাথুরে প্রাচীরে পাওয়া গেছে প্রায় ১৩০টি খোদাই করা প্রাণীর প্রতিকৃতি। এর মধ্যে নব্বইয়েরও বেশি হলো উট—যাদের আকার মানুষের সমান বড়, দেড় থেকে আড়াই মিটার দীর্ঘ। প্রতিটি উটকে খোদাই করা হয়েছে আশ্চর্য নিপুণতায়, যেন শিল্পীরা জীবন্ত প্রাণীর শরীর থেকে অনুপ্রেরণা নিয়েছেন। উটের লোমশ দেহ, মিলন ঋতুর ভঙ্গি—সবই ফুটে উঠেছে এই শৈল্পিক রেখার ভেতর।

কুরআনে আল্লাহ বলেন:
“তারা কি উটের দিকে লক্ষ্য করে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?”
(সূরা গাশিয়াহ (৮৮), আয়াত ১৭)।

মরুভূমির এই প্রতীকী প্রাণী ছিল মানুষের ধৈর্য, সহনশীলতা ও টিকে থাকার শিক্ষাগুরু। তাই অবাক হবার কিছু নেই যে, হাজার বছর আগেও মরুভূমির মানুষ উটকেই বেছে নিয়েছিল তাদের শিল্পের কেন্দ্রে। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এই খোদাইগুলো ছিল কেবল শিল্প নয়; বরং পানির উৎসের দিশা দেখানোর মানচিত্রও। খোদাইয়ের পথ ধরে গেলে দেখা যায়—পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে একটি হ্রদ। অর্থাৎ, পাথরের বুকই ছিল তখনকার মানুষের জীবনরক্ষার মানচিত্র।

কুরআনে ‘আদ’ ও ‘সামূদ’ জাতির কথা এসেছে—যারা পাহাড় কেটে ঘর বানাতো, উন্নত সভ্যতা গড়ে তুলেছিল, কিন্তু সীমালঙ্ঘনের কারণে ধ্বংস হয়েছিল। (সূরা হুদ, আয়াত ৫০-৬৮)। আজকের এই প্রত্নআবিষ্কার সেই কাহিনির বৈজ্ঞানিক প্রতিধ্বনি। বারো হাজার বছরের পুরোনো উটের শিল্পকর্ম প্রমাণ করছে—ইসলামের আগমন ঘটার বহু আগে থেকেই আরব ভূমি ছিল সংস্কৃতি, জ্ঞান ও সভ্যতার কেন্দ্রবিন্দু।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শিল্পীরা শত ফুট উঁচু খাড়া প্রাচীরে দাঁড়ানোর মতো সামান্য জায়গা নিয়ে খোদাই করেছেন এই বিশাল প্রতিকৃতি। তাদের হাতে ছিল কেবল পাথরের হাতিয়ার। অসংখ্য আঘাত, সীমাহীন ধৈর্য আর কল্পনাশক্তি দিয়ে তারা গড়েছেন এমন এক শিল্প, যা আজও অটুট। গবেষণা বলছে, এই খোদাইয়ের বয়স অন্তত ১২,০০০ বছর—অর্থাৎ ইউরোপের বিখ্যাত গুহাচিত্রের সমসাময়িক।

এই আবিষ্কার শুধু প্রত্নতত্ত্ব নয়, মুসলিম ঐতিহ্যের সাথেও গভীরভাবে সংযুক্ত। আল্লাহ কুরআনে নির্দেশ দিয়েছেন: “তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, অতীতের জাতিগুলোর পরিণতি দেখো।” (সূরা রুম, আয়াত ৪২)। মরুভূমির উটের এই খোদাই আমাদের সেই শিক্ষাই মনে করিয়ে দেয়—সভ্যতা গড়ে ওঠে, বিকশিত হয়, আবার বিলীনও হয়ে যায়; কিন্তু তাদের চিহ্ন হয়ে থাকে পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষণীয়।

