সূর্য্যের ঘুর্ণন

ছোট বন্ধুরা,তোমরা জান যে পৃথিবী সূর্য্যের চারদিকে ঘোরে আর জান সূর্য্য চুপটি করে দাড়িয়ে দাড়িয়ে পৃথিবীর ঘোরা দেখে;তাই কি?আসলে কিন্তু তা নয়।সূর্য্যও ঘুরছে।শুনে আশ্চর্য হচ্ছো খুব!এবার তাহলে শোনো কিভাবে ঘোরে তার গল্প:পৃথিবী ও সূর্য্য দুটি ভিন্ন বস্তু।একটি জলন্ত তারকা আর অপরটি তার গ্রহ আমাদের আপন পৃথিবী;দুটি আলাদা হবার কারনে এদের ঘুর্ণন কিছুটা আলাদা।পৃথিবী কিভাবে ঘোরে তা তোমরা অনেকেই জানো;লাটিমের মত নিজে ঘুরতে ঘুরতে একস্হানে স্হীর না থেকে কোটি কোটি মাইল দূর থেকে আমাদের পৃথিবীটা সূর্য্যকে চক্কর দেয়।এটি সম্পন্ন হতে একটি বছর লেগে যায়।আর সূর্য্য ঘোরে একজায়গায় দাড়িয়ে লাটিমের মত। এটিও শোনা যায় যে সূর্য্য ঘোরে বিঘা নামের একটি নক্ষত্রকে কে ঘিরে,কিন্তু এটি এখনও প্রমানীত নয়।মনে রেখো বন্ধুরা,এই মহাবিশ্মে কোন কিছু আসলে স্হীর নয়;সবাই ঘুরছে… বন্ধুরা, আরো অনেক কিছু তোমাদের জানাবো ধীরে ধীরে..

Imran Hoossain
Latest posts by Imran Hoossain (see all)

About Imran Hoossain

Check Also

প্রকৃতিপ্রেমিক, জীববিজ্ঞানী ও লেখক অধ্যাপক দ্বিজেন শর্মা

‘মানুষ, বৃক্ষের মতো আনত হও, হও সবুজ …’  এমন কথা একজনই বলতে পারেন তিনি হচ্ছেন …

ফেসবুক কমেন্ট


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।