উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগগবেষণায় হাতে খড়ি

বাংলাদেশী ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি শিক্ষার্থীদের জন্য তাইওয়ানে স্কলারশিপসহ ইন্টার্নশিপের সুযোগ!

Share
Share

অতিথি লেখক- ড. বদরুজ্জামান খোকন

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য তাইওয়ানে রয়েছে স্কলারশিপসহ অসাধারণ একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম — International Internship Pilot Program (IIPP)। এই প্রোগ্রামের মাধ্যমে প্রতি বছর প্রচুর ইন্ডিয়ান, ভিয়েতনামিজ, মালয়েশিয়ান, ইন্দোনেশিয়ান সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা তাইওয়ানে ইন্টার্নশিপ করতে আসে।

কারা আবেদন করতে পারবে?

যারা বর্তমানে নিজ দেশে বা অন্য কোনো দেশে (তাইওয়ান ব্যতীত) ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি করছে, শুধু তারাই এই প্রোগ্রামে আবেদন করতে পারবে।

প্রোগ্রামের প্রধান বৈশিষ্ট্য:

১. ২৮ দিন থেকে ৯০ দিন পযন্ত তাইওয়ানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ!

২. প্রতি মাসে NT$30,000 (প্রায় ১,০০০ মার্কিন ডলার) স্টাইপেন্ড (লিভিং এলাউন্স), যা প্রদান করে তাইওয়ানের National Science and Technology Council!

৩. প্রফেসর/গবেষণা প্রতিষ্ঠান রিসার্চের জন্য প্রয়োজনীয়

ফ্যাসিলিটি প্রদান করবে!

৪. বায়োলজিকাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজসহ প্রায় সব বিষয়ের জন্য ইন্টার্নশিপের সুযোগ রয়েছে!

৫. আসন সংখ্যা: প্রতি বছর ৩০০ প্লাস!

আবেদন প্রক্রিয়া:

১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি প্রোফাইল তৈরি করতে হবে।

ওয়েবসাইট: https://iipp.tw/

২. তারপর সাবজেক্ট অনুযায়ী তাইওয়ানের হোস্ট ইউনিভার্সিটি/রিসার্চ ইন্সটিটিউটের কোনো প্রফেসর বা গবেষকের সঙ্গে যোগাযোগ করে তার ল্যাবে ইন্টানশীপের সম্মতি নিতে হবে।

৩. সবশেষে, প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন জমা দিতে হবে (নির্ধারিত সময়ের মধ্য)।

🌟 এই প্রোগ্রামের বিশেষ সুবিধা:

তাইওয়ানের গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে নেটওয়ার্ক তৈরি করার সুযোগ পাবেন, যা ভবিষ্যতে স্কলারশিপ নিয়ে মাস্টার্স বা পিএইচডি করার পথ সহজ করতে পারে।


বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
গবেষণায় হাতে খড়িবই আলোচনা

বিজ্ঞানী হতে চাইলে যে বইটি পড়তে হবে? (প্রথম পর্ব)

কার্ল সাগানের "দ্য ডেমন-হন্টেড ওয়ার্ল্ড" কেন উচ্চাকাঙ্ক্ষী বিজ্ঞানীদের জন্য অবশ্যই পড়া উচিত...

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগওয়েব রিভিউ

যারা আন্তর্জাতিক মানের অনলাইন কোর্স খুঁজছেন, তাদের জন্য DigitalDefynd হতে পারে একটি অসাধারণ মাধ্যম।

DigitalDefynd-এর সাহায্যে হার্ভার্ড, MIT এবং অক্সফোর্ডের মতো শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে শিখুন। ৯৬,০০০+...

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগএসো শিখি

ভালো জিপিএ’র শক্তিকে অবমূল্যায়ন করবেন না

একটি শক্তিশালী জিপিএ বৃত্তি, উচ্চশিক্ষা, আরও ভালো চাকরির অফার এবং আত্মবিশ্বাসের দরজা...

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগগবেষণায় হাতে খড়ি

অভাবের মধ্যেও সম্ভব বিদেশে উচ্চশিক্ষা জেনে নিন কীভাবে

বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখছেন কিন্তু অর্থের জন্য চিন্তিত? বাংলাদেশের নিম্ন আয়ের...

উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগগবেষণায় হাতে খড়ি

স্কলারশিপ প্ল্যাটফর্ম: পর্ব-১

বিদেশে পড়াশোনার জন্য মাস্টার্স, পিএইচডি এবং স্নাতক বৃত্তি খুঁজে পেতে শিক্ষার্থীদের সাহায্য...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.