অন্যান্য

দক্ষিণ কোরিয়ার শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করার সুযোগ!

Share
Share

লেখক- আজিজুল হক

সহকারী অধ্যাপক, ইয়েংনাম বিশ্ববিদ্যালয়।

দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। যারা গবেষণায় আগ্রহী এবং তাদের ক্যারিয়ারে আন্তর্জাতিক অভিজ্ঞতা যোগ করতে চান, তাদের জন্য Kaist-x summer internship 2025 একটি অসাধারণ সুযোগ। এই ইন্টার্নশিপটি Korea advanced institute of science and technology (Kaist) কর্তৃক সম্পূর্ণ অর্থায়নে পরিচালিত হবে। ৭ সপ্তাহব্যাপী এই ইন্টার্নশিপটি ২০২৫ সালের ১ জুলাই থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রোগ্রামের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের KAIST-এর গবেষণা ল্যাবরেটরিতে অন্তর্ভুক্ত করা এবং তাদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বাড়ানো। আবেদন প্রক্রিয়া খুবই সহজ এবং আবেদন ফি বা IELTS পরীক্ষার প্রয়োজন নেই।

এই ইন্টার্নশিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন আর্থিক সুবিধা ও অভিজ্ঞতামূলক সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে যাতায়াতের জন্য সম্পূর্ণ বিমান ভাড়া, ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা, জীবিকা নির্বাহের জন্য ভাতা, উদ্বোধনী অনুষ্ঠান, ক্যাম্পাস ভ্রমণ এবং কোরিয়ান সাংস্কৃতিক ভ্রমণ। এই ইন্টার্নশিপটি Natural Science, Physics, Chemistry, Mathematics, Biology, Brain & Cognitive Science, Medical Science-এর মতো বিভিন্ন গবেষণার ক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ প্রদান করবে।

বিশ্বের যেকোনো দেশ থেকে ৩য় বা ৪র্থ বর্ষে অধ্যয়নরত স্নাতক শিক্ষার্থী এবং স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। তবে, ডক্টরাল ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবে না। আবেদন করার শেষ তারিখ: ৫ই ফেব্রুয়ারি ২০২৫।

আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া আছে।https://shorturl.at/799MH

বিদ্র: ফেসবুক থেকে সংগ্রহীত:——–https://www.facebook.com/share/p/12AePTJnxhH/

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

Copyright 2024 biggani.org