ইলেক্ট্রনিক্স

কম খরচে সিঙ্গেল ব্যাটারি টর্চ

Share
Share

 

অনেকেই দেখেছেন গ্যাস লাইটারে টর্চ। এই টর্চ গুলো চলে ৩ টি বাটন সেল দিয়ে ( ৩ x ১.৫ ) ৪.৫ ভোলট এ। এর কারন এর বাল্ব হিসেবে ব্যবহৃত হয় এল ই ডি ( লাইট ইমিটিং ডায়োড) যা রং ভেদে ২.৫ থেকে ৪.৫ ভো. এবং ২০-৩৫ মিলি এমপিয়ার (ma) কারেন্ট ব্যাবহার করে। আর প্রচলিত ২ বাটারি টর্চ যা ২.৫ ভো এবং ২.৫ watt বা তার ও বেশী কারেন্ট খরচ করে ফলে ঔ টর্চ ২ ব্যাটারিতে একটানা জ্বালিয়ে রাখলে বড় জোর ২-৩ ঘন্টা জ্বলবে (মোটামুটি)। কিন্তু LED টর্চ গুলো এই বাটন সেল দিয়ে ১ টানা জ্বালালে ও 5-6 ঘন্টা জ্বলবে কারন এর বিদ্যুৎ খরচ মাত্র গড়ে ৩০ ma। তবে এই টর্চএর ব্যাটারি বদলানো তে অনেকে যান না, ব্যাটারি শেষ বা গ্যাস শেষ এবার ফেলে দে.. কারন ব্যাটারি ৩ টার দাম ১০-২০ টাকা।

আমি এখানে একটি ছোট সার্কিট দিচ্ছি যা দিয়ে এই LED কে ৩ ব্যাটারির যায়গায় ১ ব্যাটারি এবং পেনসিল, দিয়ে চালানো যাবে এবং এর লাইফ টানা জ্বললে ও ১০-১৫ ঘন্টা (আনুমানিক) হবে।  এটি internet থেকে সংগ্রহ করে আমি আমাদের দেশে পাওয়া জিনিষ দিয়ে মডিফিকেশন করেছি।

   led_coil_copy

কয়েল

 

কয়েল এর কয়েলটি অতি সহজ, যে কোন পুরোনো ইলেকট্রনিক টিউব সেট যা সচারচর নষ্ট হয় এধরনের একটি সার্কিট থেকে ট্রানসফরমারের তার এবং এর আয়রন কোরটি প্রয়োজনে ভেঙে ছোট করে নিয়ে ব্যাবহার করা হয়েছে, এছাড়া যে কোন ফেরিট কোর ই কাজ করবে। ইনসুলেটেড তার যা ট্রানসফরমারে পাবেন তা দিয়ে ফেরিট কোরে ২৫x2 = ৫০ প্যাচ দেয়ার মত তার সংগ্রহ করে পরে তারটি সমান ২ ভাজ করে নিন। ফেরিট কোরে গুনে ২৫ টি প্যাচ দিন এবার তারের জোড়া মাথা কেটে দিলে আপনার কয়েল তৈরি। ব্যাস লেগে পড়ুন বানাতে। উপরের কয়েল গুলো আমি টেস্টের জন্য বানিয়েছি, সবগুলোই কাজ করে। প্যাচ বেশী হলে ব্যাটারি লাইফ বেশী হবে বলে Randal Smith নামে এক বন্ধু জানিয়েছে, সে আমাকে এমেরিকা থেকে ছোট ফেরিট কোর পর্যন্ত পাঠাতে চেয়েছিল।

led_torch_copy

পার্টস লিস্ট

 

রেজিসটর     +- ১০০ ওহম                          1 Tk.

ট্রানজিসটর    BC 549/BC 548                       3 Tk.

কয়েল         তৈরি কৃত                                   –

পাওয়ার       ১.৫ V any bat.                           5-8 Tk.

বাল্ব            LED (ultra white is better)          3-5 Tk.

 

 

led_1

 

 

mamun2a at gmail.com

 

 

Share

5 Comments

  • AMI LED KOTHAI PABO. TRANGISTER R NUBVER PAOYA JAI NI. AR KACHA_KACHI KON NUMBER DIEA TEST KORLEA KI HOBE.

    THANK YOU.
    SHOHAG

  • মামুন ভাই,
    একটা পরিস্কার ডায়াগ্রাম দিলে আমাদের মতো নাদান-রা আর একটু ভাল করে বুজতে পারতাম।

  • এটাকে Joule Thief বা ব্যাটারি বুস্টার সারকিট বলে। অনেক চার্জ শেষ হয়ে যাওয়া battery এই সারকিট এ কানেকশন দিয়ে টর্চ বানালেও জ্বলবে। ফেরিট কোর আসলে এক ধরণের চুম্বক যা এনারজি সেভিং লাইট এ থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
ইলেক্ট্রনিক্স

১৯৮৭ সালে কাসিওর কথা বলার ঘড়ি: এক হারিয়ে যাওয়া ভবিষ্যৎ

Casio TM-100 এর গল্প আবিষ্কার করুন, ১৯৮৭ সালের কথা বলা হাতঘড়ি যা...

ইলেক্ট্রনিক্স

মাইক্রোচিপ উৎপাদনের শিল্প শুরু করার গল্প

লেখক: সাইফ ইসলাম সিলিকন ভ্যালি গত কয়েক দশকে আকারে এতটাই বৃদ্ধি পেয়েছে...

ইলেক্ট্রনিক্সকৃত্রিম বুদ্ধিমত্তাপ্রযুক্তি বিষয়ক খবরবিজ্ঞান বিষয়ক খবর

কোয়ান্টাম যোগাযোগে নতুন যুগ: কুডিটের আবির্ভাব

কোয়ান্টাম প্রযুক্তি হলো এমন একটি প্রযুক্তি যা কোয়ান্টাম মেকানিক্সের মূলনীতি ও তত্ত্বের...

ইলেক্ট্রনিক্সকম্পিউটার টিপসছোটদের জন্য বিজ্ঞানতথ্যপ্রযুক্তিপ্রথম পাতায়প্রযুক্তি বিষয়ক খবর

কোডিং শেখার গুরুত্ব ও সম্ভাবনা

ধারণা করা হচ্ছে যে সামনের বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা দারুণভাবে ভূমিকা রাখবে। সেটা...

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

Copyright 2024 biggani.org