টেক্সটাইল

বাংলাদেশে cotton কেন্দ্রিক টেক্সটাইল শিক্ষাব্যাবস্থা

Share
Share

বাংলাদেশে cotton কেন্দ্রিক টেক্সটাইল শিক্ষাব্যাবস্থাঃ পরিবর্তন সময়ের দাবি।

বাংলাদেশের স্পিনিং ইন্ডাস্ট্রি গুলোর বর্তমান অবস্থা টেক্সটাইল
সেক্টরের সাথে জড়িত সবাই খুব ভালোভাবে জানে । যদি এই দূরবস্থার কারন
অনুসন্ধান করা হয়,তাহলে ২ টি কারন চোখে পড়বে-

১. দেশে গ্যাস বা জ্বালানি তেলের স্বল্পতা

২. কাচামালের( Raw materials)  তথা কটন এর স্বল্পতা। বাংলাদেশের স্পিনিং
মিল গুলো কটনের জন্য ১০০% আমদানী নির্ভর। আমদের দেশ মুলত
ভারত,আমেরিকা,উজবেকস্থান, থেকে কটন আমদানী করে। ভারত বর্তমানে কটন
রপ্তানিতে বিধিনিষেধ বৃদ্ধি করেছে শুধু তাই নয় তারা Damping price এ আমাদের
দেশে সুতা Export করছে। বাংলাদেশের স্পিনিং শিল্প ধ্বংশ হয়ে গেলে ভারত
হঠাত করে সুতার দাম বাড়ীয়ে দিবে তখন আমাদের নীট শিল্পও ধ্বংশ মুখে পতিত
হবে।

গ্যাস বা জ্বালানি তেল জনিত সমস্যাটি সার্বজনীন এবং এটি শুধু স্পিনিং বা টেক্সটাইল শিল্প নয় বরং সকল ভারি শিল্পের জন্য প্রযোজ্য।

দ্বিতীয় যে সমস্যা সেটির  মুলত ভৌগলিক। টেকনোজলিকাল জ্ঞান আর মানসিকতার
পরিবর্তন  ছাড়া তা কাটিয়ে ওঠা মোটামুটি অসম্ভব। কারন বাংলাদেশে বানিজ্যিক
ভাবে তুলা উৎপাদন খুব সম্ভবত অসম্ভব ,এই ঘনবসতি পুর্ন দেশে যেখানে পর্যাপ্ত
খাদ্যের  উৎপাদন ই হয় না সেখানে তুলা উতপাদনের চিন্তা করাও কষ্টকর। তুলা
উৎপাদন একটি সময় সাপেক্ষ ব্যাপার এবং এটির উৎপাদন কাজে প্রায় ২৭০ দিন সময়
লাগে। অনেকে এক্ষেত্রে পাটের কথা বলে, পাট অবশ্যই অতি গুরুত্বপুর্ন ফাইবার।
কিন্তু এখনো পর্যন্ত এটি তুলার প্রতিস্থাপক নয়। গঠনগত দিক থেকে পাট তুলার
থেকে আলাদা। তবে আমরা পাটকে  Clothing বাদে অন্য কাজে যেমন Packing, Home
textile,  Carpet, Fancy item ইত্যাদি তৈরিতে খুব সহজেই কাজে লাগাতে পারি।
এজন্য প্রয়োজন Technological knowledge । আর এই Knowledge  যোগান দেবার
দায়ীত্ব টেক্সটাইল শিক্ষা প্রতিষ্টানের। এ ক্ষেত্রে সবার উপরে অবস্থান করবে
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে Jute Technology
শিক্ষা দেবার জন্য প্রইয়োজনীয় সকল অবকাঠামো আছে  [তবে যেটি নেই তা হল
আমাদের শিক্ষক- ছাত্রদের সদিচ্ছা। আমাদের চিন্তা ধারা বাজার ভিত্তিক যে 
বিষয়টির বাজার মুল্য ভাল সেটিই ছাত্র-ছাত্রীদের প্রথম পছন্দ। আমদের এখানে
সমগ্র সিলেবাসের মাত্র ১০% এর মত জুট টেকনোলজি । যেখানে সমগ্র সিলেবাসের
প্রায় ৮০% জুড়ে আছে  Cotton Processing.   বিশ্ববিদ্যালয় হবার পর নতুন অনেক
Departmentএবং সাবজেক্ট খোলার কথা বলা  পৃথক জুট টেকনোলজি সাবজেক্ট খোলার
চিন্তা এখনো করা হয় নি।]

