তথ্যপ্রযুক্তি বিষয়ক খবরসাক্ষাৎকার

#১২০ তানজীব এহসান সংলাপ

Share
Share

এবারের সাক্ষাৎকার সিরিজে আমাদেরকে সাক্ষাৎকার দিয়েছেন তানজীব এহসান সংলাপ। তিনি বর্তমানে স্কটল্যান্ডের বিখ্যাত University of Glasgow তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি করছেন। এছাড়াও, তিনি রাশিয়ায় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেছেন এবং Islamic University of Technology থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। তিনি তার গভেষনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সাথে শেয়ার করেছেন। বিস্তারতি জানার জন্য তার সাক্ষাৎকারটি পড়ুন:

প্রথমেই আপনার সম্বন্ধে আমরা জানতে চাই ?

আমি বর্তমানে স্কটল্যান্ডের বিখ্যাত University of Glasgow তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি করছি। এছাড়াও, আমি রাশিয়ায় নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করেছি এবং Islamic University of Technology থেকে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছি। পিএইচডি শুরু করার আগে, আমি ঢাকার দুটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কাজ করেছি।

আপনার গবেষনার বিষয় কি?

আমরা এমন একটি ভবিষ্যতের অপেক্ষায় আছি যেখানে ডিভাইসগুলো তাদের ব্যবহারকারীদের শক্তি উৎস হিসেবে ব্যবহার করবে। আমি বর্তমানে এমনই একটি এনার্জি হারভেস্টিং ডিভাইসের উপর কাজ করছি, যার নাম ট্রাইবোইলেকট্রিক ন্যানোজেনারেটর (Triboelectric Nanogenerator)। আমরা সকলেই কমবেশি স্থির বিদ্যুতের সঙ্গে পরিচিত। উদাহরণস্বরূপ, যখন আমরা শীতকাল বা শুষ্ক আবহাওয়ায় চিরুনি দিয়ে চুল আঁচড়াই, তখন মাঝে মাঝে একটি টুকটুক শব্দ শুনতে পাই। এই শব্দটি চিরুনি এবং চুলের ঘর্ষণের ফলে তৈরি হয়, যা তাদের মধ্যে বিপরীত চার্জ সৃষ্টি করে এবং এর মাধ্যমে একটি ভোল্টেজ পার্থক্য বা বিদ্যুৎ উৎপন্ন হয়। এই ঘটনা প্রায় ২৫০০ বছর আগে পর্যবেক্ষণ করা হয়েছিল, তবে ট্রাইবোইলেকট্রিক ন্যানোজেনারেটর ডিভাইসটি খুব সম্প্রতি, ২০১২ সালে উদ্ভাবিত হয়েছে। এই ডিভাইস আমাদের হাঁটার বা চলাফেরা করার সময় চার্জ হতে পারে। এর বিস্তৃত আপ্লিকেশন রয়েছে যেমন: ওয়েভ, সেন্সর, wearable electronics, বিমান ইত্যাদিতে। মেডিকেল ক্ষেত্রেও এই প্রযুক্তির ব্যবহার সম্ভব, যেখানে পেসমেকার, হুইলচেয়ার এবং অন্যান্য চিকিৎসা ডিভাইস শরীরের নিজস্ব শক্তি উৎপন্ন করতে সক্ষম হবে,
সময়ের সাথে সাথে, গবেষকরা বিভিন্ন মোডের মাধ্যমে নতুন ধারণা উদ্ভাবন করেছেন, যেমন কন্টাক্ট-সেপারেশন, স্লাইডিং, রোলিং ইত্যাদি। মূলত, যখন দুটি স্তর একে অপরের সংস্পর্শে আসে এবং আবার আলাদা হয়, তখন তাদের পৃষ্ঠের গঠন, উপাদানের বৈশিষ্ট্য, ঘর্ষণ এবং ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আমার চলমান গবেষণা এই ডিভাইসের কর্মক্ষমতা বাড়ানোর লক্ষ্যে মোফেম (MoFEM) গবেষণা দলের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে। এই ডিভাইসটি পরিবেশ থেকে শক্তি আহরণ করতে সক্ষম, যা বিদ্যুৎ সরবরাহের একটি নতুন ও নবায়নযোগ্য উপায় হিসেবে কাজ করবে, ফলে ব্যাটারি বা মেইনস পাওয়ার উৎসের উপর নির্ভরতা কমে যাবে। কিন্তু শক্তির উৎস হিসেবে এটি মোবাইল এবং পোর্টেবল ডিভাইসগুলিতে ব্যবহার করা সম্ভব। তাই, বিশ্বব্যাপী গবেষণা সম্প্রদায় এই ডিভাইসের বিভিন্ন কনফিগারেশনের উপর আরও ব্যাপক গবেষণার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিচ্ছে, যাতে এর কার্যকারিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা যায়। আমি বর্তমানে ডিভাইসটির জন্য একটি কম্পিউটেশনাল মডিউল তৈরি করছি, যা বারবার পরীক্ষার প্রয়োজনীয়তা কমাতে সহায়ক হবে। এর ফলে গবেষণার গতি ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবং পরিবেশবান্ধব ডিভাইসের উন্নত সংস্করণ দ্রুত হাতে আসার সম্ভাবনা তৈরি হবে।

বাংলাদেশের তরুণ শিক্ষার্থী যারা বিজ্ঞানে কাজ করতে চায় – তাদের জন্য আপনার কোন ম্যাসেজ কিংবা বার্তা কি?

বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের জন্য আমার বার্তা হলো: বিজ্ঞান ও প্রযুক্তির জগতে যে বিষয়ে আগ্রহী, তা নিয়ে গভীরভাবে পড়াশোনা করুন এবং হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করুন। আবাসিক ভাবে স্কুলে,কলেজ, ইউনিভার্সিটির গবেষণামূলক প্রকল্পে অংশ নিন এবং আপনার সৃজনশীলতা প্রকাশ করুন।
বিজ্ঞান কেবল তথ্য নয়, বরং সমস্যা সমাধানের দক্ষতা। তাই উদ্ভাবনী ও মননশীল হওয়া প্রয়োজন এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আপনার পছন্দের মতো একটি নির্বাচন করুন। মনে রাখবেন, ব্যর্থতা শিক্ষার অংশ; তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলুন। আপনারা আগামী দিনের বিজ্ঞানী ও উদ্ভাবক, যাঁরা বিশ্বকে আরও ভালো করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আপনার ইমেইল : [email protected]

আপনার লিংকডইন : https://www.linkedin.com/in/shonglap

আপনার ওয়েবসাইট বা গবেষনাকাজের লিংক : https://sites.google.com/view/shonglap

পরিশেষে আমরা বিজ্ঞানী অর্গ এর পক্ষ থেকে তানজীব এহসান সংলাপকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । তার সাক্ষাৎকারে আমরা খুবই আননন্দিত। তিনি আমাদের নবীন গবেষকদের জন্য এক অন্যতম দৃষ্টান্ত।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

নিয়মিত আপডেট পেতে আমাদের ইমেইল নিউজলেটার, টেলিগ্রাম, টুইটার X, WhatsApp এবং ফেসবুক -এ সাবস্ক্রাইব করে নিন।

Copyright 2024 biggani.org