আজকের তরুণ মুসলিম প্রজন্মের জন্য এই আবিষ্কার অনুপ্রেরণার এক নতুন উৎস। কারণ এটি প্রমাণ করে, ইসলামের ভূমি কেবল আধ্যাত্মিক কেন্দ্র নয়; বরং হাজার বছরের জ্ঞান, শিল্প ও সংস্কৃতির উত্তরাধিকার বহন করে আসছে। ইসলাম সেই দীর্ঘ সাংস্কৃতিক ধারাকে নতুন আলোয় আলোকিত করেছে—তাওহিদের ছায়ায় রূপ দিয়েছে সত্যিকারের মানবসভ্যতায়।

মরুভূমির পাথরে খোদাই করা উটগুলো যেন আজও আমাদের দিকে তাকিয়ে আছে—বলছে, “দেখো, তোমাদের অতীত কত সমৃদ্ধ ছিল।” আমাদের দায়িত্ব সেই ঐতিহ্যকে জানতে, বুঝতে এবং নতুন প্রজন্মকে জানাতে। কারণ যে জাতি নিজের ইতিহাসকে ভুলে যায়, সে জাতি কখনো ভবিষ্যতের পথ দেখাতে পারে না।


তথ্যসূত্র:
https://www.scientificamerican.com/article/rock-art-discovery-reveals-unknown-arabian-nomads-from-12-000-years-ago/

Share
Written by
ড. মশিউর রহমান -

ড. মশিউর রহমান বিজ্ঞানী.অর্গ এর cofounder যার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সনে। পেশাগত জীবনে কাজ করেছেন প্রযুক্তিবিদ, বিজ্ঞানী ও শিক্ষক হিসাবে আমেরিকা, জাপান, বাংলাদেশ ও সিঙ্গাপুরে। বর্তমানে তিনি কাজ করছেন ডিজিটাল হেল্থকেয়ারে যেখানে তার টিম তথ্যকে ব্যবহার করছেন বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য। বিস্তারিত এর জন্য দেখুন: DrMashiur.com

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
কৃষিপরিবেশ ও পৃথিবী

জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশ

বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, বন্যা ও ঘূর্ণিঝড় থেকে শুরু করে খরা এবং...

পরিবেশ ও পৃথিবী

নদীর প্রাণ কি সত্যিই আছে?

নদী অধিকারের ধারণাটি অন্বেষণ করুন, নদীগুলিকে জীবন্ত সত্তা হিসেবে স্বীকৃতি দিন যা...

পদার্থবিদ্যাবিজ্ঞান বিষয়ক খবর

মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বলের রহস্য উদঘাটনের নতুন যুগ

বিজ্ঞানীরা শক্তিশালী পারমাণবিক বলের দীর্ঘস্থায়ী রহস্য উন্মোচন করেছেন, কীভাবে কোয়ার্ক এবং গ্লুয়ন...

বিজ্ঞান বিষয়ক খবরমহাকাশ

ভিনগ্রহের সূর্যজগতের জন্ম প্রত্যক্ষ করলেন জ্যোতির্বিদরা: আমাদের সৌরজগতের অতীত বোঝার এক নতুন জানালা খুলে গেল

জ্যোতির্বিজ্ঞানীরা ১৪০০ আলোকবর্ষ দূরে অবস্থিত তরুণ নক্ষত্র HOPS-315 এর চারপাশে একটি নতুন...

পরিবেশ ও পৃথিবীবিজ্ঞান বিষয়ক খবর

সুন্দরবনের ভৌগোলিক ও পরিবেশগত প্রেক্ষাপট।

সুন্দরবনের সমৃদ্ধ জীববৈচিত্র্য, জলবায়ু পরিবর্তনের হুমকি এবং রয়েল বেঙ্গল টাইগারের বেঁচে থাকার...

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

Copyright 2024 biggani.org