যাহোক এখন দেখা যাক তুলার বিপরীতে কি ব্যবহার করা যায়- যদিও তুলার
বিকল্প তেমন কিছুই নেই তবে Blending করে cotton consumption কমানোর কথা
বিবেচনা করা যায়। তুলার সাথে মুলত Modals, viscose,ইত্যাদি Blend  করা হয়।
এখানেও আমাদের টেকনোলজিক্যাল জ্ঞানের অভাব । ব্যক্তিগত অভিজ্ঞাতার আলোকে
দেখেছি ভিসকোস বা মোডাল এর জন্যও আমরা ভারতের উপর নির্ভরশিল। তাদের কাছ
থেকে কটনের সাথে সাথে  এগুলোও আমাদের  আমদানি করতে হয়।

শুধু তাই না Lycra নিটিং শিল্পের জন্য খুবই দরকারি একটি সুতা যেটিও
আমাদের দেশে তৈরি হয় না। আমাদের তা ধার করতে হয় ভিয়েতনাম,
ইন্দোনেশিয়া,ভারত, থাইল্যান্ড এর মত দেশ থেকে।  আমাদের দেশে এই সকল কৃত্রিম
ফাইবার তৌরীর কথা কেঊ কল্পনাও করে না এখন আমদের চিন্তা করতে হবে আমরা যদি
দেশে সুতা তৈরী করতে চাই কি না? যদি চাই তাহলে Cotton থেকে আমাদের বেরিয়ে
আসতেই হবে এর বিকল্প কিছুই আছে বলে মনে হয় না। এদেশে তৈরি করতে হবে Man
Made fibre (from Home made Polymer chips not imported )


আমরা আশা করি টেক্সটাইল বিশ্ববিদ্যালয় কটনের গন্ডি ছেড়ে বেরিয়ে আসবে
এখানে Modern Textile technology র চর্চা হবে। বাংলাদেশের তৈরি হবে
Spandex, Rayon, Modal, viscose, Milk fiber,আর সেই সাথে আলোর মুখ দেখবে
দেশের স্পিনিং শিল্প ( তবে প্রচলিত কটন স্পিনিং নয়)

By the courtesy of: www.textilebloggers.net

Share

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

Related Articles
Englishটেক্সটাইলবই আলোচনাবিজ্ঞান বিষয়ক খবর

Airship Technology (উড়োজাহাজ প্রযুক্তি)

[box type=”shadow” align=”” class=”” width=””] বই পরিচিতি: Airship Technology (উড়োজাহাজ প্রযুক্তি) উড়োজাহাজ...

অন্যান্যটেক্সটাইলবিজ্ঞানীদের খবর

বরেণ্যব্যক্তিদের জীবনালেখ্য – ড. শফিউল ইসলাম

বরেণ্যব্যক্তিদের জীবনালেখ্য ড. শফিউল ইসলাম ঝিনাইদহ জেলার গুণী ও সুধীজন বরেণ্যব্যক্তিদের জীবনালেখ্য...

Englishটেক্সটাইল

Textile and Apparel Exports/Imports

  লিখেছেন Shafiul Islam  Saturday, 04 August 2012 উৎসর্গঃ সৃষ্টির সেবক, রেডিও আবিষ্কারক...

Three Columns Layout

গবেষণার তথ্য ও বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে, বিজ্ঞানী.অর্গ নবীন প্রজন্মকে গবেষণার প্রতি অনুপ্রাণিত করে।

Contact

biggani.org❤️gmail.com

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

বিজ্ঞানী অর্গ (biggani.org) বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্ম, যেখানে গবেষণা ও বিজ্ঞান নিয়ে বাংলা ভাষায় তথ্য ও সাক্ষাৎকার প্রচার করে – নবীনদের গবেষণা ও উচ্চশিক্ষায় প্রেরণা দেয়া হয়।

যোগাযোগ:

biggani.org@জিমেইল.com

biggani.org, a community of Bangladeshi scientists, shares interviews and information about researchers and scientists in Bengali to inspire young people in research and higher education.