২০১০ ডিসেম্বর ০৯
বিজ্ঞপ্তি
সাদ আব্দুল ওয়ালী , বিভাগীয় সম্পাদক, ছোটদের জন্য বিজ্ঞান, বিজ্ঞানী.org
প্রিয় বিজ্ঞানী,,,
নতুন বছরের আগাম শুভেচ্ছা।
আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে সাদ আব্দুল ওয়ালী বিজ্ঞানী.org-এর ‘ছোটদের জন্য বিজ্ঞান’ বিভাগের বিভাগীয় সম্পাদক হিসাবে ১ জানুয়ারী ২০১১ থেকে আপনাদের সবাইকে সেবা প্রদান করবেন।
সাদ আব্দুল ওয়ালী – এর সংক্ষিপ্ত জীবনীঃ
“সাদ আব্দুল ওয়ালীঃ তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক লেখক। শিক্ষাগত যোগ্যতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন বি.এস.এস.। এপটেক কম্পিউটার এডুকেশন হতে হায়ার ডিপ্লোমা ইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। বই প্রকাশঃ ১) ডেটাবেজ প্রোগ্রাম: এসকিউএল সার্ভার, ২) ওরাকল ও ডেভেলপার (লেখকদ্বয় সাদ আব্দুল ওয়ালী ও মাহবুবুর রহমান) , ৩) বিজ্ঞান মনীষা। ই-মেইল: [email protected]”
আসুন আমরা সবাই সাদ আব্দুল ওয়ালী-কে বিজ্ঞানী.org-এ স্বাগত জানাই।
অনুপম শুভেচ্ছা।
শফিউল ইসলাম
বিজ্ঞানী.org টিম
Welcome wali vaia.
বিজ্ঞানী.অর্গ আমাকে ১ জানুয়ারী ২০১১ থেকে বিভাগীয় সম্পাদক (ছোটদের জন্য বিজ্ঞান) হিসেবে সেবা প্রদানের সুযোগ দেওয়ায় নিজেকে গর্বিত মনে করছি।
আশা করছি এ ব্যাপারে আমি সচেষ্ট হবো এবং সকলের সহযোগিতা কামনা করছি।
সকলে ভাল থাকবেন। সবাইকে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই।
রাসেল ভাই আপনার জন্যও শুভেচ্ছা রইল।
সাদ আব্দুল ওয়ালী
[email protected]
আপনাকে সাদর অভ্যর্থনা জানাই
মনোজকুমার দ. গিরিশ ১৫/১২/২০১০ কোলকাতা